logo
  • ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন, আক্রান্ত ২৪২৩ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন: স্বাস্থ্য অধিদপ্তর

দুই নেত্রীকে নিয়ে আসিফের স্ট্যাটাস

আসিফ আকবর
|  ২৬ মার্চ ২০২০, ২০:০১
আসিফ আকবর, ফেসবুক স্ট্যাটাস, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা,  খালেদা জিয়া
খালেদা জিয়া ও শেখ হাসিনা। আসিফ আকবের ফেসবুক থেকে নেয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর একটি স্ট্যাটাস দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লিখেছেন মনে জমে থাকা কথা। পাঠকদের জন্য আসিফ আকবের স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-

'বঙ্গবন্ধু শেখ মুজিব শতবর্ষে সরকারের কাছে আর্জি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী হঠাৎ করেই ম্যাডামের মুক্তির ঘোষণা দিয়ে মুজিব শতবার্ষিকীকে মহিমান্বিত করলেন।দেশের এই ক্রান্তিকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত দেশবাসীকে আশান্বিত করেছে। আজন্ম সুবিধাভোগী বিতর্কবাজরা বকর বকর করেই যাবে, এতেই ওদের ফায়দা। দুই নেত্রী হারিয়েছেন তাদের প্রিয়জন। স্বজন হারানোর ব্যথা উনাদের চেয়ে বেশী আমাদের কখনোই নয়।

চার দশক ধরে আন্দোলন সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনা করেছেন জননেত্রী এবং দেশনেত্রী। উনাদের একটা জীবন অতিবাহিত হয়েছে দেশের মানুষকে নেতৃত্ব দিতে গিয়ে।বিভিন্ন রাজনৈতিক ঘটনা দুর্ঘটনা পরিক্রমায় বেড়েছে প্রতিহিংসা বিদ্বেষ আর দূরত্ব।দেশ এবং দেশের মানুষের ভিতরে বেড়েছে বিভক্তি বিভাজন আর রাজনীতির নামে শত্রু শত্রু খেলা। শান্তিতে থাকতে পারেননি কোন পক্ষই। মাঝখানে চোর বাটপারের দখলে চলে গেছে দেশ, বদনাম হয়েছে ত্যাগী দুটি পরিবারের।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে নতুন সম্প্রীতির রাজনীতি শুরু হবে আমার বিশ্বাস। দুই নেত্রীর প্রতি অনুরোধ ডান বাম শাখা প্রশাখার সাথে ঐক্যজোট নামের অভিশপ্ত রাজনীতি বাদ দিয়ে আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে নিজস্ব আদর্শিক রাজনীতি শুরু করুন, প্রয়োজনে জাতীয় ঐক্যের ডাক দিন। বৃহৎ এই দুই দলই যথেষ্ট দেশের মানুষকে নেতৃত্ব দিতে।ছোট দেশে গণতান্ত্রিক রাজনীতির নামে এতো শত রাজনৈতিক দোকানের কোন প্রয়োজন নেই। তারা পারলে এই বড় দু’দলের আঁচলতলে না থেকে নিজেরা জনমত গঠন করে আসুক নেতৃত্বে।আমরা চাই নব্বইয়ের মত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হউক। রাডারবিহীন জাতি বিভেদ ভুলে আবার ঐক্যবদ্ধ হউক। জননেত্রী এবং দেশনেত্রীর সুদীর্ঘ আয়ু ও সু-স্বাস্থ্য কামনা করি। সুবিধাবাদী চাটার দল নিপাত যাক- মহান স্বাধীনতা দিবসে এটাই হোক জাতির প্রত্যয় প্রত্যাশা...

#StayHome#StaySafe...

ভালবাসা অবিরাম...

জিএ  

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৭৫৬৩ ১২১৬১ ৭৮১
বিশ্ব ৬৭০২৬৬২ ৩২৫১৫৪৪ ৩৯৩২১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • সোশ্যাল মিডিয়া এর সর্বশেষ
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়