• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যানজটে বিরক্ত নগরবাসী, অসহায় ট্র্যাফিক পুলিশ (ভিডিও)

জাহিদ রহমান

  ১৩ জানুয়ারি ২০২২, ২২:০৬

রাজধানীতে যানবাহন চলাচল, পার্কিং, পথচারী পারাপার কিংবা ফুটপাত সব জায়গা থেকেই শৃঙ্খলা যেন বিদায় নিয়েছে। নিয়ম অমান্য করাই এখন নিয়মে পরিণত হয়েছে। বেপরোয়া আর উল্টোপথে চলাচলে ব্যস্ত রাস্তায় জট লেগেই থাকছে। যেমন খুশি চলছে যানবাহন। যে যার মতো যত্রতত্র পার হচ্ছে রাস্তা। প্রতিদিনের এমন দৃশ্যই বলে দেয় কতটা বিশৃঙ্খল রাজধানীর ট্র্যাফিক ব্যবস্থা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর প্রধান সড়কগুলোতে অবলীলায় চলছে অযান্ত্রিক যান। ব্যস্ত রাস্তায় রিকশা-ভ্যান চলাচলে এ গতি আরও কমিয়ে দেয়। এর সঙ্গে আছে উল্টোপথে চলাচল। শুধু তাই নয়, অনেক রাস্তায় ট্র্যাফিক পুলিশ চোখেও পড়ে না। যেখানে আছে সেখানেও শৃঙ্খলা রক্ষায় রীতিমত হিমশিম দশা তাদের। একদিকে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ আর বিপরীত দিকে দীর্ঘ জটলার সৃষ্টি করে।

চালকদের অভিযোগ, রাস্তায় নামলেই যানজট। ট্র্যাফিক নিয়ম খুবই বাজে। ট্র্যাফিক পুলিশরা বক্সে বসে শুধু বিশ্রাম নেয়। যার কারণে যানজট লেগে থাকে।

অপরদিকে ট্র্যাফিক পুলিশরা বলছেন, যে পরিমাণ গাড়ি সে অনুপাতে রাস্তা নেই। রাস্তা ছোট হওয়ায় গাড়িগুলো অতিক্রম করতে খুব কষ্ট হয়। সেজন্য আমাদেরও কষ্ট হয়ে যায়।

এদিকে করোনার বিশেষ সময়ে বিধিনিষেধ শিথিলের পর দায়িত্বপ্রাপ্তদের শৃঙ্খলা ফেরাতে এখনও কঠোর অবস্থানে দেখা যায়নি। আর নজরদারির অভাবে দিনদিন বেপরোয়া হয়ে উঠছে চালকরাও।

আরএ/পি

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিত্যপণ্যের দাম বাড়িয়ে লুটপাটে ব্যস্ত অসাধু ব্যবসায়ীরা (ভিডিও)
খতনা যেন আতঙ্কের নাম (ভিডিও)
X
Fresh