• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আসলাম, সম্পাদক হাবিব
বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। মাহবুবুল বারি আসলাম সভাপতি ও মো. হাবিবুর রহমান আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সোহরাফ হোসেন মামুন সন্ধ্যার পরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কার্যনির্বাহী কমিটির ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদ পেয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পেয়েছে সহ-সভাপতিসহ তিনটি পদ। বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৯টা হতে বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত ভোট নেওয়া হয়। মোট ৩০০ জন ভোটারের মধ্যে ২৮৮ জন আইনজীবী তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। সন্ধ্যার পরে প্রধান নির্বাচন কমিশনার মো. সোহরাফ হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মাহবুবুল বারি আসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান আকন। সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন তিনজন যথাক্রমে মিজানুর রহমান মজনু, জাবির হোসেন ও মো. মোহসিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তিনজন যথাক্রমে আবদুল্লাহ আল মামুন, টিটপ কুমার রায় বিটুল, ইসহাক হোসেন বাচ্চু। মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা নাতাশা, গ্রন্থাগার সম্পাদক মো. কবির হোসেন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক জাকির খান বশির, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আঞ্জুমান আরা লুইস, সদস্য তিনজন যথাক্রমে আক্তারুজ্জামান বাবুল, মাহিন মেহেরাব অনিক ও আহাদ রহমান জিতু।
০৫ এপ্রিল ২০২৪, ২৩:৩২

এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমণি
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্যারিয়ারজুড়েই সমালোচনার মুখে পড়েছেন তিনি। কখন বিয়ে-বিচ্ছেদ কাণ্ডে কখনও বা আবার জেলে গিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন। এবার জেলের সেই অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমণি।    একুশে বইমেলায় ইতোমধ্যে বেশ কয়েকজন তারকার বই এসেছে। এদের মধ্যে রয়েছেন— আশনা হাবিব ভাবনা, পুতুল, বিদ্যা সিনহা মিম, শানারেই দেবী শানুসহ আরও অনেকেই। অন্যদিকে জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন ডা: সাবরিনা। চলতি বছর বইমেলায় এসেছে তার গ্রন্থটি। এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পরীমণি।  সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জেলখানার নানান বিষয় নিয়ে কথা বলেন পরীমণি। অভিনেত্রী বলেন, কেন জেলে গিয়েছিলেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয় তার কাছে। তবুও জেলজীবনের অভিজ্ঞতা কেমন ছিল, সেটা নিয়ে বই লিখবেন। যেখানে কারাবাসের দিনগুলোর গল্প তুলে ধরবেন এই চিত্রনায়িকা।   তিনি আরও বলেন, আমি কাউকে খুন করিনি, জঙ্গি হামলা করিনি, আমার বাসায় কোনো বোমা ছিল না। আমি আসলে কী করেছি এটাই জানি না। ভালো বিষয় হলো, এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছি। পরীমণির ভাষ্য, একটু স্ট্রেট ফরোয়ার্ড বলে হয়তো আমার সঙ্গে এমনটা হচ্ছে। তবে এখন আমি জানি মানুষ কী পছন্দ করে আর কী পছন্দ করে না। মানুষ চায় নিজের গলাবাজির নিচে সবার গলাবাজি থাকুক। সবাই চায় আমি আস্তে কথা বলি, অন্যেরা যা চায় সেটা করি। সমাজের চাপানো কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চললেই তুমি লক্ষ্মী মেয়ে। নেটদুনিয়ায় সমালোচনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমাকে নিয়ে যত নেগেটিভ কথা হয়েছে, ঠিক ততটুকু পজিটিভ কথাও হয়েছে। আমি যখন জেল থেকে বের হওয়ার পর মানুষজন আমাকে অনেক সাপোর্ট করেছে। তাদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক না থাকলেও তারা আমার কাজের জন্যই পাশে দাঁড়িয়েছিল।   
১২ মার্চ ২০২৪, ১৬:১২

