• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

আরাফাতের লুকিয়ে থাকা নিয়ে ফরাসি দূতাবাসের ফেসবুক পোস্ট

আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ২১:০৫
আরাফাতের লুকিয়ে থাকা নিয়ে ফরাসি দূতাবাসের ফেসবুক পোস্ট
ফাইল ছবি।

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে। বিষয়টি নিয়ে বুধবার (১৪ আগস্ট) বিকেলে ফেসবুক পোস্ট করেছে ঢাকায় অবস্থিত ফ্রান্সের দূতাবাস।

এতে বলা হয়, সাবেক মন্ত্রী মোহাম্মদ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন বলে যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।

এদিকে, গত ১২ আগস্ট আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জানায়, আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী ৩০ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এদিন দলটির সভানেত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপি ও কর্মকর্তরা দেশ থেকে পালিয়ে যান।

মন্তব্য করুন

Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহানবি (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, কুড়িগ্রামে যুবক গ্রেপ্তার
ফেসবুক স্ট্যাটাসে ধর্ম অবমাননার অভিযোগ, যুবকের আত্মসমর্পণ
সরকারবিরোধী গুজব নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন উপদেষ্টা আসিফ
‘ধনের মানুষ মানুষ নয়, মনের মানুষই মানুষ হয়’