• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
হেরোইনসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বহিষ্কার
হেরোইনসহ গ্রেফতার নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু রায়হান ওরফে প্রবানকে (৩২) বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয় বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান গণমাধ্যমকে বলেন, সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আবু রায়হানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত আবু রায়হান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু রায়হান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রায়হান ও তার সহযোগী তফসির খানকে (২৫) আটক করে। এ সময় রায়হানের শরীর তল্লাশি চালিয়ে এক গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান নেত্রকোণা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পূর্ব) মো. সাইদুর রহমান।  
০৬ এপ্রিল ২০২৪, ২০:২৭

নেত্রকোণায় হেরোইনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার  
হেরোইনসহ নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু রায়হান প্রবানকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার সহযোগী তফসির খানকেও (২৫) গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৫ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার থেকে এক গ্রাম হেরোইনসহ প্রবানকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোণা ডিবির ওসি (পূর্ব) মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহসভাপতি পদে আছেন। প্রবান ও তার পরিবার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন। অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এসআই সাদ্দাম হোসেন বলেন, গোপন সংবাদে জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে অভিযান চালানো হয়। পরে জনসম্মুখে প্রবানের শরীর তল্লাশি করে এক গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় তার সহযোগী তফসির খানকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান বলেন, ছাত্রলীগে মাদকসেবী ও কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। প্রবানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৪২

অর্ধকোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক
সিরাজগঞ্জে ৫০০ গ্রাম হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।  সোমবার (১১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন। এর আগে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকার সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক থেকে তদেরকে মাদকসহ আটক করা হয়। আটককৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার ভাটোপাড়া ইউনিয়নের সাহাব্দিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৩) ও তার ছেলে মো. মমিনুল ইসলাম (২৭)। ডিবি ওসি জুলহাজ উদ্দীন জানান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডলের তথ্য ও দিক নির্দেশনার ভিত্তিতে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের ওপর এক মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় রফিকুল ও মমিনুলকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তিনি আরও জানান, আটক রফিকুল ইসলাম ও মমিনুল ইসলামের নামে একটি করে মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। 
১১ মার্চ ২০২৪, ১৪:৩৫

রাজশাহীতে হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন পারভিন (৪৭) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় পুঠিয়া পৌরসভার বারইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইরিন একই এলাকার ফজেলের স্ত্রী।  এ ছাড়াও পুঠিয়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনি। পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল আইরিন পারভিনকে নিজ বাড়ি থেকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়