• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ঈদে যাত্রী পরিবহনে দিনরাত প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল (ভিডিও)

আশিকুল আলম

  ২২ এপ্রিল ২০২২, ১৪:৪১

ঈদে নির্বিঘ্নে যাত্রী পরিবহনে আগাম প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। এবারও প্রতিটি নিয়মিত ট্রেনে যুক্ত হবে অতিরিক্ত কোচ। রেলওয়ের চট্টগ্রামের পাহাড়তলীর কারখানায় ৫০টি অতিরিক্ত কোচ মেরামতের কাজ করা হচ্ছে। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ৪০টি কোচ মেরামতের কাজ।

ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী ওয়ার্কশপে দিনরাত চলছে বগি মেরামতের কাজ। পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে এবার বিভিন্ন ইয়ার্ডে পড়ে থাকা স্ক্র্যাপ ৫০টি বগি মেরামত করা হচ্ছে। পুরো কারখানা জুড়ে ১৮টি শপে চলছে ওয়েল্ডিংয়ের কাজ, কেউ কাটছেন প্লেট, আবার কেউ কেউ বগিতে লাগাচ্ছেন রং, আবার কেউ পরিমাপ করছেন। এভাবেই ব্যস্ত সময় পার করছেন পাহাড়তলী কারখানার শ্রমিকরা।

এক শ্রমিক বলেন, বগিটার মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। এখান থেকে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর লাইনে পাঠানো হবে।

আরেকজন শ্রমিক বলেন, আশা করতেছি আর দুই-একদিনের ভেতরে আমাদের গাড়িগুলো সম্পূর্ণ রেডি করে বের করে দিতে পারব।

কারখানায় ১৮টি শপের শ্রমিকদের যেন দম ফেলার সময় নেই। রাতদিন সমান তালে চলছে ট্রেনের বগি মেরামতের কাজ। যাত্রীদের সেবা দিতে রেল কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চল কারখানার কর্মব্যবস্থাপক।

রেলওয়ে পূর্বাঞ্চল কারখানার কর্মব্যবস্থাপক (নির্মাণ) রাশেদ লতিফ বলেন, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০টি কোচ মেরামত করে ঈদের ট্রেনে যুক্ত করা। প্রায় ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে। আমাদের হাতে আরও ৮-১০ দিন সময় আছে। এরমধ্যে আমরা নিশ্চিতভাবে আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব।

ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না হওয়াসহ টিকিটের জটিলতা দূর করতে রেলওয়ে পূর্বাঞ্চল সতর্ক থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা থেকে ১৫ রুটে ট্রেনের ভাড়া যত বাড়বে
ট্রেনের ভাড়া বাড়ছে ৪ মে থেকে
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ঈদযাত্রায় সড়কে ঝরল ৩২০ প্রাণ 
X
Fresh