• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
ফেসবুক পেজ হ্যাক হয়েছে স্বস্তিকার
সাইবার হ্যাকিংয়ের শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পেজ হ্যাক হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। পাশাপাশি ভক্তদের সতর্ক থাকার অনুরোধও জানিয়েছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে স্বস্তিকা লিখেছেন, আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আমার টিম সমস্যা সমাধানের জন্য কাজ করছে। যদি আপনারা কোনো অবমাননাকর বা অশ্লীল পোস্ট দেখতে পান, দয়া করে এড়িয়ে যাবেন। জেনে নিন সেটি আমি নই। সাধারণত তথ্য চুরির জন্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট হ্যাক করে থাকে হ্যাকাররা। যার মধ্যে অন্যতম হলো ফেসবুক। মাঝে মধ্যেই এই হ্যাকিংয়ের শিকার হন তারকারা। এবার সেই জালে আটকা পড়েছেন স্বস্তিকা। সম্প্রতি ফিল্মফেয়ারের মঞ্চে দ্যুতি ছড়িয়েছেন স্বস্তিকা। ‘শিবপুর’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ব্ল্যাক লেডি হাতে নেটমাধ্যমে ছবিও পোস্ট করেন স্বস্তিকা।  ক্যাপশনে লিখেছেন— ‘আমার খুব ভালো লাগছে। এটা প্রত্যেক বছর আমার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। এটা আমার ৫ নম্বর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আরও একডজন হলে তবেই আমি ক্ষান্ত হব।’   পাশাপাশি পুরস্কারের জন্য সিনেমাটাগ্রাফার প্রসেনজিৎ চৌধুরীসহ টিমের সকলকে ধন্যবাদও জানিয়েছেন স্বস্তিকা। প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে স্বস্তিকা অভিনীত সিনেমা ‘লাভ সেক্স অউর ধোঁকা টু’। এটি নির্মাণ করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। সিনেমায় স্বস্তিকা ছাড়া আরও অভিনয় করেছেন—  মৌনি রায়, উরফি জাভেদসহ আরও অনেকে।  সূত্র : হিন্দুস্তান টাইমস 
০৩ এপ্রিল ২০২৪, ১৬:১৯

ইনস্টাগ্রামে যেসব মেসেজের রিপ্লাই দিলেই হতে পারে হ্যাক
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। অনেকেরই অ্যাকাউন্টে রয়েছে প্রচুর ফলোয়ার। অনেকের সঙ্গেই হয়তো মেসেজে কথা বলছেন। অচেনা কেউ মেসেজ করলে, তাকে রিপ্লাইও দিচ্ছেন। আর এই সব কিছুর মধ্যেই যে নিজের বিপদ নিজে ডেকে আনছেন, তা কি জানেন? ইনস্টাগ্রামে স্ক্যামাররা মেসেজ পাঠিয়ে ফোন হ্যাক করে নিচ্ছে। আর তারপরেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট।  কীভাবে হচ্ছে এই স্ক্যাম? চলুন দেখে নেওয়া যাক- স্ক্যামাররা ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে লোকেদের টার্গেট করছে। আসলে বিভিন্ন চাকরি দেওয়ার সুযোগ প্রতিশ্রুতি দিয়ে মেসেজ পাঠাচ্ছে। আর তারপরেই মানুষকে তার ফাঁদে ফেলছে। অনেকেই এসব মেসেজের রিপ্লাই দেন। সাধারণত এমন মেসেজগুলোতে একটি লিঙ্ক পাঠানো হয়। লিঙ্কটিতে ক্লিক করতেই ঘটে বিরাট এক বিপদ। লিঙ্কে ক্লিক করতেই একটি নতুন পেজ খুলে যায়। সেখানে আপনার সব তথ্য লিখতে বলা হবে। এমনকি সেখানে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও লিখতে বলা হতে পারে। তারপরেই ফোনে চলে আসে একটি ওটিপি। আসলে এটি স্ক্যামারদের একটি কৌশল। এর সাহায্যে তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টকে টার্গেট করে সব টাকা লুটে নিচ্ছে। আপনি কিছু বোঝার আগেই স্ক্যামাররা আপনার ফোনটিকে হ্যাক করে নেবে। তারপর ফোনের সব তথ্য চুরি করে নেবে। এই ধরনের কোনো মেসেজের রিপ্লাই করবেন না। এমনকি অচেনা কোনো ব্যক্তির দেওয়া কোনো লিংকেও ক্লিক করবেন না। অচেনা কেউ আপনার ব্যক্তিগত তথ্য চাইলে তখনই তাকে ব্লক করে দিন।
১৩ জানুয়ারি ২০২৪, ১৩:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়