• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সার্কাসে বা পথপ্রদর্শনীতে ইউনিসাইকেলিং করা হয়। অনেকে শখের জন্য ইউনিসাইকেলিং করেন। পর্বতে ইউনিসাইকেলিং আমাদের অবাক করলেও এই ভদ্রলোক দিব্যি চালাছেন।

অনলাইন ডেস্ক
  ১৯ মার্চ ২০১৭, ২২:১৭

সাইকেলের চাকা শুধুমাত্র একটি। এ এক চাকার উপর ভর করেই চালককে চালাতে হয়। নাম ইউনিসাইকেল।

চাকা, প্যাডেল, ফ্রেম এবং একটি সিটের সমন্বয়ে তৈরি হয় এই ইউনিসাইকেল।

সার্কাসে বা পথপ্রদর্শনীতে পেশাগতভাবে ইউনিসাইকেলিং করা হয়। এছাড়াও অনেকে শখের জন্য ইউনিসাইকেলিং করে থাকেন।

পর্বতে ইউনিসাইকেলিং আমাদের অবাক করলেও ভিডিওতে এই ভদ্রলোক দিব্যি চালাছেন ইউনিসাইকেল।

এপি /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
X
Fresh