• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
জুটি বাঁধলেন হৃদয় খান-ন্যান্সিকন্যা রোদেলা
হৃদয় খানের সঙ্গে বহুবার জুটি বেঁধেছেন সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মায়ের পর এবার এই গায়কের সঙ্গে জুটি বাঁধলেন ন্যান্সিকন্যা রোদেলা। ইতোমধ্যে সঙ্গীতাঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।  এবার ‘হোক বদনাম’ শিরোনামের একটি গানে হৃদয়ের সঙ্গে দেখা যাবে রোদেলাকে। এসএ হক অলীকের কথায় গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন গায়ক নিজেই। ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি।  গানটি নিয়ে হৃদয় বলেন, রোদেলা খুব ট্যালেন্টেড একজন গায়িকা। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে সে ভালোই করতে থাকবে। ‘হোক বদনাম’ গানটি সে অসাধারণ গেয়েছেন। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে গানটি।  রোদেলা বলেন, হৃদয় আঙ্কেলের সঙ্গে প্রথম জুটি বেঁধে গান করলাম। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ আমার মা তার সঙ্গে জুটি বেঁধে অনেক গানই গেয়েছে। আমার পছন্দের তালিকাতেও রয়েছে তাদের গান। এবার আমি নিজেই গান করলাম তার সঙ্গে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।   এদিকে হৃদয়-রোদেলার গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যান্সিও। কারণ মেয়ের আগে হৃদয়ের সঙ্গে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেও। এবার এই গায়কের সঙ্গে কণ্ঠ মেলালেন ন্যান্সিকন্যা।     
১০ এপ্রিল ২০২৪, ১৫:৪২

ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্ট দিয়ে আবারও দলে ফিরেছেন সাকিব আল হাসান। সর্বশেষ প্রায় এক বছর আগে টেস্ট খেলেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবকে জায়গা করে দিয়েছেন তাওহিদ হৃদয়। ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় ছিলেন মিডল-অর্ডার এই ব্যাটার। তবে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন তিনি। এদিকে চোটের কারণে স্কোয়াডে নেই পেসার মুশফিক হাসান। গোড়ালির চোটে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন এই পেসার। তার বদলে হাসান মাহমুদকে নেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ গড়াবে।  সিরিজের প্রথম টেস্টে ৩২৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে ১-০ তে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
২৬ মার্চ ২০২৪, ১৬:২০

আইসিসি থেকে শাস্তি পেলেন তাওহীদ হৃদয়
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি টাইগারদের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। বিপরীতে মেজাজ হারিয়ে লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে জড়ান তিনি। যার ফলে আইসিসি থেকে শাস্তি পেয়েছেন এই ডান হাতি ব্যাটার। সোমবার (১১ মার্চ) এক বিবৃতি দিয়ে হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২০ ধারায় বলা আছে- খেলোয়াড় বা খেলোয়াড়দের সমর্থন করেন এমন কারো সঙ্গে স্পিরিট অব দ্য গেমের পরিপন্থী কিছু করা যাবে না। তৃতীয় টি-টোয়েন্টিতে নুয়ান থুসারার বলে আউট হওয়ার পর শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়ানোর পাশাপাশি তেড়ে যেতে দেখা যায় হৃদয়কে। এমন অপরাধের জন্য হৃদয়ের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে আবারও কোনো অপরাধ করলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন হৃদয়। বাংলাদেশি এই ক্রিকেটার নিজের অপরাধ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে স্বীকার করায় ও শাস্তি মেনে নেওয়ায় আর কোনো শুনানির প্রয়োজন হয়নি।   অন ফিল্ড আম্পায়ার সরফদ্দৌল্লা সৈকত, তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল শাস্তি কার্যকর করেন। লেভেল-১ ভঙ্গ করার সর্বনিম্ন শাস্তি তিরস্কার ও সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ অবধি জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট
১১ মার্চ ২০২৪, ১৩:০০

