• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
বিশ্ব ইজতেমায় ৬৫ দেশের ৯২৩১ বিদেশি মেহমান
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে মুসল্লিদের ঢল নেমেছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আর এরমধ্যেই শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমার এবারের পর্বে অংশ নিয়েছেন ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাতের পূর্ব অবধি পৃথিবীর ৬৫টি দেশ থেকে ৯ হাজার ২৩১ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন৷ বিদেশি মেহমানদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য রয়েছে বাংলাদেশি জিম্মাদার (দায়িত্বশীল) সাথীরা। রোববার (১১ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মেহমানদের মধ্যে আরবি ভাষাভাষীর ৭৩২ জন, ইংরেজি ভাষাভাষীর রয়েছেন ২ হাজার ৬১৫ জন, উর্দু ভাষাভাষীর ২ হাজার ৬৬২ জন। এ ছাড়া পশ্চিমবঙ্গের ২ হাজার ৭৫৯ জন এবং অন্যান্য ভাষাভাষীর ২৭৩ জন ইজতেমায় অংশ নেন। এছাড়া ১৯০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে। দেখা গেছে, এবারের ইজতেমায় ভারত থেকে সর্বাধিক মেহমান এসেছেন৷ এবছর ভারত থেকে ৪ হাজার ৬০১ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। ইন্দোনেশিয়া থেকে ৭৭৯ জন, মালয়েশিয়া থেকে ৫৮২ জন, নেপাল থেকে ৪৯০ জন, শ্রীলঙ্কা থেকে ৪৭৪ জন, থাইল্যান্ড থেকে ২৫৫ জন, আমেরিকা থেকে ৮৫ জনসহ বিশ্বের ৬৫টি দেশের মোট ৯২৩১ জন বিদেশি মেহমান অংশ নেন। এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থাগ্রহণ করেছে ইজতেমা কর্তৃপক্ষ। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ, র‌্যাবসহ সব বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১

ইউক্রেনের ৬৫ যুদ্ধবন্দি নিয়ে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত
ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দি বহনকারী রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বন্দিদের ইউক্রেনের সঙ্গে বিনিময়ের লক্ষ্যে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল। বুধবার (২৪ জানুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আরআইএ-নভোস্তি এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা জানায়, রাশিয়ার সামরিক বাহিনীর একটি আইএল-৭৬ বিমান পশ্চিম বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে আরোহী হিসেবে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দির সঙ্গে ছয়জন ক্রু এবং তিনজন এসকর্ট ছিলেন। এ ঘটনার কারণ অনুসন্ধানে রাশিয়ার মিলিটারি স্পেস ফোর্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বেলগোরোদের কাছাকাছি ব্লিঝনো গ্রামে বুধবার একটি ইউক্রেনীয় ড্রোন দেখা গিয়েছে। এ ছাড়া সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সতর্কতা জারি করেন ওই অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। পরে তিনি কোরোচানস্কি জেলায় গুরুতর জরুরি অবস্থার কথাও জানান। তবে এসব বিষয়ে বিস্তারিত কোনোকিছু জানানো হয়নি। ইউক্রেনের সঙ্গে সীমান্তবর্তী একটি অঞ্চল রাশিয়ার বেলগোরোদ। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী অঞ্চলটিতে প্রায়ই গুলিবর্ষণ করে থাকে। এর ফলে সেখানে ‘সন্ত্রাসী হামলার’ উচ্চ ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করে থাকে রাশিয়া। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় বুধবার সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ হয়।
২৪ জানুয়ারি ২০২৪, ২০:২৯

ঢাবির ৬৫ সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরমাঝে অর্থনীতি বিভাগ থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আট জন। এ নিয়ে খুশি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। দ্যা এক্সিলেক্স অব ঢাকা ইউনিভার্সিটি সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ৬৫ জন শিক্ষার্থী রয়েছেন। এরমাঝে ৮ জনই রয়েছেন অর্থনীতি বিভাগের। এছাড়া আইন বিভাগ থেকে সর্বোচ্চ ৯ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ইংরেজি বিভাগের ৪ জন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। অর্থনীতি বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন- চট্টগ্রাম- ৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা- ৩ আসনে নসরুল হামিদ বিপু, চাঁদপুর- ৫ আসনে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, কক্সবাজার-১ আসনে সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বরিশাল ২ আসনে রাশেদ খান মেনন, দিনাজপুর- ৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী, সুনামগঞ্জ- ৩ আসনে মুহাম্মদ আব্দুল মান্নান, সিলেট- ১ আসনে আব্দুল কালাম আব্দুল মোমেন। নির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের অভিবাদন জানান।
১২ জানুয়ারি ২০২৪, ০২:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়