Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৫ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

নেকড়ে বলে কুকুর দেখানো হচ্ছে চিড়িয়াখানায় (ভিডিও)

নেকড়ে বলে কুকুর দেখানো হচ্ছে চিড়িয়াখানায় (ভিডিও)

ঠিক চিড়িয়াখানাতেই ঘটল অদ্ভুত কাণ্ড। কুকুরকে নেকড়ে বলে চালিয়ে দেয়া হল! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে চীনের ঝিয়ানিং প্রদেশের ঝিয়ানউশান চিড়িয়াখানায়। বুধবার (১০ মার্চ) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে এ বিষয়ে।

আরও পড়ুন : চীনের বিরুদ্ধে জোট বাধছে চার দেশ!

ভিডিওটি ধারণ করেছেন ঝু নামক এক ব্যক্তি। নেকড়ের খাঁচায় দেখতে পাওয়া কুকুরটি ধারণা করা হচ্ছে রটওয়েলার প্রজাতির। ভিডিওতে ঝু বলছেন, ভৌ, তুমি কি নেকড়ে? এদিকে তার এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই সবাই শেয়ার করছে। কেউ কেউ বলছেন এর থেকে হাসকি কুকুর রাখতে পারত। এতে করে নেকড়ে ভাবা নিয়ে কোনও সন্দেহ থাকত না। আবার কেউ বলছেন, অন্যায় কোথায়। কুকুর তো নেকড়েরই উত্তরসূরি।

আরও পড়ুন : হাসপাতালের বেডে শুয়ে যা বললেন মমতা

চীনা সংবাদমাধ্যমকে ঝু নামের ওই ব্যক্তি জানিয়েছেন, ওই খাঁচায় এক সময় নেকড়ে ছিল। বয়সের কারণে সেটি মারা গেছে। বিষয়টি চিড়িয়াখানার এক কর্মীও স্বীকার করেছেন যে নেকড়ের পরিবর্তে খাঁচায় কুকুর রাখা হয়েছিল।

এসআর/

RTV Drama
RTVPLUS