সরকারি চাকরির আবেদন ফি নিয়ে যে বার্তা দিলেন হাসনাত
সরকারি চাকরিতে অতিরিক্ত আবেদন ফি বেকার যুবকদের সঙ্গে প্রহসন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে হাসনাত উল্লেখ করেন, চাকরির আবেদন ফি বেকার যুবকদের সঙ্গে প্রহসন।
তিনি বলেন, ‘চাকরি আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। সরকারি বেশিরভাগ ৯ম গ্রেডে আবেদন ফি ৬৬৯ টাকা। বিদ্যুৎ ( DPDC, DESCO, NESCO, NWPGCL, CGPGCL, Ashuganj+ যেকোনো স্বায়ত্তশাসিত বিদ্যুৎ কোম্পানিতে) আবেদন ফি ১০০০ টাকা, Assistant Manager লেভেলে ১৫০০ টাকা। এগুলো বেকারদের সঙ্গে প্রহসন।’
হাসনাতের মতে, চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহনযোগ্য নয়।
আরটিভি/এসএপি
মন্তব্য করুন