Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১ কার্তিক ১৪২৮

ধ্রুপদী গানে যুবতীর সঙ্গে নেচে ভাইরাল কুকুর

ফাইল ছবি

বাড়ির সামনে গাছপালা দিয়ে ঘেরা উঠান। সেখানেই একটি খুঁটিতে বাঁধা একটি পোষা কুকুর। তার সামনে ধ্রুপদী গানে নাচতে শুরু করলেন এক যুবতী। মূলত সে-ই লালন-পালন করে কুকুরটির। যুবতী গানের সুরে তাল মিলিয়ে নাচছেন। আর তার সেই নাচের সঙ্গে কুকুরও দুই পা তুলে অঙ্গভঙ্গি করছে।

আরও পড়ুন... মৃ’ত্যু নিশ্চিত জেনেও বিয়ে করলেন তারা!

কুকুরের এ নাচের দৃশ্য দেখে মনে হচ্ছে কুকুর যেন যুবতীর নাচই নকল করার চেষ্টা করছে। নাচের ফাঁকে যুবতী একবার কুকুরের অঙ্গভঙ্গি দেখে নিলেন। আর এরপর নাচতে নাচতে পোষা কুকুরকে আদর করলেন ওই যুবতী।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এমন দৃশ্য ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা বেশ ভালোভাবেই নিয়েছেন ভিডিওটি।

জানা গেছে, ওই যুবতীর নাম আদ্রা প্রসাদয়। তার বাড়ি ভারতের কেরালার ছেরথালায়। তার পোষা কুকুরের নাম মিতু। সূত্র : আনন্দবাজার

এসআর/

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS