• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
হাতিয়ায় দেখা মিলল বিষধর ‘ইয়েলো-বেলিড সি স্নেক’
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সৈকতে বিরল প্রজাতির ‘ইয়েলো-বেলিড সি স্নেকের’ (বিষধর সাপ) দেখা মিলেছে। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কমলার দিঘি সমুদ্র সৈকতে সাপটি দেখা যায়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন। উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন জানান, বুধবার (২৪ এপ্রিল) বিকেলে দিকে তানিম নামে এক যুবক ঘুরতে যান উপজেলার চরঈশ্বর ইউনিয়নের কাজির বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে। ওই সময় তিনি সাপটি দেখতে পান। বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানিয়েছি। এরপর ওই সাপের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জেনেছি। এটি একটি বিষাক্ত সাপ। উভচর প্রাণী হিসেবে বিভিন্ন প্রজাতির সাপ জলে ও স্থলে প্রায় সময় দেখা যায়। তবে এ প্রজাতির সাপ বিরল। এগুলো এই অঞ্চলে তেমন দেখা যায় না। ‘ইয়েলো বেলিড সি স্নেক’ সাপটি সন্ধ্যার দিকে উপকূলে উঠে মানুষের আনাগোনা দেখে আবার সাগরে চলে যায়।
৪ ঘণ্টা আগে

হাতিয়ায় দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
নোয়াখালীর হাতিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিহাব নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন। আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৯টার সময় উপজেলা সদরের উত্তর পাশে জাহাজমারা-নলচিরা প্রধান সড়কে এই ঘটনা ঘটে।  নিহত সিহাব জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের মাইন উদ্দিনের ছেলে। সে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র। এই ঘটনায় আহত আরো চারজন হলো কাজল হোসেন, আব্দুল ইসলাম, রিপন, সাকিব। স্থানীয়রা জানান, দুটি মোটার সাইকেল বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৫ জন গুরতুর ভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদ সাইফুল্লাহ জানান, নিহত সিহাবের বুকে আঘাত পাওয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন অংশে ছিড়ে গিয়ে রক্ত ক্ষরণ হতে দেখা যায়। আহত চার জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহাম্মেদ বলেন, আমাদের টিম হাসপাতালে অবস্থান করছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  
১০ এপ্রিল ২০২৪, ০০:৫৮

হাতিয়ায় কালবৈশাখীর তাণ্ডবে শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ি লন্ডভন্ড
হাতিয়ায় ৩০ মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে কলেজ, মাদরাসাসহ অনেক ঘরবাড়ি। রোববার (৭ এপ্রিল) সকাল ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ২০মিনিট পর্যন্ত তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। ঝড়ের সময় গোটা হাতিয়া রাতের মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এ সময় বিচ্ছিন্ন হয়ে যায় উপজেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে সড়ক যোগাযোগসহ বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে যায়। এ ছাড়াও প্রচুর বৃষ্টির কারণে জনজীবনে সৃষ্টি হয় চরম দুর্ভোগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১টা ৫০ মিনিটের সময় সৃষ্ট ঝড়ো হাওয়ায় উপজেলার অন্যান্য ইউনিয়নের গ্রামগুলোর বসতবাড়ির ঘরে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার।  এ ছাড়াও উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব চরচেঙ্গা মানিক বাজারে অবস্থিত সোনাদিয়া মডেল নূরানী মাদরাসা ভেঙে গেছে। এ বিষয়ে সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসা ম্যানেজিং কমিটি সভাপতি  আবুল হাসেম জানান, ঝড়ে মাদরাসার  ক্ষয়ক্ষতির খবর পেয়ে আমি তাৎক্ষণিক মাদরাসায় যাই। গিয়ে দেখি পুরো মাদরাসা ভেঙে ঝড়ে উড়িয়ে ধানখেতে নিয়ে ফেলেছে।  জানা যায়, উপজেলার বুড়িরচর ইউনিয়নে অবস্থিত হাতিয়া ডিগ্রি কলেজের টিনের চাল, বিভিন্ন জায়গার বসতঘর ও মসজিদের টিন উড়িয়ে নিয়ে লন্ডভন্ড করে দিয়েছে এ কালবৈশাখী ঝড়।  হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শারফুদ্দিন বলেন, ঝড়ে কলেজগেট ক্ষয়ক্ষতির খবর পেয়ে আমি তাৎক্ষণিক কলেজে গিয়ে দেখি শ্রেণিকক্ষের টিনের চাল ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।
০৭ এপ্রিল ২০২৪, ২০:২৯

হাতিয়ায় ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, বন্ধ করলেন এসিল্যান্ড
হাতিয়ায় এস্কেভেটর (ভেকু) মেশিনে তিন ফসলি জমির বিক্রি হওয়া মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। এতে আশপাশের ক্ষতিগ্রস্থ বসতি পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে হাতিয়ার এসিল্যান্ড সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। শনিবার (৬ এপ্রিল) দুপুরে সোনাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাইজচরা গ্রামের নুরউদ্দিন মার্কেট সংলগ্ন সরকারি গোপটের পাশে এ ঘটনাটি ঘটে। সরেজমিনে দেখা যায়, সরকারি গোপটের পাশে বসবাসকারি সাধারণ নিম্ন আয়ের মানুষের ঘর সংলগ্ন জায়গা থেকে ভেকু মেশিন দিয়ে গত দুই দিন ধরে মাটি উত্তোলন করে বিশাল আকারের গর্ত সৃষ্টি করে ফেলে। এতে বসবাসকারি লোকজনের মধ্যে বর্ষা মৌসুমে ঘর ধসে পড়ার আতঙ্ক সৃষ্টি হয়। অন্যদিকে বসবাসরত পরিবার গুলোর চলাচলের রাস্তা ভেঙ্গে নষ্ট করে ফেলে। এমতাবস্তায় স্থানীয় বসবাসকারি নারী পুরুষ জড়ো হয়ে তাদেরকে বাঁধা দিলেও তারা তা উপেক্ষা করে মাটি উত্তোলন অব্যাহত রাখে। শনিবার দুপুর ১২ টায় অব্যাহত মাটি কাটার বিরুদ্ধে স্থানীয় লোকজন হাতিয়া উপজেলা ভূমি কর্মকর্তাকে (এসিল্যান্ড) মোবাইল ফোনে জানালে এসিল্যান্ড সরেজমিনে গিয়ে তা বন্ধ করে দেন। ভবিষ্যতে যেন এখান থেকে আর মাটি কাটতে না পারে তার জন্য স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়। এতে বসবসরত সাধারণ মানুষের স্বস্তি ফিরে আসে। ঘটনার বিবরণে জানা যায় স্থানীয় আবদুল হাই মাঝির ছেলে বেলাল এখানকার প্রতি হাজার মাটি ২২০০ টাকা করে ২ লাখ মাটি ৪ লাখ ৪০ হাজার টাকার মাটি পাশের একটি ইটভাটায় বিক্রি করার চুক্তি করেন। চুক্তি মোতাবেক বেলাল গত দুই দিন থেকে এখানে মাটি কাটা শুরু করেছে। এ বিষয়ে সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এটি ব্যক্তিমালিকানার জমি হলেও যেহেতু বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এখন মাটি কাটা বন্ধ থাকবে।   হাতিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম ছারোয়ার জানান, সরকারি গোপট পাশে বসবাসকারি মানুষের অভিযোগের ভিত্তিতে এখানে মাটি কাটা নিষিদ্ধ করা হয়েছে এবং কেউ যেন আর এখানে মাটি কাটতে না পারে এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
০৬ এপ্রিল ২০২৪, ২১:৩৭

হাতিয়ায় হেলমেট বাহিনীর তাণ্ডব, ব্যবসায়ীর দোকান ভাঙচুর
সবার মাথায় হেলমেট, হাতে দেশীয় অস্ত্র। ৩০-৪০ জনের একটি দল। মোটরসাইকেলযোগে বাজারে এসে থামেন। গভীর রাত, কিছু বুঝে উঠার আগেই একটি নির্মাণাধীন ভবন ভেঙে চুরমার করে দেন। বড় বড় হ্যামার ও হাতুড়ির আঘাতে মুহূর্তে ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় নির্মাণ করা ভবনটি। হাতুড়ি ও হ্যামার দিয়ে ভবন ভাঙার আওয়াজে সবাই ঘুম থেকে জেগে উঠেন।  বাজারের পাশে বসবাস করেন দোকানের মালিক। ভবন ভাঙচুরের আওয়াজ শুনে সবার মত ছুটে  আসেন দোকানের মালিক ও পরিবারের সদস্যরা। এ সময় পিটিয়ে আহত করা হয় পরিবারের তিন নারী সদস্যকে। পরে আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। লোমহর্ষক এ ঘটনাটি ঘটে নোয়াখালী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে। এ ঘটনায় সোমবার রাতে হাতিয়া থানায় একটি মামলা করা হয়েছে। ভাঙচুর করা ভবনের মালিক সেন্টার বাজারের প্রবীণ ব্যবসায়ী হাজী আলী আহাম্মদ বাদী হয়ে এ মামলা করেন। এর আগে রোববার রাতে এ ঘটনা ঘটে। হাজী আলী আহাম্মদ জানান, এরা ভাড়াটে সন্ত্রাসী। সবার সঙ্গে অস্ত্র ছিল। আমি ও আমার ছেলেরা আওয়াজ শুনে এগিয়ে এলেও অস্ত্রের মুখে দাঁড়াতে পারিনি। কিন্তু সন্ত্রাসীরা আমার ছেলের বউ ও আমার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে। ঘটনার সময় জাহাজমারা পুলিশকে বারবার কল করেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আসে। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই ঘটনায় তার ভাই ইসমাইলসহ বাজার কমিটির দায়িত্বশীল অনেকে জড়িত বলে দাবি করেন তিনি।  স্থানীয়রা জানান, হাজী আলী আহাম্মদের সঙ্গে তার ভাইদের জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার তাদের মালিকানা নিয়ে গ্রাম্য সালিশ বৈঠক হয়। নতুন এ ভবন ভাঙচুরের ঘটনা পূর্বের বিরোধের কারণে ঘটেছে বলে অনেকে ধারণা করছেন। রোববার রাতে বাজার পাহারার দায়িত্বে থাকা জাহের উদ্দিন জানান, ৩০-৪০ জনের একটি দল। সবাই হেলমেট  ও মুখোশ পরা ছিল। কেউ ভয়ে তাদের সামনে আসতে সাহস পায়নি। দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে। সম্পূর্ণ ভবন ভেঙে ফেলা পর্যন্ত তারা বাজারে অবস্থান করেন। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশ আসেন। এ ব্যাপারে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সরকার বলেন, আমরা ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে যায়। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২৭ মার্চ ২০২৪, ১২:০৫