‘কোটি টাকা’র হৃদয় ঝড়ে উড়ে গেল খুলনা, কুমিল্লার সপ্তম জয়
চলতি বিপিএলের শুরুতে টানা চার ম্যাচ জিতে আসরে উড়ন্ত সূচনা করেছিল খুলনা টাইগার্স। তবে সেই জয়ের ধারা বজায় রাখতে পারেননি বিজয়-আফিফরা। পরের পাঁচ ম্যাচের প্রতিটিতেই হরেছে খুলনা। সবশেষ কুমিল্লার ব্যাটিং লাইনের কাছে পাত্তাই পায়নি তারা। খুলনাকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছে লিটন-ফিজরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে ১৬৫ রানের লক্ষ্য দেয় খুলনা। জবাব দিতে নেমে সাত উইকেট ও ২১ বলে হাতে থাকতেই জয় তুলে নেয় কুমিল্লা। ৯১ রানের দায়িত্বশীল ইনিংসে খেলে আরও একবার কোটি টাকার বিনিময়ে দলে ভিড়ানোর প্রতিদান দেন এই টাইগার ব্যাটার। ১৬৫ রানের জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় কুমিল্লা। ৩ বলে ২ রান করে ক্যাচ আউট হন লিটন। তৃতীয় উইকেটে হৃদয়কে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন উইল জ্যাক। তবে ইনিংস বড় করতে পারেনি এই ইংলিশ ব্যাটার। ১০ বলে ১৮ রান করে মুকিদুলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আসরের প্রথম ম্যাচ খেলতে নামা জনসন চার্লস। ৮ বলে ১৩ রান করেন এই ক্যারিবিয়ান ব্যাটার। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন তাওহীদ হৃদয়। ২৭ বলে ফিফটি তুলে নেন এই তরুণ ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী। ফিফটি পূরণের পর আরও বিধ্বংসী রুপ ধরেন হৃদয়। বলে বলে বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। শেষ পর্যন্ত জাকের আলীর ৩১ বলে ৪০ রান এবং তাওহীদ হৃদয়ের ৪৭ বলে অপরাজিত ৯১ রানের ইনিংসে ভর করে সাত উইকেট ও ২১ বলে হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। খুলনা টাইগার্সের হয়ে ওয়েন পার্নেল, মুকিদুল ইসলাম ও নাহিদ রানা একটি করে উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে খুলনা টাইগার্সের দুই ওপেনার আফিফ হোসেন ও অ্যালেক্স হেলস।। ১৭ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন এই ইংলিশ ব্যাটার। তৃতীয় উইকেটে ১৩ বলে ১৮ রান করেন তিনি। ৩৩ বলে ২৯ রান করে আউট হন আফিফ। চতুর্থ উইকেটে ৩৩ বলে অর্ধশত রানের জুটি গড়েন লুইস ও মাহমুদুল। ১৯ বলে ২৮ রান করে আউট হন জয়। ম্যাথিউ ফোর্ডকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ডান হাতি ব্যাটার। ২০ বলে ৩৬ রান করেন লুইস। মঈন আলীকে ছক্কা হাঁকাতে গিয়ে স্ট্যাম্পিং হন তিনি। এক বল পরেই বোল্ড হন লুক উড। শেষ পর্যন্ত নাসুমের ২ রান এবং পার্নেলের ১১ বলে ১৮ রানের ইনিংসে ভর করে আট উইকেট হারিয়ে ১৬৪ রানের লড়াকু পুঁজি পায় খুলনা টাইগার্স।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৫

