• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাঠক প্রতিক্রিয়া: কাদের সিদ্দিকী হাতে চুড়ি পরবেন কবে?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৯, ১৬:১৭

'আপনি বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে হাতে চুড়ি পরবেন। আওয়ামী লীগ তো ঠিকই ক্ষমতায় এলো। আপনি চুড়ি পরবেন কবে?' এভাবেই নিজের মত প্রকাশ করলেন জাওয়াদুল ফাত্তাহ নামের এক পাঠক।

বুধবার আরটিভির অনলাইনে ''একটা সময়ে শেখ হা‌সিনার দল‌ সাম‌লা‌নো কঠিন হ‌য়ে যাবে: কা‌দের সি‌দ্দিকী'' শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি আরটিভির ফেসবুক পেজে প্রকাশিত হলে কমেন্টবক্সে এমন প্রশ্ন করেছেন পাঠকরা।

২০১৮ সালের ২৫ জানুয়ারি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী নাটোরের এক সমাবেশে বলেছিলেন, ‘সঠিকভাবে নির্বাচন হলে আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। যদি (ক্ষমতায়) যায় তাহলে আমি হাতে চুড়ি পরবো। আর ক্ষমতায় যেতে না পারলে, বিএনপি তো পালিয়ে বেড়াচ্ছে, আওয়ামী লীগ পালিয়েও বাঁচতে পারবে না।’ ওই দিনের বক্তব্য স্মরণ করে এমন মন্তব্য করেছেন পাঠকরা।

জাওয়াদুল ফাত্তাহ আরও মন্তব্য করেছেন, যেভাবেই হোক, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এখন সরকার গঠনের অপেক্ষা। আপনি খালেদা জিয়াকে মুক্ত করার শপথও নিয়েছিলেন। তার অগ্রগতি কী, সেটিও জানাবেন।

সুমন আলম নামের একজন পাঠক মন্তব্য করেছেন, সরকার কী করবে, সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি নিজের জামানতের টাকা ফেরতের ব্যাপারে হিরো আলমের সাথে যোগাযোগ করেন।

জীবন তাপোস তন্ময় লিখেছেন, নিজেকে নিয়ে ভাবুন। নিজের অধ:পতনের হিসেব করুন। উত্তরণের উপায় খুঁজুন। নয়তো অধ:পতনের ধারাবাহিকতায় হারিয়ে যাবেন বিস্মৃতির অতলে। কেউ মনে করবে না আপনাকে। শেম!

আনিস ব্যাপারি লিখেছেন, চাচা বাসায় যান। নাক ডেকে ঘুমান। আপনাদের এই ফালতু কথা শোনার সময় নেই জনগণের।

পঙ্কজ রায় মন্তব্য করেছেন, দল সামলাতে না পারলে তখন না হয় আপনাকে নিবে।

সুমিত মোহন সোম লিখেছেন, আপনি গত বছর বলেছিলেন, আজকে জেল ভেঙ্গে খালেদা জিয়াকে বের করবেন। কিছু কী করলেন?

আশিষ বাড়োই লিখেছেন, মনে রাখা উচিত, বঙ্গবন্ধু নিজ হাতে গড়েছেন আওয়ামী লীগ। এ নিয়ে আপনি ব্লাড প্রেসার বাড়াবেন না।

এসজে/সি

মন্তব্য করুন

daraz
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মা-বোনের সম্মানের জন্য আমি রক্ত দিয়েছি’
‘সাধারণ মানুষ খাবে বরই, বিত্তবানরা খেজুর আর মুরগির রান’
যে কারণে বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চান না কাদের সিদ্দিকী
পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম বাদ দেওয়া হয়েছে : কাদের সিদ্দিকী
X
Fresh