• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
হিলিতে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত
‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলা উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটিরিনারী হাসপাতালের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিত রায়।  উদ্বোধনের পরপরই হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। ৪০টি স্টলে প্রদর্শন করা ১২ প্রজাতির প্রাণী। মেলা দেখতে ভিড় করেন ছোট বড় সকলেই। মেলা দেখে অনেকেই হতে চান উদ্যোক্তা। পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেন এই মেলাতে। এমন আয়োজনে খুশি অংশগ্রহণকারীসহ দর্শনার্থীরা।  এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমসহ অনেকেই। এ সময় বক্তারা বলেন, দেশে প্রাণিজ ও আমিষের চাহিদা পূরণ ও বেকারত্ব দূর করার জন্য এমন আয়োজন করাই প্রাণিসম্পদ বিভাগ আরও এগিয়ে যেতে হবে। তাহলে দেশে মাংসের চাহিদা পূরণ হবে।  উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে হিলিতে ছোট-বড় ৮০০ শতাধিক খামারে গরু ও ছাগল ৯০ হাজার, হাঁস-মুরগি ৬ লাখ এবং অন্যান্য প্রাণী ২০ হাজারের বেশি পালন করছে খামারিয়া। অনুষ্ঠান শেষে সেরা খামিরেদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
৭ ঘণ্টা আগে

হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
দিনাজপুরের হিলিসহ সারাদেশই প্রচণ্ড দাবদাহে পুড়ছে। প্রখর রোদের পাশাপাশি ভ্যাপসা গরমে স্বস্তি মিলেছে না কোথাও। ছোট-বড় সবাই গরমে কাবু হচ্ছে। অনেক সময় নিজেদের অজান্তেই দূষিত পানি ঢুকে যাচ্ছে পেটে, আর দেখা দিচ্ছে ডায়রিয়া। বিশেষ করে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে।  হাকিমপুর (হিলি) হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাধারণ সময়ের তুলনায় এখন ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে আসা রোগীদের অধিকাংশই শিশু। প্রতিদিন ৪ থেকে ৫ জন রোগী ভর্তি হচ্ছে। চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা দিচ্ছেন।  চিকিৎসা নিতে আসা মনোতোষ কুমার শাহ বলেন, আমার মায়ের হঠাৎ মাথাব্যথা ও পেটব্যথা শুরু হয়। পরে মা’কে নিয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি এবং ডাইরিয়া ওয়ার্ডে ভর্তি করালাম। ডাক্তার প্রথম অবস্থাতে স্যালাইন দিয়েছে। আগের থেকে এখন অনেকটাই সুস্থ।  হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি থাকা আরজেনা বেগম বলেন, মেয়েকে নিয়ে গত দুদিন আগে দিনাজপুর বাবার বাসা থেকে হিলিতে শ্বশুরবাড়িতে আসছি। অতিরিক্ত গরমের কারণে মেয়ের ডায়রিয়া দেখা দিয়েছে। যার জন্য হাসপাতালে ভর্তি আছি। এখন পর্যন্ত তিনটি স্যালাইন দিয়েছে। আগের থেকে মেয়ে এখন সুস্থ।  হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ বলেন, সারা দেশ প্রচণ্ড দাবদাহের মধ্যে রয়েছে। ছোট থেকে বড় সবাই গরমে কাবু হচ্ছে। আর তাতে শরীরে পানির চাহিদা বেড়ে যাচ্ছে। এর ফলে পানির মাধ্যমে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। সাধারণ সময়ের তুলনায় এখন ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই শিশু। ঈদের দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও বর্তমানে রোগীর সংখ্যা স্বাভাবিক রয়েছে। তবে প্রতিদিন ৪ থেকে ৫ জন ডায়রিয়া রোগী আসছে চিকিৎসা নিতে। কেউ কেউ হাসপাতালেই ভর্তি হচ্ছেন, আবার কেউ চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন।  