হাতিয়ায় জেলেপল্লিতে সুইডেনের রাজকন্যা
নোয়াখালীর হাতিয়ার জেলেপল্লি পরিদর্শন করেছেন সুইডেনের (ক্রাউন প্রিন্সেস) রাজকন্যা ভিক্টোরিয়া।  বুধবার (২০ মার্চ) সকাল ৭টার সময় বুড়িরচর ইউনিয়নের জেলেপল্লি পরিদর্শন করেন তিনি। এর আগে তাকে বহনকারী হেলিকপ্টার সকাল সাড়ে ৬টার সময় কালিরচর গ্রামে নির্ধারিত হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় তাকে হেলিপ্যাডে ফুল দিয়ে স্বাগত জানান সংসদ মোহাম্মদ আলী ও সাবেক সংসদ আয়েশা ফেরদাউস। পরে তিনি কালিরচর গ্রামের বেড়িবাঁধের বাহিরে জেলেপল্লি পরিদর্শন করেন। এ সময় জেলেদের জীবনমান নিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। পরে পাশের একটি গুচ্ছগ্রাম পরিদর্শন করেন তিনি। গুচ্ছগ্রামে বসবাস করা গৃহিণী ও গৃহকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে সিপিসির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুর্যোগকালীন একটি মহড়া দেখেন তিনি। মহড়ার মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন সময় আঘাত হানা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয় রাজকন্যাকে। সবশেষ রাজকন্যা ভিক্টোরিয়া কালিরচর গ্রামে নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। আশ্রয়কেন্দ্রে পূর্বেই অবস্থান করা জেলে, কামার, কৃষক ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে কথা বলেন।  এ সময় আরও উপস্থিত ছিলেন- হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।  রাজকন্যাকে হাতিয়ার নদীভাঙন, বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় ও দুর্যোগের বিভিন্ন স্থির চিত্র দেখানো হয়। পরে সকাল ১০টার সময় হেলিকপ্টার যোগে তিনি ভাসানচরের উদ্দেশ্যে চলে যান।
২০ মার্চ ২০২৪, ১২:৪৯

হাতিয়ায় পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা 
জাতিসংঘের ইউএনডিপির শুভেচ্ছাদূত সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পৌঁছেছেন।  বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ৬টায় বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল এলাকার হেলিকপ্টার থেকে অবতরণ ক‌রেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন। তিনি বলেন, প্রিন্সেস ভিক্টোরিয়ার আগমনে আমরা খুবই আনন্দিত। আমরা মনে করে তার এ পরিদর্শন আগামীর হাতিয়ার জন্য বিশাল ভূমিকা রাখবে। এই উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান অবলোকন, এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দুর্যোগ কবলিত চ্যালেঞ্জগুলো প্রিন্সেস ভিক্টোরিয়া পরিদর্শন করবেন।  নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাষ্ট্রীয় অতিথি হাতিয়ায় আগমন উপল‌ক্ষে বিভিন্ন স্থানে প্রায় ২০০ পুলিশ মোতায়েন করেছে। পাশাপাশি র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী জানান, সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া সকাল সাড়ে ৬টায় হেলিকপ্টারে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে নেমেছেন। আমরা ফুল দিয়ে স্বাগত জানিয়েছি। হাতিয়ায় কার্যক্রম শেষে ৯টায় ভাসানচরে যান তিনি।  এ সময় ক্রাউন প্রিন্সেসকে হেলিপ্যাডে স্বাগত জানান নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। উল্লেখ্য, ১৮ থেকে ২১ মার্চ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করছেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। তার এ সফরের অংশ হিসেবে ২০ মার্চ সকাল সাড়ে ৬টায় তি‌নি বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল এলাকার হেলিকপ্টার থেকে অবতরণ ক‌রেন। 
২০ মার্চ ২০২৪, ১২:১২

