• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ নভেম্বর ২০১৯, ২২:১৯
ফেসবুক, ইনস্টাগ্রাম

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নানামুখী সমস্যা দেখা দিচ্ছে মাঝে মধ্যেই। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়াতে সিকিউরিটির সমস্যায় ব্যবহারকারীরা পড়ছেন এটা নতুন কিছু নয়। অহরহ আইডি হ্যাকড ডিজেবলসহ আরও নানা ধরনের প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায়।

এবার সামাজিক যোগাযোগের জায়ান্ট প্রতিষ্ঠান ফেসবুক এবং এর সহযোগী প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম হঠাৎ অচল হয়ে পড়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের বিরাট একটা অংশ ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকতে পারেননি।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের বরাত দিয়ে বলছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিকল হয়ে পড়ার অসংখ্য অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। এ সমস্যা বিশ্বজুড়েই দেখা দিয়েছে। তবে প্রত্যেকে নয় বরং কিছু কিছু ব্যবহারকারী এ সমস্যায় পড়েছেন।

ব্যবহারকারীদের ভাষ্য মতে, ফেসবুকে স্বাভাবিকভাবেই ঢুকতে পারলেও গুরুত্বপূর্ণ কিছু কাজ তারা করতে পারছেন না। উদাহরণ হিসেবে ফেসবুকে নতুন কোনও পোস্ট করা যাচ্ছে না বলে জানান তারা। ফেসবুকের অপর সহযোগী বার্তা আদানপ্রদানের প্ল্যাটফর্ম ম্যাসেঞ্জারেও একই সমস্যা দেখা গেছে।

বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এম

মন্তব্য করুন

daraz
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
১৯ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh