• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘অস্ট্রেলিয়া! মনে রেখো এটা আমাদের বাংলাদেশ’

আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২১, ১২:৩৬
'অস্ট্রেলিয়া! মনে রেখো এটা আমাদের বাংলাদেশ'
টাইগারদের জয়

নানা শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ হাতে রেখে আগেই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। এরপর সিরিজের চতুর্থ ম্যাচে জয় পেলেও সোমবার (৯ আগস্ট) টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এমন জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টাইগার সমর্থকেরা। এবার বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ধর্মীয় বিতর্কিত বক্তা দাওয়াতে ঈমানি বাংলাদেশের (ডি.আই.বি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে সোমবার (৯ আগস্ট) রাত ৯টা ২৩ মিনিটে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিনন্দন জানান।

সবশেষ ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়ের পর স্ট্যাটাসে তাহেরী লিখেন, ‘অস্ট্রেলিয়া!!!!! মনে রেখো এটা আমাদের বাংলাদেশ। সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে। ৪-১ সিরিজ জয়।’

বাংলাদেশের এমন জয়ে বহু টাইগার সমর্থকও অভিনন্দন জানান।

মোহাম্মদ ওমর ফারুক নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, অস্ট্রেলিয়াকে দাওয়াত দিয়ে এনে এভাবে অপমান করা ঠিক হয় নাই।

আসাদুজ্জামান সম্রাট লিখেছেন, অস্ট্রেলিয়া বিসিবিকে কী কী শর্ত দেয়া যায় তা নিয়ে বিজি ছিল। খেলায় মনোযোগ দিতে পারেনি।

জামিল আশরাফ নয়ন তার ফেসবুকে লিখেছেন, সাকিবীয় ঝলকে মুগ্ধ! অভিনন্দন টাইগার বাহিনী।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যে সফরে আসা অস্ট্রেলিয়াকে সিরিজের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। শক্তিমত্তায় অনেক এগিয়ে থাকা অস্ট্রেলিয়া প্রথম তিন ম্যাচেই হারে।

এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
X
Fresh