মাতৃভাষা দিবস নিয়ে ভাবনার আবেগঘন পোস্ট
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সরব এই অভিনেত্রী। শুধু অভিনয় নয়, লেখালেখি ও নাচেও বেশ পারদর্শী তিনি। ভাবনা ছবিও আঁকেন দারুণ। বলা যায়, বহু গুণে গুণান্বিত এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকেন ভাবনা। যে কোনো বিষয়েই নিজের মতামত কিংবা অনুভূতি প্রকাশ করতে ভোলেন না তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।   বুধবার (২১ ফেব্রুয়ারি) দেশজুড়ে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ভাবনা।    পাঠকদের সুবিধার জন্য ভাবনার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— সাফিয়া খাতুন, ফজিলাতুন্নেসা, ড: হালিমা খাতুন, প্রতিভা মুতসুদ্দি, সুফিয়া আহমেদ, সুফিয়া ইব্রাহিম, মমতাজ বেগম, সোফিয়া খান, রওশন আরা বাচ্চু, জুলেখা নুরী, সারা তাইফুর, রানি ভট্টাচার্য, ড: সুফিয়া খাতুন ও শামসুন্নাহার। একুশে ফেব্রুয়ারি, ১৯৫২। পুলিশের ব্যারিকেডকে পরোয়া না করে ১৪৪ ধারা ভেঙে বাংলার যে মহীয়সীরা প্রথম এগিয়ে যায় আমতলার দিকে, ইতিহাসের পাতায় স্বর্ণোজ্জ্বল থাকুক তাদের নাম। আমরা তোমাদের ভুলব না...।     প্রসঙ্গত, এবারের একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে ভাবনার লেখা ‘কাজের মেয়ে’। এছাড়া অভিনেত্রীর উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে— ‘গুলনেহার’, ‘তারা’এবং ‘গোলাপী জমিন’। অন্যদিকে অভিনেত্রীর কবিতার বইয়ের নাম— ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’।     
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৪

এবার ছোট পর্দা মাতাবেন ইলিয়াস কাঞ্চন
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। রুপালি পর্দায় এখন আর আগের মতো নিয়মিত না হলেও এবার ছোট পর্দা মাতাবেন ইলিয়াস কাঞ্চন।    শনিবার (৩ ফেব্রুয়ারি) ‘রূপান্তর’ নামের একটি নাটকে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে। দীর্ঘদিন পর টিভি নাটকে অভিনয় করেছেন এই চিত্রনায়ক।    সুজাত শিমুলের রচনা এবং শুভ্র আহমেদের নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।   নাটকের গল্পে দেখা যাবে, কামরান আহমেদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ ও নাতনিকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর কামরানের ভীষণ আক্ষেপ। কারণ কারও মধ্যেই কোনো শৃঙ্খলা নেই। তিনি সব সময় ভাবতেন, পরিবারের সবাই যদি শৃঙ্খলায় থাকত! কিন্তু এখন সেটা কী করে সম্ভব? সবাই তো অনেক বড় হয়ে গেছে!     একদিন সকালে ঘুম থেকে জেগে উঠে নিজেকে একজন শাসকের বেশে দেখতে পান কামরান। হাতে লাঠি নিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করেন। সৈন্যদের মতো সিঙ্গেল লাইনে দাঁড় করান সবাইকে। এর পরই ঘটে নানান নাটকীয় ঘটনা।  প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন ছাড়া এতে আরও অভিনয় করেছেন— মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নূপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার। বিটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত নাটক ‘রূপান্তর’।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮

আমার কোনো প্রেমিক নেই, বিয়ে নিয়েও ভাবছি না
এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শুধু ছোট পর্দা নয়, বড় পর্দাতেও সরব উপস্থিতি রয়েছে লাস্যময়ী এই অভিনেত্রীর। পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা এবং নাচেও বেশ পারদর্শী তিনি। বহু গুণে গুণান্বিত ভাবনা জীবন নিয়ে খুব একটা চিন্তিত নন। নিজের আপন গতিতেই চলছেন তিনি। এদিকে সমসাময়িক সময়ের অনেক তারকাই বিয়ে করে সংসারে মনোনিবেশ করেছেন। কিন্তু সিঙ্গেলই রয়ে গেছেন এই অভিনেত্রী। এমনকি কোনো প্রেমিকও নেই বলে জানিয়েছেন তিনি। কয়েকবছর আগে এক নির্মাতার সঙ্গে নিজের প্রেমের খবর জানালেও বর্তমানে নাকি কারও সঙ্গেই প্রেম করছেন না ভাবনা। সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।   কারও সঙ্গে এখন প্রেম করছেন কি না প্রশ্নের জবাবে ভাবনা বলেন, প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত। নতুন বছরে দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব। বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনেই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। তাছাড়া পরিবার থেকেও এখন বিয়ে নিয়ে কোনো চাপ নেই। প্রসঙ্গত, ২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ভাবনা। সম্প্রতি অভিনেত্রী যুক্ত হয়েছেন ‘চারুলতা’ নামে নতুন একটি সিনেমায়। পাশাপাশি ‘পায়েল’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’। 
২৪ জানুয়ারি ২০২৪, ১৯:১৯

বইমেলায় ভাবনার ‘কাজের মেয়ে’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনা। বড় পর্দাতেও সরব উপস্থিতি রয়েছে এই অভিনেত্রীর। মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাচেও বেশ পারদর্শী তিনি। শুধু তাই নয়,  ভাবনা ছবিও আঁকেন দারুণ। বলা যায়, গুণে গুণান্বিত এই অভিনেত্রী।    সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকেন ভাবনা। যে কোনো বিষয়েই নিজের মতামত কিংবা অনুভূতি প্রকাশ করতে ভোলেন না তিনি। এবার নতুন বইয়ের কথা  জানালেন ভাবনা।     মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর বেলায় নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভাবনা। ক্যাপশনে কিছু সুন্দর লাইন লেখার পাশাপাশি হ্যাশট্যাগে লিখেছেন ভাবনার নতুন বইয়ের নাম ‘কাজের মেয়ে’।     পাঠকদের সুবিধার জন্য ভাবনার পোস্টটি হুবহু তুলে ধরা হলো— ফুল প্রতিরাতে স্বপ্ন দেখে, স্বপ্নে গর্ভবতী ফুল উঁচু পাহাড় থেকে সূর্যমুখী ফুল দেখতে দেখতে পরে যায়।  স্বপ্ন শাস্ত্র বলছে, ঘুমের মধ্যে অনেক সময় কোনো উঁচু পাহাড় বা পর্বত থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখি আমরা। এই স্বপ্ন দেখলে বুঝতে হবে যে ব্যক্তিকে শিগগিরই কোনো সমস্যার মুখে পড়তে হতে পারে।   আমার গল্পের প্রধান চরিত্র ফুল কি সমস্যায় পড়তে যাচ্ছে তা কেবল মালিক আর প্রকৃতিই বলতে পারবে।  এই প্রতিরাতের স্বপ্ন দেখাই সর্বনাশের কারণ হবে তার!  #কাজেরমেয়ে, আসছে বইমেলায়।  প্রসঙ্গত, ভাবনার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে— ‘গুলনেহার’, ‘তারা’এবং ‘গোলাপী জমিন’। অন্যদিকে অভিনেত্রীর কবিতার বইয়ের নাম— ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’।  
২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪৫

