logo
  • ঢাকা বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ১ বৈশাখ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৩
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:১২

সংবাদ সম্মেলনে সাবলীল নাসিরের পাশে প্রাণবন্ত ছিলো তামিমা

তামিমা×নাসির×বনানী×বাচ্চা×বিয়ে×স্বামী×হামলা×যোগাযোগ×
ছবি সংগৃহীত

জাতীয় দলের এক সময়ের নিয়মিত খেলোয়াড় নাসির হোসেনের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরে সমালোচনা চলছে। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন ঘটা করে তামিমা তামি নামের একজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নাসির হোসেন।

এতো সমালোচনার মধ্যেই আজ বুধবার বনানীতে সংবাদ করে সম্মেলনে হাজির হন নাসির হোসেন ও স্ত্রী তামিমা সুলতানা তাম্মী। সংবাদ সম্মেলনে নাসির যখন বক্তব্য রাখছিলেন তখন তামিমা তামিকে হাসিখুশি দেখাচ্ছিল।

দুজনেই সংবাদ সম্মেলনে এসে নিজেদের বক্তব্য তুলে ধরেন গণমাধ্যমের সামনে। এসময় নাসির জানান, দীর্ঘ পরিচয়ের পর সব জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছেন।

আমি তামিমাকে চিনি প্রায় চার-সাড়ে চার বছর ধরে। সে আমার খুব ভালো একটা বন্ধু ছিলো। তারপর আমাদের প্রেম এবং বিয়ে করি। আমরা আইনগত ভাবে ইসলামী শরিয়াহ মেনে সবাইকে জানিয়ে বিয়ে করেছি। আমাদের মনে যদি কিছু থাকতো এভাবে ওপেনলি বিয়ে করতাম না। আমরা সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ে করেছি। তামিমার আগে বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, ডিভোর্স হয়েছে। সব জেনেই তাকে বিয়ে করেছি। ডিভোর্স পেপার দেখেই বিয়ে করেছি।’

এসবের আগে তামিমার আগের স্বামী রাকিব হাসান মামলার প্রস্তুতিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমা ও নাসিরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এসব নিয়ে নাসির জানান, আইনি ব্যবস্থা নিবেন।

‘রাকিব সাহেব যেসব বলেছেন সেসব ঠিক না। আগে তামিমা উনার ছিল এখন তামিমা আমার। সে যেই হোক আমার ওয়াইফকে নিয়ে বাজে মন্তব্য করলে কাউকেই ছাড় দেব না এবং সেটা আইনের মাধ্যমে। আমরা যা করেছি সবাইকে জানিয়ে করেছি। লুকোচুরি তো করিনি। সে (রাকিব) সোশ্যাল মিডিয়াতে এসে যেসব করছে এসব ঠিক হয়নি। আমার বেলায় এমন হলে আমি সোজা থানায় গিয়ে মামলা করতাম।

এদিকে সংবাদ সম্মেলনে তামিমা বলেছেন, কারও প্ররোচনা নয়, আইন ও শরিয়া সম্মতভাবে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু এই বিয়ে নিয়ে কারও প্ররোচনায় সমালোচনা করবেন না।

জেবি

RTV Drama
RTVPLUS