রাষ্ট্র গঠন নিয়ে যা বললেন ফরহাদ মজহার
রাষ্ট্র গঠন আর সরকার নির্বাচন দুটি ভিন্ন কাজ ও ভিন্ন বিষয় বলে মন্তব্য করেছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ মজহার লিখেছেন, গণঅভ্যুত্থানের পরে সবকিছুর আগের কাজ রাষ্ট্র গঠন।
সবশেষে তিনি লিখেছেন, আগে গাড়ি, তারপর ঘোড়া।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে প্রায় দুই শতাধিক পাঠক মন্তব্য করেছেন।
সরোয়ার মোহাম্মদ হোসাইন নামে একজন প্রশ্ন রেখে লিখেছেন, রাষ্ট্র গঠনের কাজ কার?
সাদমান সাইফ লিখেছেন, যাত্রী যদি গাড়ি মেরামতের গরজ দেখায়, বুঝতে হবে ব্যাটা গাড়ি চুরির ধান্ধা করছে।
তালেব ইকবাল লিখেছেন, সহমত প্রকাশ করছি।
এইচ এম এস রিজভী নামে আরেকজন লিখেছেন, রাষ্ট্র গঠনে জনগন ও সরকার উভয়েরই অংশগ্রহণ জরুরি। সরকারের কঠিন ও কৌশলী পদক্ষেপ দরকার। একটা রাষ্ট্রের জনগণ যদি সুশিক্ষিত না হয়, তাহলে পদে পদে ঝামেলা পোহাতে হয়।
আরটিভি/আইএম-টি
মন্তব্য করুন