• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফী, হলেন ম্যাচসেরা
মাশরাফী বিন মোর্ত্তজা ফিরলেন কৌশরের প্রিয় স্কুলে। স্কুলের দূরন্তপনায় যে সহপাঠীরা ছিল প্রাণের বন্ধু, তাদের নিয়ে টেপ টেনিস বলে ক্রিকেট খেললেন। ফিরে গেলেন সেই ছোট্টবেলায়।  নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২টি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে তিনদিনের টি-এইট ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ১৯৯৯-এর হয়ে অংশ নিয়ে দলকে জেতাতে বল হাতে ১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৩০ রানও করেন।   দীর্ঘ সময় পর স্কুল বন্ধুদের দেখা পেয়ে আবেগাপ্লুত জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার ভাষ্য, এই টুর্নামেন্টের উদ্দেশ তিনটা। এর মধ্যে অন্যতম ঈদের পরে পুনর্মিলনীর সঙ্গে ক্রিকেটকে উজ্জীবিত করা, যাতে আমাদের ছেলেরা অন্য কোনো বাজে দিকে মন না দিয়ে খেলায় ফিরতে পারে। সর্বোপরি এতগুলো ব্যচের ছেলেরা নিজেদের স্কুলের মাঠে খেলছে, এটা অনেক আনন্দের। আমি এবং আমার স্কুলের বন্ধুরাও খুব আনন্দ পেয়েছে এই টুর্নামেন্ট খেলে। ম্যাশ বলেন, সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে মাদকের পাশাপাশি অসামাজিক কার্যকলাম থেকে দুরে রাখতে হবে। তার মতে খেলাধুলাই পারে যুবকদের সঠিক পথে রাখতে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম খেলায় ১৯৯৮ ব্যাচ প্রথমে ব্যাট করে মাশরাফীর দলকে ৭৩ রানের টার্গেট দেয়। জবাবে ১৯৯৯ ব্যাচ ৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৪ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়।  
১৩ এপ্রিল ২০২৪, ১৮:২৬

রপ্তানিতে সিআইপি হলেন ১৮৪ ব্যবসায়ী
২০২২ সালে রপ্তানি খাতে বিশেষ অবদান রাখায় ১৮৪ ব্যবসায়ীকে সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) মর্যাদা দিয়েছে সরকার। বুধবার (৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানি করা এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়। সিআইপিদের আগামী এক বছরের জন্য বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পাস ও গাড়ির স্টিকার দেবে সরকার। এ ছাড়া জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসাসংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার ও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধাও তাদের দেওয়া হবে।  প্রজ্ঞাপনে আরও বলা হয়, সিআইপিরা তাদের স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের জন্য ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে। সিআইপি নির্বাচিত হয়েছেন যারা- কাঁচা পাট শ্রেণিতে পপুলার জুট এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কবির আহমেদ ও ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের এমডি গণেশ চন্দ্র সাহা সিআইপি হয়েছেন। পাটজাত পণ্য রপ্তানিতে সিআইপি হয়েছেন আকিজ জুট মিলসের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজের এমডি আবুল বাশার খান, রহমান জুট স্পিনার্সের এমডি মো. ফজলুর রহমান ও জনতা জুট মিলসের এমডি শেখ বসির উদ্দিন। চামড়াজাত দ্রব্য