• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
হোটেলে চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানের মেয়ের মরদেহ
প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির (৩৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন ‘রংধনু’ আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে ওঠেন তিনি। সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করে। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে পরবর্তীতে থানায় খবর দেয়। এরপর সেখানে গিয়ে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন। তিনি জানান, সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সামিয়া রহমান উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন। আর তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
০৮ এপ্রিল ২০২৪, ০০:০২

আবাসিক হোটেলে থেকে বাসাবাড়িতে চুরি করেন তারা
সিরাজগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।  শুক্রবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম।  আটককৃতরা হলেন- মাদারীপুর জেলার পুনিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. জাকির হোসেন (৫২), ইব্রাহিম হাওলাদারের ছেলে মো. আতিয়ার রহমান (৪০), গুরুয়াপাড়া গ্রামের মৃত ইউসুফ ব্যাপারীর ছেলে মো. রফিক ব্যাপারী (৩৭) ও ঝিনাইদহ জেলার বিত্তিরাণী নগর ঘোষপাড়ার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সাধন কুমার বিশ্বাস (৪৫)। এদের মধ্যে সাধন কুমার চোরাই মালামাল ক্রয় করতেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্টেশন রোডের আল হামড়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, শহরের বিভিন্ন বাসা ও দোকানে চুরি করার জন্য চোর দল ওই আবাসিক হোটেলে অবস্থান করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সিরাজগঞ্জ শহরের সুবিধাজনক বাসাবাড়িতে বা দোকান থেকে চুরি করার জন্য দলভুক্ত হয়ে অবস্থান করছিল। তাদেরকে যেন কেউ সন্দেহ না করে এ জন্য শহরের অনুন্নত মানের হোটেলে ব্যবসায়ী পরিচয় দিয়ে কক্ষ নিয়ে অবস্থান করে থাকে এবং চুরি করে বেড়ায়।  মো. রেজওয়ানুল ইসলাম বলেন, তারা বগুড়ার একটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়িতেও চুরি করেছেন। তার হাত ঘড়ি ও অন্যত্র থেকে চুরি করা স্বর্ণের চেইনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও চোরাই কাজে ব্যবহৃত তালা ভাঙার চাইনিজ কাটার, হাতুড়ি, স্বর্ণালংকার মাপার ডিজিটাল স্কেল, নাট খোলার সেলাইসহ নানান প্রকার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঈদকে সামনে রেখে তাদের আরও অনেক চুরির পরিকল্পনা ছিল। তিনি আরও বলেন, আমাদের ইতোমধ্যেই ঈদকে সামনে রেখে এমন সংঘবদ্ধ চোরদের ধরতে বিশেষ অভিযান চলছে। এরই মধ্যে ২০ জনের মতো চোরকে ধরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক এই চারজনকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।  এ সময় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস, উপপরিদর্শক ব্রজেশ্বর বর্মণসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৫২

রাজধানীতে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
রাজধানীর মালিবাগের একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে মালিবাগ মোড়ে শাহজালাল হোটেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হোটেলটির কর্মচারী মো. সবুজ (২৪), মো. মারুফ (১৬) ও মো. জুলহাস (১৮) দগ্ধ হন। অপর দগ্ধ আব্দুল হান্নান (৪০) হোটেলে খেতে এসেছিলেন। হোটেলটির কর্মচারী তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। আর হান্নানকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ঢামেকের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ‘দগ্ধদের হাত-মুখ ও পা দগ্ধ হয়েছে। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধদের অবস্থা সংকটমুক্ত নয়।’
২০ মার্চ ২০২৪, ২৩:১৬

হোটেলে রোহিঙ্গা তরুণীর বিয়ের আয়োজন, পুলিশের বাধায় পণ্ড
রোহিঙ্গা তরুণীকে বিয়ে করতে সুদূর অস্ট্রেলিয়া থেকে হামিদ হোসেন (২৮) নামের এক যুবক কক্সবাজারে এসেছেন। কলাতলী সৈকতের কাছে একটি হোটেলে আয়োজন করা হয় তাদের বিয়ের। ক্যাম্প থেকেও কয়েক শ রোহিঙ্গা হাজির হন সেই বিয়ের অনুষ্ঠানে। কিন্তু অনুষ্ঠান শেষের আগেই পুলিশের বাধায় পণ্ড হয় আয়োজন। ঘটনাস্থল থেকে বরসহ অন্তত ৬৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে বরসহ ১৯ জন বিদেশি নাগরিকত্ব পাওয়া রোহিঙ্গা।  জানা যায়, আটককৃতদের মধ্যে ১২ জন অস্ট্রেলিয়া ও ৭ জন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। রোববার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রাকিবুজ্জামান বলেন, বরের সঙ্গে বিদেশ থেকে যারা এসেছেন ও দাওয়াত খেতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে যারা এসেছেন সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে আটক রোহিঙ্গাদের রাতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের মাধ্যমে আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হয়েছে। রোহিঙ্গার বিয়ে যেন আর না হয়, এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। ওসি রাকিবুজ্জামান আরও বলেন, বর হামিদসহ বিদেশি পাসপোর্টধারীরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। একটা সময় তারা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া পাড়ি জমান। সেখানকার নাগরিকত্ব লাভ করেন। বিদেশি পাসপোর্ট নিয়ে ১৯ রোহিঙ্গা বৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। এ কারণে তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। তবে শহরের হোটেলে রোহিঙ্গাদের বিয়ের আয়োজন নিষিদ্ধ ছিল। এ কারণে বিয়েটা বন্ধ করা হয়েছে।
১৫ জানুয়ারি ২০২৪, ১৭:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়