• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জমে উঠেছে ইফতার বাজার, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি (ভিডিও)

খান আলামিন, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২১, ১২:১৪
জমে উঠেছে ইফতার বাজার, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি (ভিডিও)
জমে উঠেছে ইফতার বাজার, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি (ভিডিও)

মার্কেট, শপিং মল পাড়ায় জমে উঠেছে ইফতার বাজার। কেউ কেউ হোটেল কিংবা রেস্তোরাঁয় বসে ইফতার সেরে নিচ্ছেন। করোনা কিংবা লকডাউনের প্রভাব এখানে খুব একটা লক্ষ্য করা যায় না। যদিও স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত।

রাজধানী জুড়ে ইফতার বাজারে ক্রেতার হাহাকার চললেও মার্কেট কিংবা শপিং মল পাড়ায় সে চিত্রটা ভিন্ন। বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের দৃশ্য। ক্রেতাদের উপস্থিতিতে সরগরম। ছোলা, বুট, পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ, বেগুনি, বুন্দিয়া, জিলাপির বিক্রিতে ধুম।

হোটেলে ইফতার করতে আসা একজন বলছেন, অনেক দূরে থেকে আসছি। ঢাকায় বাসা নেই, যাব কোথায়। ইফতার করেই চলে যাব আমরা।

যদিও কোনো কোনো বিক্রেতার তুষ্টি নেই। কেউ কেউ অবশ্য করোনা ও লকডাউনে এমন বেচাকেনায় সন্তুষ্ট।

এক বিক্রেতা বলছেন, কোনো ক্রেতা নেই। একজন কিনতে আসলে সঙ্গে তার তিন চারজন আসে। আবার কোনো ব্যবসায়ী বলছেন, শপিং মল খোলা থাকলে তাও কিছু ক্রেতা আসে। লকডাউনের জন্য ব্যবসা খারাপ। তারপরও ইফতারের কিছুক্ষণ আগে হালকা বিক্রি হয়।

স্বাস্থ্যবিধি পালনে খুব একটা আগ্রহ লক্ষ্য করা যায়নি কারোর মধ্যেই। কারো মুখে হয়তো মাস্ক রয়েছে। কারো মাস্ক আবার থুতনিতে। সামাজিক দূরত্ব কেউই মানছেন না।

ক্রেতারা বলছেন, বিক্রেতাদের অনেকের হাতে গ্লাভস নেই, কারো মুখে মাস্ক নেই। এ বিষয়ে তাদের সতর্ক থাকা উচিত।

করোনাভাইরাস রোধে যেকোনো ইফতার বাজারে মাস্কপরা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারী নির্দেশনা মানা না হলে সংক্রমণের ঝুঁকি থেকেই যাবে।


এসআর/

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটির দিনে জমজমাট ঐতিহ্যবাহী ইফতার বাজার
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh