• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সহায়তার আশায় দিন পার করছে ইয়াসে সর্বস্ব হারানো পরিবারগুলো (ভিডিও)

জসীম পারভেজ

  ০৫ জুন ২০২১, ১০:১৬
সহায়তার আশায় দিন পার করছে ইয়াসে সর্বস্ব হারানো পরিবারগুলো (ভিডিও)

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে কুয়াকাটার কলাপাড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসের তাণ্ডবে কলাপাড়ার চর হাবিবের ৪০টি জেলে পরিবার বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় জীবন বাঁচাতে সরকারি-বেসরকারি সহায়তার আশায় দিন পার করছে সর্বস্ব হারানো পরিবারগুলো।

কুয়াকাটায় প্রায় ৫০ বছর আগে প্রমত্তা রাবনাবাদ নদের মোহনায় জেগে ওঠে এই চর হাবিব। চরটিতে প্রায় ৪০টি জেলে পরিবারের বাস। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পূর্ণিমায় অস্বাভাবিক জোয়ার হওয়ায় চরের বেশির ভাগ ঘরবাড়ি পানির তোড়ে ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে।

টানা দুই দিন তুমুল জলোচ্ছাসের তাণ্ডবে ঘরবাড়ি নষ্ট হওয়ার পাশাপাশি ভেসে গেছে গরু-ছাগল, হাস-মুরগিসহ ক্ষেতের ফসল।

ভুক্তভোগী একজন বলেন- ট্রলার, জাল, নৌকা সম্পূর্ণ জিনিস নদীতে বিলীন হয়ে গেছে। অন্য একজন বলেন, ধাপে ধাপে বন্যা হয়ে সবকিছু কেড়ে নিয়ে যায়। আমরা খাওয়ার জন্যও কিছু পাই না।

বিধ্বস্ত এ পরিবারগুলোকে পুনর্বাসন ও জীবিকার ব্যবস্থা করার জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা।

কুয়াকাটা বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবির বলেন, বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং জরুরি ভিত্তিতে এসব পরিবারগুলোর পাশে সরকার ও বিত্তবানদের দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।

এ অবস্থায় দ্রুত প্রয়োজনীয় সহায়তা কামনা করছে অসহায় পরিবারগুলো।

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
X
Fresh