এদিকে দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬ টায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ। তবে বুধবার এখন পর্যন্ত আবহাওয়া অফিস কোনো বার্তা দেয়নি। 
১৭ এপ্রিল ২০২৪, ১৬:৪৭

হিলিতে চালের দাম বেশি, বিপাকে সাধারণ ক্রেতা
দিনাজপুরের হিলিতে সব ধরনের চালের দাম কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। মিলাররা ধান গুদামজাত করে রাখার কারণে বেড়েছে চালের দাম বলছেন খুচরা চাল ব্যবসায়ীরা। এদিকে চালের দাম বৃদ্ধি হওয়ার কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে হিলি চালের বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে অটো মিলের স্বর্ণা চাল ৪৯ থেকে ৫০ টাকা,  লোকাল স্বর্ণা ৪৭ থেকে ৪৮ টাকা, আটাশ জাতের চাল ৪৮ থেকে ৫০ টাকা, কাটারী জাতের চাল ৬০ থেকে ৬২ টাকা এবং জিরা জাতের চাল ৬২ থেকে ৬৪ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি বাজারে চাল কিনতে আসা আশরাফুল ও আবেদ আলী বলেন, দেশের বাজারে সব নিত্যপণ্যেরই দাম প্রায় বেশি। আলু, পেঁয়াজসহ বিভিন্ন মসলার দাম অনেক চড়া। আমরা গরিব মানুষ ১ হাজার টাকা নিয়ে বাজারে আসলে ব্যাগের কোনায় ভরে না। এর মধ্যে আবার চালের দাম বেশি। বিরামপুরের কাটলা বাজারের থেকে কেজি প্রতি ৫ টাকা বেশি যাচ্ছে স্বর্ণাচলের দাম। যার জন্য অল্প করে চাল কিনলাম। আমরা চাই সরকার নিত্যপণ্যসহ চালের বাজার নিয়ন্ত্রণে রাখুক। তাহলে গরিব মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে।  হিলি বাজারের চাল ব্যবসায়ীরা বলেন, চাল বিক্রি করে মোকামে চাল কিনতে গেলেই চালের দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। আগে যে চাল ৪৮ টাকা কেজিতে কিনেছেন খুচরা ব্যবসায়ীরা সেই চাল এখন ৫২ টাকা দরে কিনে ৫৪ টাকায় বিক্রি করছেন তারা। কারণ, মিলাররা ধান মজুত করে রেখে চালের দাম বৃদ্ধি করে দিয়েছে। সেই সাথে স্বর্ণা চাল, পাইজাম চাল বলে বিক্রি করছেন মিলাররা। কারণ পাইজাম চাল বলে কোন চাল বাজারে নেই। সেই সাথে আঠাশ চাল এখন বাজারে নেই, তবু মিলাররা বস্তার গায়ে এই সব চালের নাম লিখে ক্রেতাদের ধোকা দিচ্ছেন মিলাররা। জহুরা, সাদিয়া পাইজাম বলে কোন চাল নেই বলেও অভিযোগ করেন খুচরা ব্যবসায়ীরা।    
১৬ এপ্রিল ২০২৪, ১২:৪৩

হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
দিনাজপুরের হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি পাঁচ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার হিলি বটতলী এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়। সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।  সংবাদ বিজ্ঞপ্তিতে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দিনাজপুর থেকে হিলিগামী যাত্রীবাহী একটি বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। এমন খবর জানতে পেরে উপ-অধিনায়ক আফিক হাসানের নেতৃত্বে ওই যাত্রীবাহী বাসের গতিরোধ করে বিজিবির সদসরা। পরে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো অবস্থায় এক কেজি ৫ গ্রাম ওজনের কোকেন জব্দ করা হয়। জব্দ করা কোকেনের মূল্য প্রায় ৫০ লাখ ২৫ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৫

