• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

প্রভাবশালীরাই নিয়ম ভাঙছেন বেশি (ভিডিও)

শাকিবুর রহমান

  ১৪ মার্চ ২০২১, ০৯:১০

সড়কে শৃঙ্খলা আনতে আইন পরিবর্তন করা হয়েছে। মামলার সঙ্গে বাড়ানো হয়েছে জরিমানা। তার পরেও রাজধানীর রাস্তায় অহরহই উল্টো পথে গাড়ি চলছে। কেউ প্রভাব খাটিয়ে আবার কেউ যানজটের অজুহাতে উল্টো পথে গাড়ি নিয়ে যাচ্ছেন। ট্রাফিক পুলিশের অভিযোগ প্রভাবশালীরাই নিয়ম ভাঙছেন বেশি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগে বেশ আলোচনায় ছিল রাজধানীতে উল্টা পথে চলা গাড়ির বিরুদ্ধে অভিযান। বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ আটকে দিয়েছিল ভিআইপিসহ অনেকের গাড়ি। ফলে অনেকটাই কমেছিল উল্টো পথে গাড়ি চালানোর প্রবণতা।

কিন্তু করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় রাস্তায় যানবাহনের স্বাভাবিকতার সঙ্গে সঙ্গে বেড়েছে উল্টো পথে চলার প্রবণতা। উল্টো পথে গাড়ি চলায় যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
প্রাইভেটকার থেকে শুরু করে মোটরসাইকেল সিএনজিচালিত অটোরিকশাসহ রিকশা সুযোগ পেলে সবই উল্টা পথে চলে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, যখন কোনও ব্যক্তি দেখছে তার গন্তব্যে সঠিক সময়ে যেতে পারছে না। তখন ওই ব্যক্তিটি তাড়াতাড়ি যাওয়ার জন্য উল্টা পথে চলে। কেউ দ্রুত গন্তব্যে যাওয়ার কারণ দেখিয়ে এমন কাজ করছেন। সড়কের সঠিক গতি ও যানজট কমাতে সবাইকে ‘সড়ক পরিবহন আইন’ মেনে চলতে হবে।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত
লালমনিরহাটে বালুবাহী ডাম্পট্রাকের ধাক্কায় নিহত ২
ঈদযাত্রায় সড়কে ঝরল ৩২০ প্রাণ 
X
Fresh