• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

সপরিবারে দেশেই আছেন শামীম ওসমান

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১২:৩৭
ফাইল ছবি

ফেসবুকে গুজব ছড়ানো হয় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা থাইল্যান্ড চলে গেছেন। তবে শামীম ওসমান পরিবারসহ ঢাকাতে অবস্থান করছেন।

শনিবার (৩ আগস্ট) সকালে শামীম ওসমানের একমাত্র ছেলে ইমতিনান অয়ন ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে ইমতিনান অয়ন ওসমান বলেন, একটা জিনিস জানতে চাই, এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়? সেইসঙ্গে তিনি তার বাসার চারপাশের ভবন দেখান ভিডিওতে।

তিনি আরও বলেন, সকলের কাছে একটাই অনুরোধ গুজবে কান দেবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।

এর আগে গত ৩০ জুলাই বিকেলে নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শামীম ওসমান বলেছিলেন, সত্যের জয় হয়েছে। এবার আমরাই জিতবো। কিছু ক্ষয়ক্ষতি হবে কিছু লস হবে। বিন্দু পরিমাণ টেনশন করবেন না। শেখ হাসিনাকে এক চুল পরিমাণ নড়ানোর ক্ষমতা ওদের বাবারও নেই। শুধু আমরা যেন প্রস্তুত থাকি।

তিনি আরও বলেন, জামায়াত-শিবির মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তবে নিশ্চিত থাকেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ছিলেন, ক্ষমতায় থাকবেন। দয়া করে কেউ ফাঁকিবাজি করবেন না। যার যার এলাকা, যার যার অলি-গলি পাহারায় বসতে হবে। যাতে স্বাধীনতাবিরোধী শক্তি বের হতে না পারে।

মন্তব্য করুন

Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাহিদ ইসলামের কোনো বোন নেই, হাইকমিশনে চাকরির খবরটিও গুজব
ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর বিবৃতি
আপনার ছবি দিয়ে ফেক আইডি খুললে কী করবেন?
আবু সাঈদ হত্যা: হঠাৎ আলোচনায় বেরোবি শিক্ষকের ফেসবুক পোস্ট