• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
কার রেসিং দেখতে গিয়ে প্রাণ হারালেন সাতজন দর্শক
শ্রীলঙ্কাতে মোটর স্পোর্টসকে জনপ্রিয় করতে সেনাবাহিনীর সহযোগিতায় দীর্ঘ দিন পর কার রেসিংয়ের আয়োজন করা হয় । তবে এই টুর্নামেন্ট দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাতজন দর্শক। প্রতিযোগিতা দেখতে বালুময় ট্র্যাকের পাশে দাঁড়িয়েছিলেন হাজার হাজার দর্শক। তখনই হঠাৎ করে একটি গাড়ি তাদের ওপর আছড়ে পড়ে। এতে ৭ জনের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও ২১ জন। রাজধানী কলম্বো থেকে ১৮০ কিলোমিটার দূরের ফক্স হিল সার্কিটে ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। ভয়াবহ এ দুর্ঘটনার ভিডিওটি ধরা পড়েছে এক দর্শকের ক্যামেরায়। এতে দেখা যাচ্ছে, ট্র্যাকের ওপর উল্টে পড়ে আছে একটি গাড়ি। তখন ট্র্যাক মার্শাল একটি হলুদ পতাকা উড়িয়ে অন্যান্য গাড়ির চালকদের ধীরগতিতে যাওয়ার জন্য সতর্ক করছিলেন।  কিন্তু ওই সময় গাড়িগুলো প্রচণ্ড গতি নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই লাল রঙের একটি গাড়ি দর্শকদের ওপর আছড়ে পড়ে। এরপর মানুষের আর্তনাদ শোনা যায়। এক কর্মকর্তা জানিয়েছেন, সবমিলিয়ে ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে ৭ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে আট বছরের একটি শিশুও রয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনার কিছু সময় আগে শ্রীলঙ্কার সেনাপ্রধান ভিকুম লিয়াঙ্গে জানান, মোটরস্পোর্টসকে জনপ্রিয় করতে বিনামূল্যে দর্শকদের ফক্স হিল সার্কিটে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এই প্রতিযোগিতা দেখতে ১ লাখ মানুষ জড়ো হন।
২১ এপ্রিল ২০২৪, ২২:১৩

লাইভ সংবাদ পাঠের সময় গরমে জ্ঞান হারালেন প্রেজেন্টেটর
বাংলাদেশের মতো পাশের দেশ ভারতেও চলছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড খরতাপে পুড়ছে পশ্চিমবঙ্গের কলকাতা শহর। জারি করা হয়েছে হিট এলার্ট। ভয়াবহ গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে নগরবাসীর। এরকমই গরমে লাইভ সংবাদ পাঠ করার সময় অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন লোপামুদ্রা সিনহা নামে কলকাতার টিভির এক নিউজ প্রেজেন্টেটর।  শনিবার (২০ এপ্রিল) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ালের পরিচিত অভিনেত্রী লোপামুদ্রা দীর্ঘদিন টিভিতে সংবাদ পাঠ করছেন। শুক্রবার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে অসুস্থতার কথা জানান তিনি। ভিডিওবার্তায় নিজের অনুসারীদের লোপামুদ্রা জানান, গতকাল শুক্রবার সকালে নিউজ বুলেটিন পড়ার সময় মারাত্মক গরমে হঠাৎ অসুস্থবোধ হয় তার। লাইভ নিউজ চলার সময় তার বিপি (রক্তচাপ) আশঙ্কাজনকভাবে কমে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান।  কলকাতার টিভির এ নিউজ প্রেজেন্টেটর বলেন, বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু পানি খেলে ঠিক হয়ে যাবে। আমি কোনোদিন পানি নিয়ে সংবাদ পড়তে বসি না। সেটা ১০ মিনিটের নিউজ হোক বা আধ ঘণ্টার, কখনো প্রয়োজন পড়েনি।…. ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানির বোতল চাই। সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল, কোনো বাইট চলছিল না। ফলে আমি পানি খেতে পারচ্ছিলাম না। অবশেষে একটা বাইট আসায় পানি খাওয়ার সুযোগ মেলে। তিনি আরও বলেন, আমার মনে হয়েছিল বাকি চারটি নিউজ স্টোরি আমি শেষ করতে পারব। দুটো কোনোরকমে কমপ্লিট করি, তিন নম্বরটা হিট ওয়েভের ওপর স্টোরি ছিল। সেটা পড়ার সময়ই আমার আস্তে আস্তে কথাটা জড়িয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম আমি শেষ করতে পারব, নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছিলাম কিন্তু না…অসুস্থতা তো বলে কয়ে আসে না। ওই স্টোরিটার সময় আমি আর কিছু দেখতেই পাচ্ছিলাম না। টেলিপ্রমটারটা আবছা হতে হতে শেষে আমি ব্ল্যাকআউট হয়ে যাই। টিভির নিউজ ফ্লোর শীতাতপ নিয়ন্ত্রিত হলেও ওইদিন সেটি কাজ করছিল না এবং এর ফলে ফ্লোর ভ্যাপসা গরম হয়ে পড়েছিল বলে ভিডিওবার্তায় জানান লোপামুদ্রা।
২১ এপ্রিল ২০২৪, ০২:৪৫

বড় বোন হারালেন মোস্তফা সরয়ার ফারুকী
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বড় বোন। শনিবার (২০ এপ্রিল) মারা গেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বোনের মৃত্যুর খবরটি নিজেই নিশ্চিত করেছেন ফারুকী।   এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে বড় বোনের মৃত্যুর খবরটি জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন জনপ্রিয় এই নির্মাতা।  পোস্টটি হুবহু তুলে ধরা হলো—  ‘তিনজন শক্তিশালী মহিলা— আমার মা, আমার বড় বোন এবং আমার স্ত্রী। যারা আমাকে অনেক প্রভাবিত করেছে। তারা আমাকে সরাসরি কিছু না বলে জীবন কী সেটা শিখিয়েছে এবং নীরবে আমাকে একজন ব্যক্তি হিসাবে রূপ দিয়েছে। ১০ বছর আগে মা আমাদের ছেড়ে চলে গেছেন। আজ চলে গেলেন আমার বড় বোন।’ পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে ফারুকীর কমেন্টসবক্সে। শোবিজের তারকা থেকে শুরু করে দুঃখ প্রকাশ করছেন তার ভক্তরাও। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল চরকিতে মুক্তি পায় তার নির্মিত ওয়েবফিল্ম ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও গায়িকা জেফার। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ করলেন তিনি। মুক্তির পর বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।   
২০ এপ্রিল ২০২৪, ১৭:৫৫

মা হারালেন সংগীতশিল্পী বেবী নাজনীন
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনের মা আবিদা মনসুর মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেবী নাজনীনের ভাই এনাম সরকার তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার মা দীর্ঘদিন ধরেই কিডনিসহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন। কয়েক বছর ধরে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ ঈদের আগে মায়ের শারীরিক অবস্থা আরও গুরুতর হয়। তারপর থেকে মাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। মা আর সিসিইউ থেকে ফেরেননি। তিনি জানান, গুলশানের একটি মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে দাফন করা হয়। শনিবার (২০ এপ্রিল) জন্মস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাড়িতে মায়ের কুলখানি অনুষ্ঠিত হবে।  এনাম জানান, বর্তমানে পেশাগত কাজে তার বোন বেবী নাজনীন যুক্তরাষ্ট্র থেকে জাপানে গেছেন। যাওয়ার পথেই মায়ের মৃত্যুসংবাদ পেয়েছেন। রাতেই তিনি ঢাকা ফিরবেন। উল্লেখ্য, বেবী নাজনীনের বাবা মনসুর সরকার জাতীয় বেতার ও টেলিভিশনের একজন বিশেষ শ্রেণির যন্ত্রশিল্পী ছিলেন। তিনি ২০১৬ সালে প্রয়াত হন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে বেবী নাজনীন সন্তান হিসেবে সবার বড়।
১৮ এপ্রিল ২০২৪, ১৮:৩৮

ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফিদে মাস্টার নীড়
থাইল্যান্ডে অনুষ্ঠানরত ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন ২০২৪-এ ভারতের গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুকে পরাজিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড়। সোমবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ পদ্ধতিতে খেলে ৭০ চালের মাথায় গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুর বিরুদ্ধে জয়ী হন। তৃতীয় রাউন্ড শেষে ৩ খেলায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১২ জনের সাথে মিলিতভাবে শীর্ষে রয়েছেন মনন রেজা নীড়। এছাড়া তিন খেলায় ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান দুই পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার নাইম হক অর্জন করেছেন দেড় পয়েন্ট করে। কোন পয়েন্ট পাননি উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান। তৃতীয় রাউন্ডের খেলায় ভারতের বসন্ত কুমার রাজেসকে পরাজিত করেন ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান। রাশিয়ার বাবাক ইউলিয়া রোহল্যান্ডের সাথে ড্র করেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহর কাছে ফিদে মাস্টার নাইম হক ও ভারতের তানিশ রাগাভানের কাছে হেরে যান তাসরিক সায়হান শান। দাবাড়ু মনন রেজা নীড় বেড়ে উঠেছেন দেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জে। জিতেছেন শেখ কামাল যুব গেমসে দাবা ডিসিপ্লিনের স্বর্ণ। বয়সভিত্তিক পর্যায়ে শিরোপা জেতার পাশাপাশি জাতীয় দাবায় শীর্ষ কয়েকজনের মধ্যে থাকেন স্কুল পড়ুয়া এ শিক্ষার্থী। স্বীকৃতি পেয়েছিলেন দেশের বাইরে আন্তর্জাতিক এক টুর্নামেন্টে সেরা বিদেশি দাবাড়ুর। অল্প বয়সেই দাবার ক্যান্ডিডেট মাস্টার টাইটেল থেকে হয়েছেন ফিদে মাস্টার। এরপরের দুই ধাপ আন্তর্জাতিক মাস্টার ও গ্র্যান্ডমাস্টার। সম্ভাবনাময়ী এই দাবাড়ুর পেছনে বিশেষভাবে নজর রাখছে দাবা ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
১৬ এপ্রিল ২০২৪, ০২:৩২

বাড়ির দরজা খুলতেই মেজাজ হারালেন অভিনেত্রী
ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। এমনিতে বেশ খোলা মনের মানুষ তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েন থাকলেও দমে যাননি এই অভিনেত্রী। সবকিছু পেরিয়ে অভিনয়ে ঠিক নিজেকে এগিয়ে নিয়ে গেছেন তিনি। কিন্তু এবার হঠাৎ কি হলো তার? নিজের বাড়ির দরজা খুলতেই মেজাজ হারালেন শ্বেতা।  সম্প্রতি বাড়ি থেকে বেরোতে গিয়ে রেগে যান শ্বেতা। কখনও কখনও মায়ানগরীতে পাপারাজ্জিদের উপদ্রবে তারকাদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়। পেশাগত কারণে বেশিরভাগ সময়ই বিষয়টিকে সুন্দর ভাবে নিয়ন্ত্রণ করেন তারকারা। আবার কখনও কখনও ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ঘটে বিপত্তি। ঠিক যেমনটা হলো শ্বেতার সঙ্গে। নিজ বাড়ির দরজা খুলে বাইরে বের হতেই পাপারাজ্জিদের ওপর মেজাজ হারালেন এই অভিনেত্রী।   বাড়ির লোহার দরজা খুলতেই শ্বেতা দেখেন, বাইরে ভিড় জমিয়েছেন পাপারাজ্জিরা। তাদের দেখা মাত্রই অভিনেত্রী প্রশ্ন করেন— কে আপনারা? কোথা থেকে এসেছেন?  অভিনেত্রীকে পোজ দিতে অনুরোধ করতেই আরও বিরক্ত বোধ করেন তিনি। এমনকি কোনো পোজ না দিয়েই খানিক রেগেই দরজা বন্ধ করে ভিতরে ঢুকে যান শ্বেতা।  শ্বেতার ব্যক্তিগত জীবন বরাবর বিতর্কিত। বিয়ে, প্রেম, সংসার, সন্তান নিয়ে বেশ চর্চিত হয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। একাধিকবার সমালোচনার মুখে পড়লেও নিজেকে সামলে এগিয়ে গেছেন তিনি।  বর্তমানে দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার শ্বেতার। গত বছরই বড় পর্দায় অভিষেক হয়েছে তার মেয়ে পলকের। এবার রোহিত শেট্টির ‘সিংঘাম এগেইন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে মা শ্বেতাকেও।     সূত্র : আনন্দবাজার   
১৩ এপ্রিল ২০২৪, ০৯:৫২

গৌরনদীতে বাসচাপায় প্রাণ হারালেন শ্যালক-দুলাভাই
বরিশালের গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।  মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইল্লা বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন উজ্জ্বল সরদার (২৭) ও দ্বীন ইসলাম (১৮)।  নিহত উজ্জ্বল সরদারের বাড়ি উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এবং তার শ্যালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গুয়াখোলা গ্রামের বাসিন্দা দ্বীন ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা। তিনি বলেন, ঈদের ছুটি কাটাতে দুলাভাই উজ্জ্বল তার শ্যালক দ্বীন ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।  খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ পার্শ্ববর্তী ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসটি জব্দ করে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছে।
১০ এপ্রিল ২০২৪, ১৩:১২

শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এতদিন রাজত্ব করেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আসরে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করেছেন টাইগার এই পেসার। এতে ফ্র্যাঞ্চাইজি লিগটির সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ ফিজের দখলেই ছিল। অবশেষে কাটার মাস্টারকে সেটি হারাতে হলো।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট টাইটান্স। এই ম্যাচে এক উইকেট শিকার করেন মুহিত শর্মা। এতে ফিজের সমান ৭ উইকেট হয় তারও। ফলে ইকোনোমিতে দ্য ফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন মুহিত। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে নিজের করা প্রথম দুই ওভারেই ৪ উইকেট শিকার করেন ফিজ। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি। পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেন ফিজ। গুজরাটের বিপক্ষে ৪ ওভারে খরচ করেন মাত্র ৩০ রান। শিকার করেন জোড়া উইকেট। এ ছাড়া তৃতীয় ম্যাচে ৪৭ রান খরচায় নেন এক উইকেট। সবমিলিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশি এই পেসার। এদিকে চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে মঙ্গলবার দেশে ফেরেন ফিজ। এই কাজ শেষ করতে তার তিনদিন সময় লাগবে। তাই নিজেদের আগামী ম্যাচে (৫ এপ্রিল) ফিজকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস।
০৫ এপ্রিল ২০২৪, ১৩:১২

প্রেমিকের আশায় স্বামী-সন্তান সব হারালেন গৃহবধূ, অতঃপর....
পরকীয়ায় মগ্ন হয়ে সংসার ভাঙার পর বিয়ের দাবিতে প্রেমিক রাসেলের বাড়িতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অনশন শুরু করেছে এক নারী। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার পুটিমারী গ্রামে প্রেমিকের বাড়ির সামনে অনশন করতে দেখা যায় ওই নারীকে। রাসেলের সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের পুটিমারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।        জানা যায়, কচুয়া ইউনিয়নের এক ব্যক্তির সঙ্গে পাঁচ বছর আগে সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের ওই নারীর বিয়ে হয়। বিভিন্ন সময়ে স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাসেল ওই নারীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ সম্পর্ক করে আসছিলেন। সম্প্রতি রাসেলকে ওই নারীর শ্বশুরবাড়ির লোকজন ধরে ফেলে পুলিশে সোপর্দ করেন। পুলিশ রাসেলকে সাঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের মাধ্যমে ১৫১ ধারায় গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্বামী নাজের বেপারী সন্তানকে নিজের কাছে রেখে ওই নারীকে তালাক দেন। পরবর্তী সময়ে রাসেল জামিনে বের হয়ে বাড়িতে ফিরে এলে ওই নারীর লোকজন তাকে বিয়ে করার চাপ প্রয়োগ করেন। কিন্তু রাসেল বিয়ে না করতে তালবাহানা করতে থাকেন। অবশেষে বিয়ের দাবিতে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল থেকে রাসেলের বাড়ির উঠানে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই নারী। অবস্থা বেগতিক দেখে রাসেল সরকার ও তার পরিবার বাড়িঘরে তালা ঝুলিয়ে পালিয়েছেন।   ভুক্তভোগী ওই নারী বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছিল রাসেল। তার কারণে আমার ঘর ভেঙেছে। সে কারণে বিয়ের দাবিতে অনশনে বসেছি। এ বিষয়ে মুক্তিনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য শ্রী পরিমল চন্দ্র বর্মন বলেন, বৃহস্পতিবার (২৮ মার্চ) খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখি রাসেল ও তার পরিবারের কেউই নেই। তাই নিরাপত্তার কথা ভেবে রাতে ওই নারীকে রাসেলের চাচার বাসায় রেখে এসেছি। বিষয়টি সমাধানে উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে। 
৩০ মার্চ ২০২৪, ১১:২৮

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ
ময়মনসিংহে ‘মহুয়া’ ট্রেনের নিচে কাটা পড়ে মো. আব্দুল করিম (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নগরীর কৃষ্টপুর মসজিদ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এ তথ‍্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কদ্দুছ। তিনি বলেন, নিহতের বসতঘর রেললাইনের পাশেই। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক‍্যজনিত রোগে ভুগছিলেন। দুপুরে তিনি ঘর থেকে বের হয়ে ‘মহুয়া’ ট্রেনে কাটা পড়ে মারা যান। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
১৯ মার্চ ২০২৪, ১৪:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়