• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
পাওয়ারপ্লেতে হায়দরাবাদের বিশ্বরেকর্ড
চলতি বছরের আইপিএলে বিশ্বরেকর্ড করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আসরের ৮ম ম্যাচে প্রথম ৬ ওভারে ১২৫ রান করেছেন দলের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। যা আইপিএল তো বটেই টি-টোয়েন্টি ইতিহাসেই বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের ৬ ওভারে বৈধ ডেলিভারি থাকে ৩৬টি। সেখানে ২৪টিকেই বাউন্ডারি ছাড়া করেছেন এ দুই ওপেনার। তাদের ব্যাটিং তাণ্ডবে দিল্লি ক্যাপিটালসের বোলাররা যেন দিশেহারা হয়ে পড়েছিলেন। যেখানেই বল করছেন কোনো রক্ষা হচ্ছে না তাদের। ম্যাচ দেখে মনে হচ্ছে অরুন জেটলি স্টেডিয়ামে যেন হাইলাইটস চলছে। অবশেষে সপ্তম ওভারের দ্বিতীয় বলে এই জুটি ভাঙেন কুলদীপ যাদব। ৪৬ রান করা অভিষেক শর্মাকে ফেরান তিনি। আউট হওয়ার আগে ১২ বলে ২ চার ও ৬ ছক্কা মারেন অভিষেক। একই ওভারে এইডেন মারক্রামের উইকেটটিও শিকার করেন কুলদীপ।  দুই উইকেট পড়লেও তাণ্ডব চালিয়ে যান হেড। ম্যাচটিতে তিনি ১৮ বলেই ফিফটি করলেও পাননি টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা। পরে সেই কুলদীপের শিকার হয়েই ফেরেন এই অজি ওপেনার। আউট হওয়ার আগে ৩২ বলে ১১ চার ও ৬ ছক্কায় ৮৯ রান করেন তিনি।
২০ এপ্রিল ২০২৪, ২১:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়