Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১, ১৮ অগ্রহায়ণ ১৪২৮

হতাশ হয়ে আত্মহত্যা করলেন টিকটক তারকা

Sia Kakkar
সিয়া কক্কর। ছবি- সংগৃহীত।

আত্মহত্যা করেছেন ভারতীয় টিকটক স্টার সিয়া কক্কর। সিয়ার বয়স মাত্র ১৬ বছর। নয়া দিল্লির প্রীত বিহারে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

তবে কী কারণে সিয়া আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম জানায়, ব্যক্তিগত কারণে হতাশ হয়ে ওই টিকটক স্টার আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার অর্জুন সারিন।

টিকটকে ১ মিলিয়ন ফলোয়ার সিয়ার। অন্যদিকে ইনস্টাগ্রামেও রয়েছে তার ১ লাখ ফলোয়ার। ফলে কাজের জগতের জন্য নয়, ব্যক্তিগত কারণে সিয়া কক্কর আত্মহত্যা করেছেন বলে মনে করছেন জানায় ভারতীয় গণমাধ্যম।

পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি। পাশাপাশি সিয়ার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

জিএ

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS