• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মগবাজার ও মৌচাক ফ্লাইওভারের নিচের অংশ বেদখলে (ভিডিও)

বিল্লাল হোসেন, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২১, ১৯:২০
The lower part of Magbazar and Mouchak flyovers were evicted
বেদখল হয়ে গেছে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচের অংশ, ছবি: আরটিভি

নজরদারির অভাবে বেদখল হয়ে গেছে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচের অংশ। দিনে ব্যবহার হয় পার্কিং আর টেম্পোস্ট্যান্ড হিসেবে আর সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা। ফ্লাইওভারটির রাজারবাগ অংশ দখলে নিয়ে রীতিমতো স্থাপনা তৈরি করেছে দরবার শরীফের পীরের মুরিদরা। এসব দখলদারিত্বকে অবৈধ বললেও নির্বিকার নগর কর্তৃপক্ষ।

ফ্লাইওভারের নিচে এভাবেই স্থাপনা বানিয়ে কার্যালয় আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করছে রাজারবাগ মুহম্মাদিয়া জামিয়া শরীফ মাদরাসা। ছবি তুলতে গেলেই মারমুখী হয়ে ছুটে আসেন দখলদাররা। পরে মাদরাসায় গেলে তারা দাবি করেন, ফ্লাইওভারের নিচে পার্কিংয়ের অনুমতি আছে তাদের। তবে স্থাপনা নির্মাণের ব্যাপারে নেই কোনো সদুত্তর। শুধু ফ্লাইওভারের নিচেই নয়, গাড়ি রাখা হয় রাস্তার ওপরেও। এতে লেগে থাকে যানজট।

মাদরাসার গাড়ির ড্রাইভার বলেন, গাড়ি যখন আগে পিছন করে রাখা হয়, তখন এখানে অনেক যানজট হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি মো. রাসেল সাবরিন আরটিভি নিউজকে বলেন, এসব স্থানে ইট বালি রাখার সুযোগ নেই। কেননা রেলিংটি আমাদের দেওয়া। এখানে তারা নিজের মতো কিছু করতে পারে না। পার্কিংয়ের নামে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। যদি করে থাকে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ফ্লাইওভারটির মৌচাক এলাকায় ড. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিজেদের মতো পার্কিং বানিয়েছে নিরাপত্তা বেষ্টনী ভেঙে।
পথচারীরা বলেন, ফ্লাইওভারের নিচের জায়গা যাতে উদ্ধার করা হয়, এটি আমাদের দাবি প্রশাসনের কাছে।

এদিকে ফ্লাইওভারের শান্তিনগর বাজারের অংশে বালির বস্তা রাখে হুমাইরা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এজন্য সিটি করপোরেশনের পরিছন্নকর্মীদের মাসিক দুই হাজার টাকা চাঁদা দেন বলেও দাবি তাদের।
জিএম/পি


মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, হাইকোর্টের রুল
X
Fresh