• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাধারণের কাতারে অসাধারণ একজন মাশরাফী

আরটিভি নিউজ ডেস্ক

  ২২ মার্চ ২০২১, ২২:২৬
ছবি- সংগৃহীত

তিনি তো সত্যিই অসাধারণ একজন তবে কখনো যে নিজেকে সেটা ভাবেন না তার প্রমাণ হয়তো এই ছবিটাও। ঢাকায় ট্রাফিক জ্যামের ভয় তো সবারই থাকে, থাকে না শুধু ভিআইপিদের। তাদের জন্য কত কত নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকে রাস্তা ফাঁকা করতে।

সেই ভিআইপিদের মধ্যে একজন তো এই মাশরাফী বিন মোর্ত্তজাও। একজন দেশসেরা অধিনায়ক তো বটে, সঙ্গে একজন সংসদ সদস্যও। কিন্তু সাধারণের কাতারে থাকা মাশরাফী জানেন ঢাকা শহরে ভিআইপি মুভমেন্টে জ্যামের ভয়াবহতা।

তাই তো সাধারণের কাতারে থাকা মাশরাফী চান না অন্যদের কষ্টের কারণ হয়ে দাড়াতে। গল্পে গল্পে একদিন বলছিলেন, 'আমার গাড়ী আগেই চলে যায় মন্ত্রণালয় কিংবা সংসদ ভবনের সামনে। আমি বাইকে করে যেয়ে গাড়ীতে উঠি শুধু সংসদ পাশের স্টিকার থাকার জন্য।'

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইলের উন্নয়নে তার এমন দৌড়ঝাঁপ নিয়মিত। তবে আজ ফার্মগেট এলাকায় ট্রাফিক জ্যামের সময় হেলমেট মাথায় ক্যামেরায় ধরা পড়ে মাশরাফীর এমন ছবি।

যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
সংসদের হুইপ হচ্ছেন মাশরাফী
মাশরাফী শুধু মিথ্যে কথা বলেন, দাবি ছোট ভাইয়ের
যে প্রশ্নের উত্তর ৮-১০ বার দিয়েছেন সাকিব
X
Fresh