হিলিতে প্রথমবার চাষ হচ্ছে কিনোয়া ও চিয়া সিড
দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো চাষ হচ্ছে সুপারফুড নামে পরিচিত কিনোয়া ও চিয়া সিড। নতুন এ দুই ধরনের ফসল আবাদ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষি উদ্যোক্তা শামীম খান। তার ৪২ শতাংশ জমিতে শস্যদানাটির আবাদ হওয়ায় এই অঞ্চলের কৃষিতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। ফলে এই চাষে আগ্রহী হচ্ছেন এখানকার কৃষকরা। এ দিকে নতুন ফসলটির চাষাবাদে সব ধরনের সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস। হিলির কৃষি উদ্যোক্তা শামীম খান জানান, সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়া সিড। ইউরোপ, আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলের আবাদ হয় বেশি। এই শস্যদানাটিতে রয়েছে ব্যাপক পুষ্টিগুণ। তবে বাংলাদেশে তেমন পরিচিত না হলেও কয়েকবছর ধরে কয়েকটি জেলায় এর আবাদ শুরু হয়েছে। তাই এই অঞ্চলের মানুষের কাছে তেমন পরিচিত হয়ে উঠেনি এখনও। অনেকে এই ফসলের নামও জানেন না। কিন্তু এই প্রথম দিনাজপুরের হিলির বোয়ালদাড় গ্রামে চাষাবাদ শুরু করা হয়েছে। এর আগেও তিনি কয়েকটি নতুন জাতের ফসল আবাদ করে সাড়া ফেলেছিলেন এলাকায়। এবারও তিনি থেমে যাননি। পঞ্চগড় থেকে বীজ সংগ্রহ করে নিজের ৪২ শতাংশ জমিতে আবাদ করেছেন কিনোয়া ও চিয়া সিড। এরই মধ্যে ফসল কাটা-মাড়াও শুরু করেছেন তিনি।  এরপর প্যাকেটজাত করে তা বিক্রির জন্য সরবরাহ করছেন দেশের সুপারশপগুলোতে। মাঠ থেকেই প্রতি কেজি কিনোয়া ও চিয়া সীড বিক্রি করছেন ৬০০-৮০০ টাকা মুল্যে। আমন ধানের পর মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মতো একই পদ্ধতিতে রোপণ করতে হয় কিনোয়া ও চিয়া সিড। ফসল ঘরে তুলতে সময় লাগে ৬০-৭০ দিন। প্রতি বিঘায় ফলন হয় ৩-৪ মণ। হাকিমপুর উপজেলার কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, সরিষা চাষে যেমন মাটি ও আবহাওয়ার প্রয়োজন হয় ঠিক তেমনই কিনোয়া ও চিয়া সিড চাষের বেলাও তাই। সময় ও সাশ্রয়ী হওয়ায় এই অঞ্চলের জন্য আবাদ উপযোগী। কেউ আবাদ করতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে।  তিনি আরও বলেন, এই দুটি শস্যতে রয়েছে ওমেগা-৩, ফ্যাটি এসিড, ক্যালসয়িাম, আমিষ, খনিজ উপাদান, আয়রন, ফাইবার, প্রোটিনসহ পুষ্টিতে ভরপুর। হয়ে উঠতে পারে ভাত ও গমের উত্তম বিকল্প। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিনোয়া ও চিয়া সীড। যা কিনা হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। 
১২ এপ্রিল ২০২৪, ১৬:৫৮

হিলিতে বেড়েছে সব ধরনের মুরগির দাম
