• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
ব্যাংকের নৈশ প্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা কৃষি ব্যাংকের নৈশ প্রহরী শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) এর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গজরা ইউনিয়নের গজরা এলাকার কৃষি ব্যাংকের ছাদের পিলারের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় সাজ্জাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ।  নিহত শাহাদাত হোসেন সাজ্জাদ গজরা গ্রামের ছামাদ সরকারের ছেলে। শাহাদাতের মা শিরিন বেগম জানান, দুই মাস হলো ব্যাংকে চাকরি করছে। মাত্র এক মাসের বেতন পেল। প্রতিদিন বিকেলে আসে আর সকালে বাসায় ফিরে। তার কোনো শত্রু নেই। কে তার ছেলেকে মেরেছে, তাদের বিচার চান তিনি। কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল এই হত্যাকাণ্ডের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে নারাজ। মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ শহীদ হোসেন জানান, তদন্ত কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অতিরিক্ত পুলিশ সুপার মতলব সার্কেল খায়রুল ঘটনাস্থল পরিদর্শন করেন।  
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩

চেয়ারের সঙ্গে স্ত্রীর হাত-পা বাঁধা, ফ্যানে ঝুলছিল স্বামীর মরদেহ
টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীর হাত-পা বেঁধে চোখের সামনেই আহাদ (২৮) নামে এক যুবক সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।  নিহত আহাদ নাটোর জেলার লালপুল থানার যুগাদা ইশ্বরদী গ্রামের ইউনুছ আলীর ছেলে। পরিবার নিয়ে সে পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। কাজ করতেন প্রাণ আর এফ এল এর উপজেলা বিক্রয় প্রতিনিধি হিসেবে। জানা গেছে, আহাদ তার স্ত্রী লিমা খাতুনকে (২০) নিয়ে ১ মাস যাবত ঘাটাইল পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। তাদের ২ মাস বয়সি একটি ছেলে সন্তানও রয়েছে।  প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জের ধরেই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আহাদ তাদের থাকার ঘরে দরজা দিয়ে স্ত্রী লিমা খাতুনের হাত-পা চেয়ারের সঙ্গে বেঁধে স্ত্রীর সামনেই সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে সাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে আহাদকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে স্ত্রী লিমা খাতুন কোনো মন্তব্য করেনি। ঘাটাইল থানার এস আই রফিকুল ইসলাম জানান, কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তদন্ত করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২০

সাংবাদিকের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি ইউপি চেয়ারম্যানের 
ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে সাংবাদিকের হাত ও পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন তারাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খাদেমুল আলম শিশির। এ সময় ওসির সামনেই অকথ্য ভাষায় গালাগালি করা হয় সংবাদকর্মীদের।  এ ঘটনায় নিরব ভূমিকা পালন করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওয়াজেদ মিয়া।  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে তারাকান্দা থানা কার্যালয়ের অফিস কক্ষে এসব ঘটনা ঘটে।  হুমকির শিকার ওই সংবাদকর্মীর নাম মঞ্জুরুল ইসলাম। তিনি জাগো নিউজ অনলাইন পোর্টালের ময়মনসিংহ প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী সংবাদকর্মী জানান, উপজেলার পলাশকান্দা কান্দাপাড়া গ্রামের বৃদ্ধ জালাল উদ্দিন তার স্ত্রী সন্তান নিয়ে ওই গ্রামে বসবাস করেন। জালাল উদ্দিনের সঙ্গে প্রতিবেশীর ঝগড়া থাকায় আশপাশের সবার বাড়িতে বিদ্যুৎ থাকলেও জালাল উদ্দিনের বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। পারিবারিক বিরোধের কারণে জালাল উদ্দিনের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে দেয় না স্থানীয় একটি প্রভাশালী মহল। বিষয়টি নিয়ে শিশির চেয়ারম্যান বেশ কয়েকবার সালিস করেন। কিন্তু বিষয়টির মীমাংসা হয়নি। পরে সালিসে শর্ত দেওয়া হয় জালাল উদ্দিনের স্ত্রী বৃদ্ধা ফাতেমা খাতুনকে সবার কাছে মাফ চাইতে হবে, না হলে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। কিন্তু ফাতেমা খাতুনের দাবি, তিনি কোনো অন্যায় করেননি। তাই তিনি ক্ষমা চাইবেন না। এ ঘটনায় সরেজমিনে নিউজ করতে গেলে সাংবাদিক মঞ্জরুল ইসলামকে হুমকি দেন তারাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল আলম শিশির।  ঘটনার সত‍্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী বলেন, থানার বাইরে দুপক্ষের উচ্চবাচ্য হয়েছে। পরে তারা থানায় আসলে এখানেও তাদের মাঝে কথা কাটাকাটি হয়েছে। এ সময় থানায় স্থানীয় ছাত্রলীগের কিছু নেতাকর্মী এসেছিল। তারাও উচ্চব‍্যাচ্য করেছে।  এ সময় ওসি আরও বলেন, আমি দীর্ঘদিন শহরে কাজ করে আসছি। এখন তারাকান্দা থানায় এসেছি। চেষ্টা করি সবার সঙ্গে মিলেমিশে থাকার। তাই ঘটনার শেষে দুজনকে মিলিয়ে দিয়েছি। এরপরও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম যদি কোনো অভিযোগ করেন, অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মাসুম আহমেদ ভুঁঞা বলেন, ঘটনার বিস্তারিত উল্লেখ করে অভিযোগ দিলে বিষয়টি কঠোরভাবে দেখা হবে।  তবে ঘটনার বিষয়ে জানতে চেয়ারম্যান খাদেমুল আলমকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২২