হাতিয়ায় খালের ওপর নির্মিত ভবন ভেঙ্গে দিলো মেয়র
নোয়াখালী হাতিয়া উপজেলা সদরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় খালের ওপর নির্মাণাধীন তিনটি ভবন ভেঙ্গে দেওয়া হয়েছে।  শনিবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে হাতিয়া পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্যা।  উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে হাতিয়া পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের কমিশনার ও উচ্ছেদের কাজে অংশ নেওয়া শ্রমিকরা জড়ো হন। পরে তারা হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কের পাশে খালের ওপর অবৈধ ভাবে নির্মিত তিনটি ভবন সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেন।  হাতিয়া পৌরসভার প্রধান নির্বাহী খালেদুজ্জামান জানান, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ীরা মার্কেটের পাশে আরও একটি ভবন তৈরি করেন। সেই ভবনের সামনের অংশে খালের ওপর তারা পেছনের মার্কেটের ন্যায় ভবন নির্মাণ করছেন। সরকারী জায়গায় ভবন নির্মাণের কোনো অনুমতি তাদের ছিল না। এজন্য উচ্ছেদ অভিযান করে খালের ওপর নির্মিত নতুন এই স্থাপনা সম্পূর্ণ ভেঙ্গে দেওয়া হয়েছে।  এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনা কালে ওচখালী-নলচিরা প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। উৎসক জনতা রাস্তার পাশে দাড়িয়ে এই দৃশ্য দেখতে খাকেন। প্রায় শতাধিক শ্রমিকের ভবন ভাঙ্গার এই কাজ চলে দুপুর পর্যন্ত।  
১৬ মার্চ ২০২৪, ১৩:১৩

হাতিয়ায় বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকার একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ঘরে থাকা ঘুমন্ত ললিতা বালা দাস (৮০) নামের এক বৃদ্ধা নারীসহ পুড়ে ছাই হয়েছে বসতঘরটি। শনিবার (৯ মার্চ) ভোরে হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কালিমন্দির এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত ললিতা বালা দাস ওই এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী। তার ২ ছেলে দেশের বাইরে থাকার কারণে তিনি ঘরে একা থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ললিতা বালার দুই ছেলে স্ত্রী-সন্তান নিয়ে ওমান থাকেন। প্রতিদিনের ন্যায় রাতে খেয়ে নিজের বসতঘরে একা ঘুমিয়ে পড়েন তিনি। শনিবার ভোরে স্থানীয় লোকজন তার ঘরে আগুন জ্বলতে দেখে এগিয়ে যান। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসত ঘরসহ ঘুমে থাকা ললিতা বালা পুড়ে কয়লা হয়ে যায়। হাতিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে ঘরের ভেতরে থাকা ওই বৃদ্ধা পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, নিহতের মরদেহের পুড়ে যাওয়া অংশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৯ মার্চ ২০২৪, ১৮:১৫

হাতিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।   শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় সুবর্ণচর উপজেলার চরজুবলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুরের দিকে র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো.গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।   গ্রেপ্তার আবদুল মান্নান (৩২) হাতিয়ার চানন্দী ইউনিয়নের ভূঁইয়ারচর গ্রামের হাজী মোস্তাফার বাড়ির করিমুল মোস্তফার ছেলে।   বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকটিম একজন স্কুল ছাত্রী। ভিকটিমের বাবা এবং ভাই পার্শ্ববর্তী জেলায় কাজকর্ম করায় ওই স্কুল ছাত্রী তার মায়ের সঙ্গে বাড়িতে বসবাস করত। আসামি মান্নান তাদের প্রতিবেশী হয়। ভিকটিম স্কুলে যাওয়া-আসার পথে প্রতিনিয়ত সে উত্ত্যক্ত এবং প্রেম নিবেদন করত।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ভিকটিম তার বসত ঘরের বাইরে বের হন। ওই সময় মান্নান ভিকটিমের মুখ চেপে ধরে টেনে হিঁচড়ে ভিকটিমের ঘরের পাশে থাকা পুকুর পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর শোরচিৎকারে তার মা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। এ ঘটনার ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।    
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়