• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাথা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি(ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২১, ১৭:৩৮
Man rotates his head 180 degrees in viral video
সংগৃহীত

এক ব্যক্তির মাথা ১৮০ ডিগ্রি ঘোরানোর একটি অস্বাভাবিক ভিডিও ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি তার ঘাড় ১৮০ ডিগ্রি ঘোরাচ্ছেন। তারপর মাথা আবারও তার স্বাভাবিক পজিশনে ফিরে আসছে। খবর টাইমস নাউ নিউজের।

একজন টিকটক ব্যবহারকারী ওই ভিডিওটি পোস্ট করেছেন। এরপর লিখেছেন, পার্টি ট্রিক! পারলে কারও সঙ্গে করে দেখান।

আরও পড়ুন... মা-মেয়ের একজনই স্বামী, ভাগ করে নেন শয্যাও

ভিডিওতে দেখতে পাওয়া ওই যুবক তার দুই হাত দিয়ে গালে ধরে তার ঘুরিয়ে মাথা পেছন দিকে নিয়ে যান। পরে তিনি তার হাত ছেড়ে দিতেই মাথা আবার তার আগের অবস্থানে ফিরে আসছে। ওই যুবকের এমন কর্মকাণ্ড দেখে একজনকে বলতে শোনা যায়, আমার পানীয় পান করতে হবে!

ডা. সিমরান দেও বলেছেন, যাদের হাইপার মোবাইল জয়েন্ট বা কানেক্টিভ টিস্যু ডিজঅর্ডার রয়েছে তারা এভাবে তাদের মাথা ঘোরাতে পারে। তবে এ ধরনের স্টান্ট করা থেকে বিরত থাকতে বলেছেন তিনি। কারণ এর ফলে প্যারালাইসিস বা স্ট্রোক হতে পারে।

ডা. দেও বলেন, আমার ধারণা ‘হাইপার মোবাইল জয়েন্ট বা কানেক্টিভ টিস্যু ডিজঅর্ডারের’ কারণে খুব কম লোকই নিরাপদভাবে এটা করতে পারে।

মন্তব্য করুন

daraz
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
আমেরিকার পর ইউরোপেও চাপের মুখে টিকটক
X
Fresh