• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।  শুক্রবার (৮ মার্চ) বেলা তিনটায় নড়াইলের কর্মচন্দ্রপুর গ্রামের মেসার্স ইডেন প্রাইজের প্রোপাইটার সমাজসেবক রেজাউল আলমের সার্বিক তত্ত্বাবধানে এ মসজিদের উদ্বোধন করা হয়।  মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, পবিত্র রমজান মাসের আগে এ মসজিদের উদ্বোধন হওয়ায় মুসল্লিদের অনেক সুযোগ সুবিধা হবে, এজন্য আমি কৃতজ্ঞ।  রেজাউল আলমকে ধন্যবাদ জানিয়ে মাশরাফী আরও জানান, আমি আমার সাধ্যমত এলাকার মসজিদগুলো আরও ভালো করার কাজ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।   এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মসউদ, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে মো. শহিদুল ইসলাম, ওমায়ের উদ্দিন বিন হেলাল উদ্দিন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষক তারেক আলম, বাসগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
০৯ মার্চ ২০২৪, ০৩:৩৪

হুইপ হিসেবে নড়াইলে গার্ড অব অনার পেলেন মাশরাফী
হুইপ হিসেবে নিজ জেলা নড়াইলে গার্ড অব অনার পেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাশরাফী বিন মোর্ত্তজাকে নড়াইলের সার্কিট হাউসে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান।   এ সময় মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে উনি আমাকে এ পদ দিয়েছেন। আমি সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব কাজটা ঠিকমতো করতে। সেই সঙ্গে এই জনপদের মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তাদের কারণে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আমি আমার কাজের মধ্য দিয়েই যে সমস্যাগুলো আছে পূরণ করার চেষ্টা করব। বড় বড় অনেক প্রকল্প শেষের পথে বাকি এক বা দুইটা আছে সেগুলো আমি আমার সর্বোচ্চ দিয়ে সেগুলো করার চেষ্টা করব। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এবং অন্যান্য সকল কর্মকর্তাগণ। 
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৭

মাশরাফী হুইপ হওয়ায় নড়াইলে আনন্দ মিছিল
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ হওয়ায় আনন্দ মিছিল করেছে নড়াইলবাসী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে নড়াইলের মুচিরপোল এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।  এ সময় সেখানে উপস্থিত নেতারা তাদের বক্তব্যে মাশরাফীকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং নড়াইলের উন্নয়নে মাশরাফীর সঙ্গে থেকে নড়াইলকে এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান। এক প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও নড়াইল থেকে কেউ কখনো মন্ত্রী হননি। সেখানে মাশরাফী হুইপ নির্বাচিত হওয়ায় নড়াইলবাসী খুশি। আনন্দ মিছিল শেষে এক আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, সহসভাপতি হাসানুজ্জামান হামান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুবলীগের আহ্বায়ক ওহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা মিলন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছমত আরা, নড়াইল ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নিলসহ জেলার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   
২৫ জানুয়ারি ২০২৪, ১৪:৫০

মাশরাফীকে হুইপ নির্বাচিত করায় নড়াইলে মিষ্টি বিতরণ
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা দ্বাদশ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় লোহাগড়ায় আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে লোহাগড়া জামরুলতলা উপজেলা আওয়ামী লীগ কাযার্লয়ে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন পরে আনন্দ র‌্যালি করা হয়। এ সময় আনন্দ র‌্যালিটি লোহাগড়া উপজেলা শহরের জামরুলতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন- লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, সিনিয়র সহসভাপতি ফয়জুল হক রোম, সহসভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান মো.মতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আশরাফুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তরিকুল ইসলাম উজ্জ্বল, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান প্রমুখ।
২৩ জানুয়ারি ২০২৪, ২৩:০১

চিফ হুইপ ও হুইপ হিসেবে নিয়োগ পেলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি হয়। একটি প্রজ্ঞাপনে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে আরও পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হুইপ হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন, ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩), এবং মাশরাফী বিন মর্তুজা (নড়াইল-২)। এর আগে, গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ।
২৩ জানুয়ারি ২০২৪, ১৯:২৭

সংসদের হুইপ হচ্ছেন মাশরাফী
জাতীয় সংসদের হুইপ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তার সঙ্গে হুইপ হচ্ছেন আরও চারজন সংসদ সদস্য। সোমবার (২২ জানুয়ারি) সংসদ সচিবালয় সূত্রে তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  জানা গেছে,  ইতোমধ্যে চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির হুইপদের নিয়োগ দেবেন। এরপর সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। হুইপদের মধ্য নতুন মুখ হিসাবে মাশরাফী ছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আছেন। এর আগে গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী (লিটন), একাদশ সংসদের হুইপ দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।  উল্লেখ্য, ১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।
২২ জানুয়ারি ২০২৪, ১৮:১৮

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ লিটন
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিজয়ী সংসদ সদস্য মতিয়া চৌধুরী একাদশ জাতীয় সংসদের মতোই দ্বাদশ জাতীয় সংসদেরও উপনেতা ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।  বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা, মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচিত করা হয়েছে। আবারও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে নির্বাচিত করা হয়েছে। উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২২টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর অন্যান্য দল পেয়েছে একটি আসন।   
১০ জানুয়ারি ২০২৪, ১৪:১৫

ভোট দিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, মাদারীপুর-১ আসনের নৌকার প্রার্থী নূর-ই-আলম চৌধুরী ভোট দিয়েছেন।   রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত শেষে ৪৯ নম্বর দত্তপাড়া তাহেরুন্নেছা একাডেমি ভোটকেন্দ্রে প্রথম ভোট দেন তিনি। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের শিবচরে নৌকার প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ এবং এই আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী।   রোববার সকালে দত্তপাড়া ৪৯ নম্বর কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। ভোট দিতে সকালেই কেন্দ্রে এসে হাজির হন সাধারণ ভোটাররা। এ সময় চিফ হুইপ ও তার পরিবারের সদস্যরা ভোট দেন। এরপর মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোট দেন। ভোট দেওয়া শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, এই ভোট গণতন্ত্র রক্ষা করার ভোট, সংবিধান রক্ষা করার ভোট। এই ভোট সব ষড়যন্ত্রকে প্রতিহত করার ভোট। আমার বিশ্বাস সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। এই ভোটের মাধ্যমে জনগণ প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় বসাবে। নির্বাচন কমিশন সূত্র জানায়, মাদারীপুর-১ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী নূর-ই আলম চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মোতাহার হোসেন সিদ্দিক, বাংলাদেশ তরিকত ফেডারেশন তোফাজ্জেল হোসেন খান।   শিবচর উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। এখানে মোট ভোটার ৩ লাভ ১ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৪২১ জন, ১ লাখ ৪৩ হাজার ৭৮১ জন নারী ভোটার ও হিজড়া ৩ জন।
০৭ জানুয়ারি ২০২৪, ১১:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়