বিশ্বকাপ জয়ের দিনে সেঞ্চুরি করে যা বললেন হৃদয়
চার বছর আগে যে দিনটাই  (৯/২/২০২০) দেশকে বিশ্বকাপ শিরোপা উপহার দিয়েছিলেন সেই দিনটাই ভুলে গেছেন তাওহীদ হৃদয়। ভুলে যাওয়ারই কথা কারণ, বিপিএলে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই দিনটি হয়তো হৃদয়ের জন্য খুবই স্পেশাল। তাই একই দিনে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিরও দেখা পেয়েছেন।   শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন। এরপর সংবাদ সম্মেলনে আসেন তিনি। যেখানে চার বছর আগের স্মৃতি মনে করিয়ে দেয় সাংবাদিকরা। সেই স্মৃতির দিনটি নিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, চোখ বনিই করলেই মনে পড়ে।’ চলমান বিপিএলের উইকেটে রান না হওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহীদ চার-ছক্কার বৃষ্টিতে নিজের প্রথম সেঞ্চুরিতে হৃদয় জিতে নিলেন। ৮ চার ও ৬ ছক্কায় ৫৩ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তরুণ ব্যাটার। সেঞ্চুরির পর তাসকিনকে ফ্লিক করে চোখ ধাঁধানো শটে আছড়ে ফেলেন গ্যালারিতে। ম্যাচ জেতানোর অসাধারণ ইনিংসে ছক্কা ছিল ৭টি।  ছক্কা মারা নিয়ে এক প্রশ্নের জবাবে হৃদয় বলেন, আমি মনে করি ছয় মারা কঠিন কিছু না। প্রত্যেকটা খেলোয়াড় ছয় মারতে পারে, যারা ব্যাটার আছে। যদি আত্মবিশ্বাসটা থাকে আমার মনে হয় ছয় যে কোনো সময়, যে কোনো মাঠে ছয় হবে। তার মতে পাওয়ার নয়, ছক্কার জন্য শুধু আত্মবিশ্বাসটাই প্রয়োজন, আমার কাছে মনে হয়েছে আমরা এরকম পরিস্থিতিতে কম অভ্যস্ত। আমরা যখন আস্তে আস্তে খেলতে থাকবো। আরও যখন ম্যাচে এরকম ছয় মারবো, প্রত্যেকটা ব্যাটার যখন মারবে, তখন আত্মবিশ্বাসটা আসবে যে আমি মারলে ছয় হবে।  টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি তাওহীদ উৎসর্গ করেছেন তার মাকে। যিনি এই মুহূর্তে অসুস্থ। আন্তর্জাতিক ক্রিকেটে তাওহীদের কোনো সেঞ্চুরি নেই। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’তে সেঞ্চুরি থাকলেও টি-টোয়েন্টিতে কখনো তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করার কীর্তি ছিল না।  তবে তার কাছে টি-টোয়েন্টির এই সেঞ্চুরি থেকেও স্মৃতিময় যুব দলে খেলার সময় শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া হ্যাটট্রিক সেঞ্চুরি। যা কখনও ভুলতে চান না তিনি।  
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৩

বিপিএলে সেঞ্চুরি করে গেইল-ডি ভিলিয়ার্সদের পাশে হৃদয়
গত বিপিএলে সিলেটের হয়ে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছিলেন তারুণ তাওহদী হৃদয়। ২০২৩ সালটা জাতীয় দলের হয়ে দুর্দান্তভাবে শেষ করেছেন তিনি। ফলে চলমান বিপিএলের অনেক আগেই কোটি টাকা খরচ করে দলে ভিড়িয়ে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুর্দান্ত ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে প্রতিদানও দিয়েছেন হৃদয়। দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১০৮ রানের ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার। যেখানে ৭ ছক্কা ও ৮ চারে ইনিংস সাজিয়েছেন তিনি। এতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এ ছাড়াও বিপিএলে সেঞ্চুরিয়ানদের নামের পাশে জায়গা করে নিয়েছেন এই তরুণ ব্যাটার। এরপর আগে বিপিএলে পাঁচ বাংলাদেশি সেঞ্চুরি পেয়েছেন। যাদের মধ্যে রয়েছে তামিম ইকবাল, সাব্বির রহমান, নাজমুল হাসান শান্ত, শাহরিয়ার নাফিস। এবার তাদের পাশে নাম লেখালেন হৃদয়। এ ছাড়াও বিপিএলে বিদেশিদের মধ্যে গেইল, ডি ভিলিয়ার্স ও হেলসদের বড় বড় তারকা ক্রিকেটারদের স্পর্শ করেছেন তিনি। বিপিএলের আগের নয় আসর এবং চলতি বিপিএলে এই এক মাত্র সেঞ্চুরি মিলে মোট ৩০ টি সেঞ্চুরি হয়েছে। যেখানে পাঁচটি সেঞ্চুরির মালিক ক্যারিবিয়ান তরকা ক্রিকেটার ক্রিস গেইল। জনসন চালর্স ও তামিম ইকবালের রয়েছে দুটি করে শতক রানের ইনিংস।  তাছাড়া বাকি সবার একটি করে সেঞ্চুরি রয়েছে। চলমান বিপিএলে হৃদয়ের সেঞ্চুরিটায় দশম আসরে প্রথম সেঞ্চুরি। আসরের প্রথম কয়েক ম্যাচে রান না পেলেও বীরের বেশে রানে ফিরেছেন এই তারকা ব্যাটার। এখনও পর্যন্ত ৭ ম্যাচে ২৫০ রান করেছেন তিনি। এতে সেরা ব্যাটারদের মধ্যে এক লাফ দিয়ে তৃতীয়স্থান দখল করেছেন তিনি। তার পিছনে রয়েছে মুশফিকুর রহিম ও এনামুল হক বিজয়।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪৫

হৃদয় ঝড়ে উড়ে গেল দুর্দান্ত ঢাকা, কুমিল্লার পঞ্চম জয়
চলমান আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় দেখায় রাজধানীর দলটিতে রীতিমতো উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে জয়ের অন্যতম নায়ক তাওহীদ হৃদয়। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ঢাকাকে ৪ চার উইকেটে হারিয়েছে কোচ সালাউদ্দিনের শিষ্যরা। শুক্রবার (৯ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে ১৭৬ রানের বড় লক্ষ্য দেয় দুর্দান্ত ঢাকা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১ বল এবং চার উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লিটন-হৃদয়রা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় কুমিল্লা। ১৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৫ বলে ৮ রান করে শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে কাঁটা পড়লে, ৯ রান করে রান আউট হন উইল জ্যাক। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ইমরুল কায়েসও। ৩ বলে ১ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু চতুর্থ উইকেটে ডেভিড গেস্টকে সঙ্গে নিয়ে কুমিল্লা শিবিরে হাল ধরেন তাওহীদ হৃদয়। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে ছুটতে থাকে কুমিল্লা। ৩২ বলে ফিফটি তুলে নেন হৃদয়। এরপর ফিফটির আক্ষেপ নিয়ে ৩৫ বলে ৩৪ রান করে গেস্ট আউট হলে রানের গতি কিছুটা থেকে যায় কুমিল্লার। রায়মোন রাইফার ৪ বলে ৬ রান আউট হলে, এক প্রান্ত আগলে রেখে বাউন্ডারি-ওভার বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়।  শেষ তিন ওভারে কুমিল্লার জয়ের জন্য দরকার ছিল ৩১ রান। ১৮তম ওভারে শরিফুলকে সামালকে দিয়ে ১৫ রান তুলে ম্যাচ নিয়ন্ত্রণে নেই হৃদয়। সেই সঙ্গে ৫৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই টাইগার ব্যাটার। শেষ পর্যন্ত তার ৫৭ বলে হার নামা ১০৮ রানের ইনিংসে ভর করে ১ বল এবং চার উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।  দুর্দান্ত ঢাকার হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। এ ছাড়াও আরাফাত সানি ও ডি সিলভা একটি করে উইকেট নেন।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৪

নারায়ণগঞ্জ-২ আসনে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির আবু হানিফ হৃদয়
নারায়ণগঞ্জ-২ আসনের নির্বাচন বর্জন করেছেন তৃণমূল বিএনপির প্রার্থী ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়।  শনিবার (৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।  সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু এমপি তার চরিত্রহরণ, গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি দিয়ে প্রচারণা থেকে দূরে সরে থাকতে বলেছেন। এ নিয়ে কমিশনে অভিযোগ করেও কোনো সহযোগিতা পাননি তিনি।  কে এম আবু হানিফ আরও বলেন, সরকার দলীয় প্রার্থীর লোকজন প্রতিটি গ্রামে কাউকে এজেন্ট না থাকার জন্য ভয়ভীতি-আতঙ্ক সৃষ্টি করে সিল মারার পরিকল্পনা করছে। তাদের এই কৌশলগত ভয় ছড়ানোর কারণে কেউ এজেন্ট হয়ে জীবনের ঝুঁকি নিতে রাজি নন। এ কারণে সোনালী আঁশ প্রতীকের এ প্রার্থী নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে নির্বাচন বর্জন করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। তবে তিনি ঢাকা-৫ আসনে নির্বাচনে প্রার্থী রয়েছেন।
০৬ জানুয়ারি ২০২৪, ২০:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়