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের মুরগির দাম। রমজান মাসে এবং সামনে ঈদের কারণে চাহিদা বেশি হওয়াই পাইকারিতে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।  শনিবার (৬ এপ্রিল) রাতে হিলির বাজার ঘুরে দেখা যায়, বয়লার মুরগি কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়ে ২০০ টাকায়, পাকিস্তানি মুরগি কেজি প্রতি ৪০ টাকা বৃদ্ধি পেয়ে ৩২০ টাকায় এবং দেশি মুরগি ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে।  হিলির বাজারে মুরগি কিরতে আসা ইয়াসিন রানা বলেন, দেশের বাজারে সব জিনিস পত্রেরই দাম বৃদ্ধি পেয়েছে। তবে মুরগির দাম রমজানের প্রথমে বৃদ্ধি না হলেও শেষের দিকে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। নিয়মিত বাজার মনিটরিং যদি করা হতো তাহলে দাম বৃদ্ধির সুযোগ পেতো না খুচরা ব্যবসায়ীরা। রমজান আর ঈদকে সামনে রেখেই তারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। আমরা সাধারণ ক্রেতারা অসহায় এই সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে।  হিলি বাজারে মুরগি ব্যবসায়ী আনারুল ইসলাম বলেন, খামার মালিকরা হঠাৎ করে সব মুরগির দাম বৃদ্ধি করে দিয়েছে। খামারে প্রচুর পরিমাণ মুরগি থাকলেও খামার মালিকরা বেশি পরিমাণ মুরগি বিক্রি করছেন না। কারণ সামনে ঈদ, ছোট মুরগি বিক্রি করলে তাদের লোকসানে পড়তে হবে। এই জন্য তারা খামারে মুরগিগুলো বড় করে পরে বিক্রি করবেন। ফলে চাহিদার তুলনায় খুচরা বাজারে কম মুরগি দিচ্ছেন খামার মালিকরা। এর কারণে কিছুটা দাম বৃদ্ধি হয়েছে।   
০৬ এপ্রিল ২০২৪, ২২:৪২

হিলিতে কমেছে জিরার দাম, বেড়েছে অন্যান্য মসলার দাম
ঈদকে সামনে রেখে মসলার বাজারে বেড়েছে বিক্রি, আর এই সুযোগটি কাজে লাগিয়ে এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে প্রায় সব ধরনের মসলার দাম। তবে জিরার দাম কিছুটা কমেছে। ভালো মানের মসলা কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে হিলি বাজারে ছুটে আসছেন ক্রেতারা। দাম বেশি হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন তারা।  উত্তরের জনপদ দিনাজপুর। দিনাজপুরের সর্ব দক্ষিণে অবস্থিত হিলি সীমান্ত। হিলি সীমান্তের নিকটবর্তী হওয়ার কারণে এখানে খুব সহজেই পাওয়া যায় বিভিন্ন ধরনের মসলা। চলছে রমজান মাস, আর কয়েক দিন পরেই ঈদ। ঈদকে সামনে রেখে মসলার দোকানগুলোতে বেড়েছে বিক্রি। জিরার দাম কেজি প্রতি ১০০ টাকা কমে বর্তমানে নিম্ন মানের জিরা ৫৯০ টাকা এবং ভাল মানের জিরা কেজিপ্রতি ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। জিরার দাম কিছুটা কমলেও বেড়েছে সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, কিসমিচ এর দাম। সাদা এলাচ কেজি ২০০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়, কালো এলাচ কেজিপ্রতি ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে ২ হাজার ৬৫০ টাকায় এবং কেজিপ্রতি ৮০ টাকা বৃদ্ধি পেয়ে ৬৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন-আয়ের মানুষগুলো।  বগুড়া থেকে হিলি বাজারে মসলা কিনতে আসা আমিনুল ইসলাম, মেহেদি হামান বলেন, আমরা হিলি বাজারে বগুড়া থেকে মসলা কিনতে এসেছি। হিলিতে মসলার দাম অনেকটাই কম। কিন্তু এসে দেখি শুরু জিরার দাম কম, এ ছাড়া সব মসলার দামই বেশি। তবে হিলিতে এসে বিভিন্ন রকমের মসলা দেখে কিনা যায়। যার জন্য হিলিতে আসা।  হিলি বাজারের মসলা বিক্রেতা মহসীন আলী বলেন, রমজান মাস এবং সামনে ঈদকে সামনে রেখে হিলি বাজারে মসলা বিক্রি শুরু হয়েছে। আগের থেকে বর্তমানে বেশি পরিমাণ মসলা বিক্রি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। বর্তমানে চাহিদা বেশি থাকার কারণে মসলার দাম কিছুটা বৃদ্ধি হয়েছে।  