Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮

মাদরাসাছাত্রী না হয়েও হাতে কোরআন লিখলেন তাসনিম

মাদ্রাসার ছাত্রী না হয়েও পুরো কোরআন হাতে লিখলেন তাসনিম
ছবি: সংগ্রহীত

টানা টানা দেড় বছরের প্রচেষ্টায় পুরো পবিত্র ‘কোরআন’ লিখেছেন সাবেক ছাত্রলীগ নেত্রী জারিন তাসনিম দিয়া।

শুক্রবার (১৬ অক্টোবর) তাসনিম নিজেই তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‌‌ক্ষুদ্র জীবনে মানুষের অনেক শখ থাকে। অসম্ভবকে সম্ভব করে। ছোটবেলা থেকে আমারও একটি বড় শখ ছিল পবিত্র কোরআন (৩০ পারা) হাতে লিখব। আর আজকে সেটি সম্ভবপর হয়েছে। গত দেড় বছরের প্রচেষ্টায় আজ আমি সার্থক।

২০২০ সালের এই করোনাকালীন সময়ে আমরা যখন সবাই ঘরবন্দি, তখন থেকেই আমার এই উদ্যোগ শুরু হয়। লেখা শেখাটা তখনই।

আমি কোনো মাদরাসার শিক্ষার্থীও ছিলাম না। আমার জীবনের সেরা অর্জন এই হাতে লেখা পবিত্র কোরআন। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ তালার দরবারে। তিনি চেয়েছেন বলেই আমার পক্ষে সম্পূর্ণ কোরআন হাতে লেখা সম্ভব হয়েছে।

আমি চাই আমার হাতে লেখা এই পবিত্র কোরআন কিছু কপি করে সেটা বিভিন্ন মসজিদ মাদরাসায় দিতে। সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরএ/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS