• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটের গ্রামে গাছে বাসা বেঁধেছে বিরল প্রজাতির পাখি (ভিডিও)

রাশেদুজ্জামান

  ২৭ নভেম্বর ২০২০, ১১:০৪

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামে গাছে বাসা বেঁধেছে বিরল প্রজাতির পাখি। গ্রামবাসীও গভীর যত্ন ও পরম মমতায় আগলে রেখেছেন পাখিগুলোকে। নিরাপদ আশ্রয়ে পাখির সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামের দৃশ্য এটি। বসবাসের নিরাপদ পরিবেশ পেয়ে পুকুরপাড়ের গাছে বাসা করেছে- শামুক খৈল, শামুক ভাঙ্গা, হাইতোলা মুখ নামের হাজারো পাখি। গ্রামে খাল-বিল আর ফসলের মাঠ থেকে খাবার খোঁজে খায় পাখিগুলো। নিরাপদ আশ্রয়ে প্রজননও করছে তারা। এতে দিন দিন বাড়ছে পাখির সংখ্যাও। আর এই পাখি কলোনির নিরাপত্তা দিচ্ছে গ্রামবাসী।

স্থানীয়রা বলেন, এই পাখিগুলো প্রতি বছর এখানে আসে এবং বাচ্চা ফুটায় এখানেই। পাখিগুলো প্রাকৃতিক সম্পদ, তাই রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

প্রতিদিন পাখি কলোনি দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ।

নিরাপত্তার সঙ্গে পাখি কলোনির দেখভাল করার প্রতিশ্রুতি দিলেন স্থানীয় প্রশাসনের এই কর্মকর্তা।

জয়পুরহাট ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মণ্ডল বলেন, পাখিগুলোকে যাতে কেউ শিকার না করতে পারে সে দিকটি খেয়াল রাখছি।

ক্ষেতলাল এর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান বলেন, পাখিগুলোর যাতে ক্ষতি না হয় সে জন্য উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে খেয়াল রাখার ব্যবস্থা থাকবে।

কানাইপুকুর গ্রামে পাখির অভয়ারণ্য গড়তে আন্তরিক হবেন প্রশাসন এমন দাবি এলাকাবাসীর।

জিএম/এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
ব্যস্ত সময় কাটছে কাটিং-ফিটিং মাস্টারদের
X
Fresh