• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
১৭তম আইপিএলের প্রথম উইকেট মোস্তাফিজের
আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ দিয়ে চেন্নাইয়ের হয়ে অভিষেক হয়েছে টাইগার পেসার মোস্তাফিজের। এই দিন নিজের প্রথম ওভারে দুই উইকেট শিকার করেন ফিজ। শুক্রবার (২২ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরু। কোহলি এক প্রান্তে থাকলেও বাউন্ডারি-ওভার বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসিস। পঞ্চম ওভারে বোলিংয়ে মোস্তাফিজকে বোলিংয়ে আনেন চেন্নাই অধিনায়ক গায়কোয়াড়। তার আস্থার প্রতিদানও দিয়েছেন এই কাটার মাস্টার। প্রথম বল ডট হলেও পরের বলে বাউন্ডারি হজম করেন তিনি। তৃতীয় বলে ডু প্লেসিসকে ক্যাচ আউট করেন এই বাঁহাতি পেসার। ২৩ বলে ৩৫ রান করে ফিজের অফ স্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে রাচিনের হাতে তালুবদ্ধ হন এই ডান হাতি ব্যাটার। সেই সঙ্গে চলতি আসরের প্রথম উইকেটটি পকেটে ঢুকিয়ে এই বাংলাদেশি পেসার। একই ওভারের শেষ বলে রজত পাতীদারকে শূন্য রানে আউট করেন মোস্তাফিজ। এতে জোড়া উইকেট শিকার করে চেন্নাইকে খেলায় ফেরান তিনি। ষষ্ঠতম ওভারে দ্বীপক চাহারের বলে ডাক আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। এতে দলীয় ৪২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বেঙ্গালুরু। এরপর বেঙ্গালুরু শিবিরে হাল ধরেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। তবে এই রান মেশিনকে বেশিক্ষণ পিচে থাকতে দেননি ফিজ। ১২তম ওভারের দ্বিতীয় বলে কোহলিকে ক্যাচ আউট হন তিনি। ২০ বলে ২১ রান করেন কোহলি। এক বল পরেই অজি অলরাউন্ডার ক্যামরুন গ্রিনকে বোল্ড আউট করেন ফিজ। এতে দুই ওভার চার উইকেট তুলে নেন এই বাংলাদেশি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে বেঙ্গালুরু। অনুজ রায়াত (১) এবং দিনেশ কার্তিক ১ রানে ব্যাট করছেন।  
২২ মার্চ ২০২৪, ২২:১৭

১৭তম শিক্ষক নিবন্ধনের জাতীয় মেধাতালিকা প্রকাশ
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় মেধাতালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।  বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারছেন। জানা গেছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক বিষয়ে একাধিক প্রার্থী সনদ অর্জন করেন। পরবর্তীতে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই মেধাতালিকা অনুযায়ী পরবর্তীতে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। এর আগে, গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়।  ২০২৩ সালের ৫ ও ৬ মে অনুষ্ঠিত এই নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
২৬ জানুয়ারি ২০২৪, ০০:১৮

জাবিতে সেলিম আল-দীনের ১৭তম প্রয়াণ দিবস পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কালজয়ী নাট্যাচার্য সেলিম আল-দীনের ১৭তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনের রবীন্দ্রমঞ্চে গান পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর পুরাতন কলাভবন থেকে একটি স্মরণ যাত্রায় শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল-দীনের সমাধিতে দিয়ে শেষ হয়। এ সময় সেলিম আল দীনের সমাধিতে বিভিন্ন সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
১৪ জানুয়ারি ২০২৪, ২০:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়