• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডরাইয়েন না! গাড়ির ফিটনেস আর চালকের লাইসেন্স জেনুইন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুলাই ২০১৮, ১৮:২৩

ডরাইয়েন না। গাড়ির ফিটনেস সার্টিফিকেট(নাম্বার প্লেট তো আছে!) আর চালকের লাইসেন্স দুটোই জেনুইন। সম্প্রতি এই বাসের ছবিটি দিয়ে তানভির সিদ্দিকি নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রোফাইলে এই স্ট্যাটাস দেন।

শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে শান্তিনগর মোড় থেকে তিনি ছবিটি তুলে তার প্রোফাইলে দেন।

তিনি তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘এই যখন একটা দেশের রাজধানীর পাবলিক ট্রান্সপোর্ট। তখন যারা এসব দেখভালের জন্য বেতন নেন, তাদের ফিটনেস এর অবস্থা চিন্তা করে হাসতে হাসতে আমার নেইমার মার্কা গড়াগড়ি দিতে ইচ্ছা করছে।

তার দেয়া এই স্ট্যাটাসে বিভিন্ন ব্যক্তি কিছু কমেন্ট করেছেন এবং এরকম আরও ছবি পোস্ট করেন।

মসিন খান কমেন্ট করেন, ৮০ বছরের পুরাতন। ‘দেখতে আনফিট হলেও কাজে ফিট মনে করে ফিটনেস সার্টিফিকেট দিয়েছে!’

দিদার সদন নামে একজন কমেন্ট করেন, ‘ভাই নাম্বার তো দুইখানা দেখা যায় – হা হা হা; তবে গাড়ি খানা আমার পছন্দ হয়েছে!’

ওয়াজেদ হোসেন কোয়াই একটি গাড়ির স্টিয়ারিং এর ছবি দিয়ে বলেন। ‘মিরপুর রোডের নিউভিশন এর একটি বাসের ভেতরের দৃশ্য।’

আবদুল্লাহ আল মামুন খান বলেন, ‘খুব দুঃখজনক উন্নয়নের প্রয়োজন।’

নোমান রহমান বলেন, আহারে, ‘গণপরিবহনের জিম্মি জনগণ, অসহায় সরকার কিন্তু এই অসহায়ত্ব সরকার কি যে পছন্দ করে, কারণ এখানে থেকে মেউ(!!) আসে, তাই গণপরিবহনের নিয়ন্ত্রণ শুধু লোক দেখানো কাজের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছে সরকার যেন তাদের কিচ্ছু করার নেই।’

কে এম সচিব কমেন্ট করেন ঠিকই। সমগোত্রীয়দের একটু মাখামাখি আদর, সোহাগ, কখনো ঠেলাঠেলি গুঁতাগুঁতি করতেই চেহারা এমন হয়েছে তবে ইঞ্জিনে জোর ভালো আছে বলে নির্ভয়ে চলে।

আরসি/সি

মন্তব্য করুন

daraz
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, নেবে ৬৩৮ জন
দূষণ রোধে বিশ বছরের পুরোনো বাস-ট্রাক সরিয়ে ফেলা হবে : পরিবেশ মন্ত্রী
‘ঈদযাত্রায় মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি উঠলেই ব্যবস্থা’
রাজধানীতে আর রঙচটা বাস চলাচল করতে পারবে না
X
Fresh