শ্রেণিতে বে ফুটওয়্যারের এমডি জিয়াউর রহমান, অ্যালায়েন্স লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যারের এমডি মো. সেলিমুজ্জামান, পিকার্ড বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অমৃতা মাকিন ইসলাম, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের এমডি জয়নাল আবেদিন মজুমদার, বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজের এমডি মোহাম্মদ টিপু সুলতান, জিহান ফুটওয়্যারের এমডি শাহজাদা আহম্মেদ সিআইপি হয়েছেন। এ ছাড়া রয়েছেন-  ফ্রেশ ফুডসের এমডি মো. তৌহিদুর রহমান, এমইউ সি ফুডসের এমডি শ্যামল দাস, বিডি সি ফুডের চেয়ারম্যান তাফহীম আল-আজমী এবং এটলাস সি ফুডের এমডি এস এম মিজানুর রহমান। ওভেন পোশাক (একক) শ্রেণিতে সিআইপি হয়েছেন রিফাত গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, স্নোটেক্স আউটারওয়্যার এমডি এস এম খালেদ, তারাশিমা অ্যাপারেলসের এমডি মিরান আলী, অনন্ত গার্মেন্টসের এমডি ইনামুল হক খান, বিগ বস করপোরেশনের এমডি সৈয়দ রেজাউল হোসেন কাজী, উইন্ডি অ্যাপারেলসের এমডি মেজবাজ উদ্দিন খান, অনন্ত ডেনিম টেকনোলজির এমডি শরীফ জহির, স্প্যারো অ্যাপারেলসের এমডি মুস্তাজিরুল শোভন ইসলাম, সাইনেস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান সৈয়দা নাসরিন আজীম, স্টারলিং স্টাইলের এমডি মো. ফজলুল হক, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজের পরিচালক তানভীর আহমেদ, ডেবনেয়ারের এমডি মুহাম্মদ আইয়ুব খান, লায়লা স্টাইলসের এমডি মো. ইমরানুর রহমান, এমবিএম গার্মেন্টসের এমডি ওয়াসিম রহমান, তুসুকা ট্রাউজারসের পরিচালক ফিরোজ আলম, শারমিন অ্যাপারেলসের এমডি মোহাম্মদ ইসমাইল হোসেন, নিপা ফ্যাশনওয়্যারের এমডি মো. খসরু চৌধুরী। এ ছাড়া ওভেন পোশাক (গ্রুপ) শ্রেণিতে গোল্ডস্টার গ্রুপের এমডি মো. রেজাউল হোসেন সিআইপি হয়েছেন। কৃষিজাত পণ্য (একক) শ্রেণিতে সিআইপি হয়েছেন ইনডিগো করপোরেশনের স্বত্বাধিকারী ফারুক আহমেদ, মনসুর জেনারেল ট্রেডিং কোম্পানির এমডি মোহাম্মদ মনসুর, তাসফিক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. শফিকুর রহমান, এস আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফোরকান এবং হেরিটেজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আবু শাহরিয়ার। কৃষি প্রক্রিয়াজাত পণ্য (একক) শ্রেণিতে সিআইপি হয়েছেন প্রাণ ডেইরির পরিচালক আহসান খান চৌধুরী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এমডি অঞ্জন চৌধুরী, কিষোয়ান স্ন্যাক্সের এমডি মো. শহীদুল ইসলাম, সবজিয়ানা লিমিটেডের এমডি মোহাম্মদ বদরুল হায়দার চৌধুরী এবং প্রমি অ্যাগ্রো ফুডসের চেয়ারম্যান মো. এনামুল হাসান খান। হালকা প্রকৌশল পণ্য (একক) খাতে সিআইপি নির্বাচিত হয়েছেন ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্টসের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, এম অ্যান্ড ইউ সাইকেলসের চেয়ারম্যান মশিউর রহমান ভূঁইয়া, ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্টসের পরিচালক রাশিকুর রহমান মাহিন। হালকা প্রকৌশল পণ্য (গ্রুপ) খাতে আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী সিআইপি