নদের পাড় থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক-সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন, সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখে পার্কে হাঁটতে যাওয়া লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার বয়স হবে আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। ওই যুবককে গত রাতে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় জানার পাশাপাশি হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। 
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩

হাত-পা বাঁধা অচেতন প্রাইভেটকারচালক উদ্ধার
সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় শেখ শাহিন (৪২) নামের এক প্রাইভেটকারচালককে উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (২৪ জানুয়ারি) সকালে পাটকেলঘাটা থানার মীর্জাপুর বাজার-সংলগ্ন এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শেখ শাহিন খুলনা শহরের আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুর বাজার পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেটকারে হাত-পা বাঁধা অবস্থায় একজনকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রথমে তাকে পাটকেলঘাটার পপুলার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আমির হোসেন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রাইভেটকারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশের (পিন্টু) বলে জানা গেছে। তিনি আরও বলেন, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
২৪ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭

সুবর্ণচরে খালে ভাসছিল হাত-পা বাঁধা নারীর মরদেহ
নোয়াখালীর সুবর্ণচরের মালেক খাল থেকে হালিমা বেগম (৪৭) নামের এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানা উল্যাহ গ্রামের ওই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত হালিমা ওই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানান, পাঁচ সন্তানের জননী হালিমা বেগম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘ ১০-১২ বছর বাড়িতে একা বসবাস করতেন। বুধবার রাতে মাইজদী থেকে বাড়িতে এসেছিলেন। সকালে বাড়ির পাশে খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আঘাতে চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই নারী। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫১

নেত্রকোণায় নিজ ঘরে মিলল হাত-পা বাঁধা বৃদ্ধার মরদেহ
নেত্রকোণা শহরের বিলপাড় এলাকায় নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১১টায় শহরের নিউটাউন বিলপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত বৃদ্ধার নাম জোছনা বেগম (৭০)। তিনি ওই এলাকার মৃত আবুল মুন্সীর স্ত্রী। এ ঘটনায় শহরের নিউটাউন এলাকায় ফারুক হোসেন মিল্টনের ছেলে সাম্মাম হোসেন সিনহা, শহরের পূর্বচকপাড়ার আব্দুল হকের ছেলে সাব্বির হোসেন চয়ন ও জেলা সদরের কামাল হোসেনের ছেলে রিয়াদ হাসান অনিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, জোছনা বেগমের তিন ছেলের মধ্যে এক ছেলে বগুড়া ও এক ছেলে বরিশালে থাকেন। তিনি বড় ছেলে মিল্টন মোল্লার সঙ্গে নিউটাউন বিলপাড়ের বাসায় বসবাস করতেন। ১০ দিন আগে কাজের সূত্রে মিল্টন বরিশালে যান। মিল্টনের স্ত্রীও জেলার আটপাড়ায় তার বাবার বাড়িতে যান। এ কারণে কয়েকদিন ধরে জোছনা বেগম বাসাটিতে একাই ছিলেন। সোমবার মিল্টন বার বার ফোন করলেও তার মা ধরছিলেন না। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে জোছনা বেগমের ভাই ফেরদৌস আহমেদ বাসার দরজার তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে জোছনা বেগমের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও স্টিলের আলমিরা খোলা ছিল। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
০৯ জানুয়ারি ২০২৪, ১৩:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়