• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাড়ছে সংক্রমণ, স্বাস্থ্যবিধি মানছে না অধিকাংশ মানুষ (ভিডিও)

এ আর বাদল

  ০৭ জানুয়ারি ২০২২, ১৩:১০

ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়লেও মানুষের মধ্যে কোনো রকম সচেতনতা নেই। করোনা শনাক্ত বাড়লেও প্রভাব পড়েনি মানুষের মধ্যে। এখনও অনেকে প্রাণ হারালেও রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, সেদিকে খেয়াল নেই কারোরই। স্বাস্থ্যবিধি না মানার ক্ষেত্রে দিচ্ছেন একেক রকম যুক্তি। অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার বিষয়টি আলোচনায় আসলেও এখনও জানেন না মালিক-শ্রমিকরা।

আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। তারপরও বাজার, রাস্তাঘাট বা গণপরিবহন কোথায়ও নেই সচেতনতা।

রাজধানীর কাওরান বাজারে ভিড়ের পাশাপাশি বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক। স্বাস্থ্যবিধি মানতে উদাসীন ক্রেতা-বিক্রেতাদের প্রায় সবাই।

একজন ক্রেতা বলেন, মাস্ক পরলে সমস্যা মনে হয়। নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এ জন্য মাস্ক পরি না।

এক বিক্রেতা বলেন, আমার সমস্যা মাস্কে। মাস্ক পরলে আমার দম বন্ধ হয়ে আসে। আমার শ্বাসে সমস্যা।

লকডাউন দিলে ব্যবসার ক্ষতি হবে, তাই ব্যবসায়ীরা এটি না চাইলেও মানেন না স্বাস্থ্যবিধি।

একজন বলেন, ভ্যাকসিন নিয়েছি, তাই মাস্ক পরছি না।

বেশিরভাগ রিকশার আরোহী ও চালকের মুখেও নেই মাস্ক। গণপরিবহনেও একই অবস্থা।

বাসের এক যাত্রী বলেন, কেউ পরে না, তাই আমিও পরি না। মাস্ক পরা উচিত।

অর্ধেক আসনে যাত্রী পরিবহন আর ডাবল ভাড়ার খবরে উদ্বিগ্ন যাত্রীরা।

এক যাত্রী বলেন, ডাবল ভাড়া করলে সমস্যা হবে সাধারণ মানুষের। যাদের ইনকাম কম, তাদের অনেক সমস্যা হবে।

বিষয়টি আলোচনায় আসলেও এখনও কোনো নির্দেশনা পায়নি পরিবহন সংশ্লিষ্টরা।

পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কিছু বলা হয়নি।

করোনা সংক্রমণ আরও বাড়লে আবারও লকডাউনসহ নানা বিধিনিষেধের ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
X
Fresh