হিলি বাজার কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী বলেন, বাজারে ক্রেতাদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রেতারা যেন নির্বিঘ্নে বাজার করতে পারে সেই লক্ষে আমরা বাজার কমিটি কাজ করে যাচ্ছি। আমরা বাজারের ব্যবসায়ীরা গত বছরের থেকে এই বছর ভাল ব্যবসা আসা করছি।   হিলি স্থলবন্দরের জিরা আমদানিকারকের প্রতিনিধি জাবেদ হোসেন রাসেল বলেন, চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে অনেকটাই বেড়েছে জিরার আমদানি। আগে সপ্তাহে ৩ থেকে ৪ ট্রাক জিরা আমদানি হতো হিলি স্থলবন্দর দিয়ে। এখন তা ৭ থেকে ৮ ট্রাকে দাঁড়িয়েছে। এসব জিরা আসছে ভারতের গুজরাট থেকে। প্রতি কেজি জিরার শুল্ক দিতে হয় ২৩৩ টাকা। আমদানি বৃদ্ধির কারণে দেশের বাজারে জিরার দাম কমেছে।  হিলি কাস্টমসের তথ্যমতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত ভারত থেকে জিরা আমদানি হয়েছে ৪৫৭ ট্রাকে ৭ হাজার ৬১৫ মেট্রিক টন।  
০৬ এপ্রিল ২০২৪, ১৯:১১

হিলিতে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
দিনাজপুরের হিলি সীমান্তে হঠাৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এদিকে প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন হিলিবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। ঘেমে জ্বর-কাশিসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা। হিলি মহিলা কলেজ পাড়ার বাসিন্দা মোকছেদুল মোয়াজ্জেম হোসেন বলেন, সারাদিনে কতবার বিদ্যুৎ যায়, তার হিসাব নেই। তার ওপর শুধু রাতেই ৩-৪ বার লোডশেডিং হচ্ছে। ফলে গরমে আমার পরিবারের কেউই ঠিকমতো ঘুমাতে পারছেন না। কেননা রাতে বিদ্যুৎ না থাকলে ঘেমে ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে হচ্ছে। একই সমস্যায় গ্রামের প্রায় সব পরিবার। ঘন ঘন এমন লোডশেডিংয়ে গ্রামের মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে যেমন-তেমন কিন্তু, রাতে লোডশেডিং বন্ধ রাখা গেলে মানুষজন শান্তিতে অন্তত ঘুমাতে পারবে। হিলি রেলস্টেশন কলোনির আয়েশা সিদ্দিকা বলেন, রমজান মাসে রোজা থেকে শরীর এমনিতেই দুর্বল। এর মধ্যে ৭-৮ দিন ধরে প্রচণ্ড গরমের পাশাপাশি ব্যাপকভাবে লোডশেডিং হচ্ছে। রমজান মাসে এমন লোডশেডিং আগে কখনও দেখিনি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তির মধ্যে আছেন।   হিলি পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সূত্রে জানা যায়, হিলি বিদ্যুতের চাহিদা প্রায় ৮ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে আড়াই থেকে ৩ মেগাওয়াট, আবার কখনো বা পাওয়া যাচ্ছে মাত্র ২ মেগাওয়াট। তাই প্রতিনিয়ত ৪ থেকে ৫ মেগাওয়াট ঘাটতি থাকায় কিছুটা লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে।     
০৫ এপ্রিল ২০২৪, ২০:৪৪

হিলিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ
দিনাজপুরের হিলি সীমান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে গরিব অসহায় ১৬ হাজার ৯৫০ জন কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় হাকিমপুর উপজেলার বোয়াদাড় ইউনিয়ন কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন ও ইউনিয়ন চেয়ারম্যান ছদরুল ইসলাম। ঈদের আগে এসব চাল পেয়ে খুশি গরিব অসহায় দুস্থ পরিবারের মানুষগুলো। এই চাল বিতরণ শনিবার পর্যন্ত চলবে। হিলির বোয়ালদাড় গ্রামের বাসিন্দা মোজাফর রহমান বলেন, আমরা গরিব মানুষ। সামনে ঈদ, এই ঈদে ১০ কেজি চাল পাওয়া আমাদের জন্য অনেক বড় বিষয়। বাজারে জিনিসপত্রের যে দাম, চাল আর কিনতে হবে না আমাদের। আমরা অনেক খুশি হয়েছি।  হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, পৌরসভায় ৩ হাজার ১৮১ জন কার্ডধারী পরিবারে মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এই বছর প্রায় ৭০ শতাংশ মহিলা এবং ৩০ শতাংশ পুরুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আগামীতে আরও সংখ্যা বৃদ্ধি করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন বলেন, ঈদের আগে গরিব অসহায় দুস্থ পরিবারের মানুষজন যেন একটু স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। আমরা নিয়মিত প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভা মনিটরিং করছি। কেউ যেন কোনো কার্ড জালিয়াতি না করতে পারে।
০৫ এপ্রিল ২০২৪, ১৫:৪৩

হিলিতে বিজিবির থেকে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে আটক ১
দিনাজপুরের হিলিতে সরকারি কাজে বাধা এবং বিজিবির কাছ থেকে ভারতীয় পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে লিটন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  বুধবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান।  আটককৃত আসামি লিটনের দাবি তার কাছে কোন প্রকার ভারতীয় পণ্য ছিলো না। পরিবারসহ স্থানীয় কয়েকজনের দাবি পূর্বে বিজিবির সদস্য ওমর আলীর সঙ্গে ঝামেলা হওয়ার কারণে এ ঘটনা ঘটিয়েছে বিজিবি।  এ বিষয়ে হাকিমপুর থানায় বাদী হয়ে মামলা করেছেন বিজিবি সদস্য নায়েক ওমর আলী। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের জিরো পয়েন্টে ডিউটিতে থাকাকালীন সময়ে পাসপোর্টধারী এক মহিলা যাত্রী ভারত থেকে নিয়ম বহির্ভূত দুটি ব্যাগে ভারতীয় পন্ডস বিউটি ক্রিম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ওই যাত্রীকে ব্যাগে থাকা পণ্যের বিষয়ে জিজ্ঞেস করলে সে সঠিক উত্তর দিতে পারে না। পরে ওই ব্যাগ দুটিতে থাকা ৫৮ কেজি পন্ডস ক্রিম হিলি বন্দর শুল্ক অফিসে পাঠানোর সময় আসামি লিটন আমার পথরোধ করে। সরকারি কর্তব্য পালনে বাধা দিয়ে পণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে ধাক্কা দিলে আমি মাটিতে পড়ে গিয়ে আঘাত পাই। পরে অন্য কর্তব্যরত বিজিবি সদস্যদের সহযোগিতায় আসামিকে আটক করা হয়। লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার কারণে লিটন নামে এক যুবককে গতকাল বুধবার আটক করা হয়েছিলো। তার নামে মামলা দায়ের করে বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, গতকাল (৩ এপ্রিল) বিকেলে ২০ বিজিবির সদস্যরা লিটন নামে একজনকে আটক করে থানায় মামলা দায়ের করেন। আমরা সকল প্রস্তুতি শেষ করে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
০৪ এপ্রিল ২০২৪, ২১:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়