• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
হুইলচেয়ারে চেপে ভোট দিলেন শহিদুল
বগুড়া-৬ (সদর) আসনে ভোট দিতে পেরে আনন্দিত পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত (প্যারালাইজড) ৫৬ বছর বয়সী শহিদুল ইসলাম।  রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টায় স্ত্রী সুলতানা আক্তারের সাহায্যে হুইলচেয়ারে চেপে ভোট দিতে আসেন ধরমপুর পূর্বপাড়া এলাকার অধিবাসী শহিদুল। এ সময়ে ভোটকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় পার্শ্ব ফটক দিয়ে স্থানীয়দের সহায়তায় হুইলচেয়ারসহ শহিদুলকে কেন্দ্রের ভেতরে নেওয়া হয়। এরপর ভোটকক্ষে কয়েকজনের সহায়তায় নেওয়া হলে সেখানে নাম-ঠিকানা নিশ্চিত করার পর ভোটের ব্যালটে টিপসই নেন পোলিং অফিসার। গোপন কক্ষে গিয়ে স্ত্রীর সহায়তায় ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে তার স্ত্রী সুলতানা আক্তার জানান, দুই বছর আগে স্ট্রোক করেন পেশায় লেদমিস্ত্রী শহিদুল। শরীরের একটা অংশ অবশ। কথাও বলতে পারেন না স্পষ্ট করে। তবে সব বোঝেন। ভোট নাগরিক অধিকার। তাই ভোট দেবার জন্য সকাল থেকেই ছটফট করছিলেন। সুলতানা যোগ করেন, কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে রাখায় এবং অসুস্থ স্বামীকে অনেক কষ্টে কেন্দ্রের ভেতরে নেওয়া হয়েছে। ফটকটি খোলা থাকলে কষ্টটা কম হতো 
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়