• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উত্তরায় সরকারি প্লট দখল করে চলছে রমরমা বাণিজ্য (ভিডিও)

জুবায়ের সানি

  ২৩ জানুয়ারি ২০২২, ১০:২০

উত্তরায় রাজউকের প্লট দখল করে চলছে রমরমা বাণিজ্য। প্লটে স্থাপনা গড়ে তুলে ভাড়ার বিনিময়ে মাসে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর শরীফুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, কিশোর গ্যাং গড়ে তুলে ফুটপাত, রেস্তোরাঁ, হাসপাতালে চাঁদাবাজিসহ এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে চক্রের সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় চলছে এসব অপকর্ম।

সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপদ সড়ক। রাস্তার দুই পাশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের আবাসিক ও বাণিজ্যিক মিলে ২৮টি প্লট খালি রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি এসব প্লট দখলে নিয়েছে স্থানীয় কাউন্সিলর শরীফুল ইসলাম ও তার সহযোগীরা। গড়ে তোলা হয়েছে বেশকিছু স্থাপনা। যেখান থেকে প্রতি মাসে ৫৪ লাখ টাকার বেশি ভাড়া তোলা হয়। স্ট্যাম্পে চুক্তিনামাসহ বেশকিছু অভিযোগের প্রমাণও মিলেছে আরটিভি টিমের অনুসন্ধানে।

কেবল প্লট দখলই নয়, কিশোর গ্যাং ও নিজস্ব বাহিনীর মাধ্যমে, ফুটপাত হোটেল থেকে শুরু করে আবাসিক প্লটে চাঁদাবাজির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগের সত্যতা নিয়ে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সরকারি প্লট দখলের ঘটনায় হতবাক খোদ রাজউক চেয়ারম্যান আমিন উল্লাহ নূরী। শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে রাজউকের প্লট দখল করে যারা উত্তরায় অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে, তাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।

আরএ/পি/টিআই

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিত্যপণ্যের দাম বাড়িয়ে লুটপাটে ব্যস্ত অসাধু ব্যবসায়ীরা (ভিডিও)
খতনা যেন আতঙ্কের নাম (ভিডিও)
X
Fresh