মোশাররফ করিমকে ভাবনার চিঠি
মোশাররফ করিমের নাটক কিংবা সিনেমা মানেই হিট। অভিনেতার ভক্তরাও মুখিয়ে থাকেন তার নতুন নতুন সব কাজের জন্য। বাংলাদেশ, ভারতসহ পাঁচটি দেশে একসঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘হুব্বা’।  শুক্রবার (১৯ জানুয়ারি) দেশের ৬৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হুব্বা’। একই দিনে সিনেমাটি রিলিজ হয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও আরব আমিরাতে। এটি নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা-নির্মাতা ব্রাত্য বসু।  আরও পড়ুন : শোয়েবকে বিয়ে করার আগে কার স্ত্রী ছিলেন সানা   হুব্বায় অভিনয় করে দর্শকমহলের পাশাপাশি অভিনয়শিল্পীদেরও প্রসংশা কুড়িয়েছেন মোশাররফ করিম। রীতিমতো মুগ্ধ করেছে সবাইকে তার অভিনয়। সিনেমাটি দেখার পর ফেসবুকে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন শোবিজ তারকারা। পিছিয়ে নেই অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও। মোশাররফ করিমের অভিনয় দেখে প্রশংসার পাশাপাশি তাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠিও লিখেছেন তিনি।      পাঠকদের সুবিধার জন্য ভাবনার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— প্রিয় মোশাররফ করিম, গতকাল ‘হুব্বা’ দেখছি। আমি সিনেমা হলে গিয়ে দেখি, দায়িত্ব নিয়েই দেখি। মোশারফ করিম আমাদের সকলের প্রিয় অভিনেতা, আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল একদম বাবা-মেয়ের মতোন, আমি সবসময় আমার বাবার চেহারার সঙ্গে এই লোকটার চেহারার মিল পাই। গতকাল হলে গিয়েও বারবার তাই মনে হচ্ছিল, বাবা মেয়ের যেমন অকারণে অভিমান হয় আমাদেরও হয়তো তাই হয়েছিল। তা-ও অন্য লোকের কারণে, ছোট ছিলাম, আবেগ ছিল ভয়ংকর, তাই রাগও করেছিলাম অনেক, সেও বাবার মতো করেই আমার সব কথা চুপ করে শুনেছে। বাবার মতোই কিছুই বলেনি। বড় মানুষ এমনই হয়। আরও পড়ুন : রাশমিকার আপত্তিকর ভিডিও, অভিযুক্ত গ্রেপ্তার   শোনো তোমাকে বলছি— ‘হুব্বা’ হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা। তুমি জানো তুমি কত বড় অভিনেতা? একের পর এক সিনেমা করো। কারণ, তুমি ১০০ তে ২০০। আর আমি আবার জিতে গেলাম, আমার কোনো সিনেমা হলে গিয়ে তুমি দেখে আমাকে একটা ফোনও করোনি, যদিও রিলিজই হয়েছে মোটে দুইটা। অনেক ভালোবাসা, কালকে হলে তোমাকে দেখে যেমন খুশি হয়েছি তেমনি মনটাও খারাপ হয়েছে। তোমাকে অনেক দিন দেখি না, আড্ডাও হয় না। আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি, পরে আমার চেহারা চিনতে অসুবিধা হবে। ইতি, ভাবনা।
২১ জানুয়ারি ২০২৪, ১৫:২৯

বর্তমান কমিশন ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে: ইসি হাবিব
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বর্তমান কমিশন ভবিষ্যতে সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ইসি মো. আহসান হাবিব বলেন, আমরা ইমানের সঙ্গে কাজ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সফল হয়েছি। স্ট্যান্ডার্ডে পৌঁছেছি, এ স্থান থেকে চাইলেই কেউ নামতে পারবে না। আমাদের কার্যক্রম ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে আরেক নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেন, আমরা একটি ভালো নির্বাচন করতে চেয়েছিলাম, সরকারসহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করেছে। সবাই একসুরে সুন্দর নির্বাচনের জন্য কাজ করায় তা সফল হয়েছে। এখন মান সম্মানের সঙ্গে চলে যেতে পারবো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এবং আনিছুর রহমান। সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।  এ সময় নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৪

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করছে কমিশন : ইসি আহসান হাবিব
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, এখন পর্যন্ত সারাদেশ থেকে যে খবর পাচ্ছি তাতে ভোট সুন্দর পরিবেশে হচ্ছে। আশা করি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে। ঢাকা শহরে ভোটার উপস্থিতি একটু কম, সেটা বরাবরই কম থাকে। কিন্তু গ্রামে প্রচুর ভোটার। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা। রোববার (৭ জানুয়ারি) সকালে মিরপুর ক্যান্টনমেন্ট ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ মন্তব্য করেন। আহসান হাবিব খান বলেন, আমি ভোটারদের বলবো আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আমরা কমিশনের পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করেছি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। তারা ভোটারদের সব ধরনের সহযোগিতা করছেন।   যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন তাদেরকে বলবো, আপনারা সততা ও নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন, পক্ষপাতের অভিযোগ পেলে আমরা কঠোর ব্যবস্থা নেবো। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়