• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে মারধর, রানু হিজড়া গ্রেপ্তার
রাজধানীর পশ্চিম রাজাবাজারে ফ্ল্যাটে ঢুকে এক বৃদ্ধাকে মারধর ও টাকা লুটের ঘটনায় রাজিব ওরফে রানু হিজাড়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) আরটিভিতে সংবাদ প্রকাশের পর রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ মো. আহাদ আলী জানান, আরটিভির সংবাদের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত রাজিব প্রকৃতপক্ষে হিজড়া নয়। হিজড়া সেজে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বলেও জানান আহাদ আলী।
১৬ মার্চ ২০২৪, ১৪:১৭

দেশে হিজড়া ভোটার ৯২৪
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন, নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন। রোববার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অশোক কুমার দেবনাথ বলেন, আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এটা খসড়া ভোটার তালিকা।  তিনি আরও বলেন, এবারের নির্বাচনের পর মোট ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে নারী ৭ লাখ ৬৫ হাজার ৬৯০ জন, পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন এবং হিজড়া ৭৫ জন। তিনি জানান, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।
২১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়