হয়েছেন। ফার্মাসিউটিক্যাল পণ্য (একক) শ্রেণিতে সিআইপি হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আবদুল মুক্তাদির, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী এবং বিকন মেডিকেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল করিম। হস্তশিল্পজাত পণ্য শ্রেণিতে কারুপণ্য রংপুর লিমিটেডের এমডি সফিকুল আলম, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডির স্বত্বাধিকারী মো. তৌহিদ বিন আবদুস সালাম, কোর-দি জুট ওয়ার্কসের পরিচালক বার্থা গীতি বাড়ৈ এবং অপরাজেয় লিমিটেডের এমডি কাজী মো. মনির হোসেন সিআইপি নির্বাচিত হয়েছেন। এই শ্রেণিতে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকসের এমডি এ এস এম রফিকুল ইসলাম নোমান, এসিএস টেক্সটাইলসের এমডি মাসুদ দাউদ আকবানী, নোমান টেরিটাওয়েল মিলসের মনোনীত পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তালহা, মমটেক্স এক্সপোর এমডি রিয়াজুল ইসলাম সিআইপি হয়েছেন। নিটওয়্যার (একক) শ্রেণিতে সিআইপি হয়েছেন লিবার্টি নিটওয়্যারের এমডি শামসুজ্জামান, জিএমএস কম্পোজিটের এমডি মো. গোলাম মুস্তফা, স্কয়ার ফ্যাশনসের পরিচালক তপন চৌধুরী, ফকির অ্যাপারেলসের এমডি ফকির মনিরুজ্জামান, ইপিলিয়ন স্টাইলের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল-মামুন, লিজ ফ্যাশনের এমডি জুয়াং লিফেং, পাইওনিয়ার নিটওয়ার্সের পরিচালক আসমা বেগম, ফকির নিটওয়্যার্সের এমডি ফকির আখতারুজ্জামান, কটন ক্লাবের পরিচালক মো. জুবায়ের মন্ডল, ফখরুদ্দিন টেক্সটাইল মিলসের এমডি আসিফ আশরাফ, মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজের এমডি মাসদুজ্জামান, ডার্ড কম্পোজিট টেক্সটাইলের এমডি নাবিল উদ দৌলাহ, মাল্টি ফ্যাবসের এমডি মেসবাহ ফারুকী, এম এম নিটওয়্যারের এমডি মো. মফিজুল ইসলাম, ডিভাইন ইন্টমেটসের এমডি গাওহার সিরাজ জামিল, মেঘনা নিট কম্পোজিটের এমডি মোখলেছুর রহমান, ইন্টারস্টফ অ্যাপারেলসের চেয়ারম্যান নাজীম উদ্দিন আহমেদ, আদুরী অ্যাপারেলসের এমডি আবদুল কাদির মোল্লা, ফেব্রিকা নিট কম্পোজিটের এমডি মিজানুর রহমান, গ্রাফিক্স টেক্সটাইলসের এমডি নাজীব মালেক চৌধুরী, কম্পটেক্স বাংলাদেশের এমডি রবিন রাজন সাখাওয়াত, আলীম নিটের পরিচালক মোমেনা খাতুন, তাকওয়া ফেব্রিক্সের এমডি মোহাম্মদ সালমান, আহসান কম্পোজিটের পরিচালক এম ইসফাক আহসান এবং লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইংয়ের চেয়ারম্যান সু লিজিং। নিটওয়্যার (গ্রুপ) শ্রেণিতে সিআইপি হয়েছেন ডিবিএল গ্রুপের পরিচালক মোহাম্মদ আব্দুর কাদের। এ ছাড়া এ খাতে সিআইপি হয়েছেন নাফা অ্যাপারেলসের এমডি নাফিস সিকদার, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলসের এমডি অমল পোদ্দার, এসকিউ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুক, স্টারলাইট গ্রুপের এমডি সুলতানা জাহান, হান্নান গ্রুপের এমডি এবিএম সামছুদ্দিন এবং রিটজী গ্রুপের এমডি মির্জা মো. জামশেদ আলী। সিরামিক পণ্য শ্রেণিতে সিআইপি হয়েছেন শাইনপুকুর সিরামিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির। প্লাস্টিক পণ্য শ্রেণিতে সিআইপি হয়েছেন পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিটের এমডি মোহাম্মদ আবদুল কাইয়ুম, দাদা ব্যাগ ইন্ডাস্ট্রিজের এমডি শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ, অলপ্লাস্ট বাংলাদেশের এমডি রথীন্দ্র নাথ পাল এবং বেঙ্গল গ্রুপের জসিম উদ্দিন। টেক্সটাইল (ফেব্রিক্স) শ্রেণিতে সিআইপি নির্বাচিত হয়েছেন এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, আকিজ টেক্সটাইল মিলসের পরিচালক শেখ জামিল উদ্দিন, প্যারামাউন্ট টেক্সটাইলের এমডি সাখাওয়াত হোসেন, ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ের চেয়ারম্যান সাহারা চৌধুরী, নোমান উইভিং মিলসের পরিচালক সুফিয়া খাতুন, এনজেড ডেনিমের চেয়ারম্যান মো. সালেউদ জামান খান। কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার সেবা, ডেটা প্রসেসিং ইত্যাদি শ্রেণিতে সিআইপি হয়েছেন সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোনেম এবং গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেকের চেয়ারম্যান আহমেদ রাজীব সামদানী। এ ছাড়া আসবাব খাতে সিআইপি হয়েছেন হাতিল কমপ্লেক্সের এমডি সেলিম এইচ রহমান। বিবিধ (একক) পণ্য শ্রেণিতে সিআইপি হয়েছেন স্কয়ার টেক্সটাইলসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ম্যাকসন্স স্পিনিং মিলসের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, জোবায়ের স্পিনিং মিলসের এমডি আবদুল্লাহ মোহাম্মদ জুবায়ের, ভিয়েলাটেক্স স্পিনিংয়ের পরিচালক আমির হাসনাত, মনট্রিমস লিমিটেডের পরিচালক আছাদুর রহমান সিকদার, তালহা স্পিনিং মিলসের এমডি মো. নুরুল ইসলাম, সাম রি ডাইংয়ের চেয়ারম্যান রানা শফিউল্লাহ, সিআরসি টেক্সটাইল মিলসের এমডি সুকুমার রায়, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক মো. রবিউল আলম, মেরিন সেফটি সিস্টেমের ব্যবস্থাপনা অংশীদার গাজী মোকাররম আলী চৌধুরী এবং তামিশনা সিনথেটিকসের পরিচালক বুশরা বিনতে আলম। তালিকায় আরও আছেন ইউনিয়ন লেবেল অ্যান্ড এক্সেসরিজের এমডি মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিংয়ের এমডি মোহাম্মদ মুশতাক আহমেদ তানভীর, মাসকো এক্সপোর্টসের চেয়ারম্যান ফাহিমা আক্তার, ইটাফিল এক্সেসরিজের পরিচালক নাওয়ীদ আলম চৌধুরী, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের এমডি মো. পারভেজ রহমান, পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিংয়ের পরিচালক আবদুর রহিম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সাবেক এমডি গোলাম মুর্শেদ, জিএমএস ট্রিমসের এমডি শামসুল আরেফিন এবং অ্যাডভান্স ফ্ল্যাক্সোপ্যাক ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন। এ ছাড়া সিআইপি হয়েছেন বিএসআরএম স্টিলসের এমডি আমের আলী হুসাইন, তাসনিম কেমিক্যাল কমপ্লেক্সের চেয়ারম্যান মোস্তফা কামাল, মনির ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মনির হোসেন, হেয়ার স্টাইল ফ্যাক্টরির স্বত্বাধিকারী মো. শাহীন রেজা, এবং আইডিয়াল ইলেকট্রিক্যাল ইন্টারপ্রাইজের এমডি মজিবুর রহমান। বিবিধ (গ্রুপ) শ্রেণিতে বাদশা গ্রুপের এমডি বাদশা মিয়া এবং ডিবিএল গ্রুপের এমডি মোহাম্মদ আবদুল জব্বার সিআইপি হয়েছেন। ইপিজেডভুক্ত সি ক্যাটাগরি (একক) শ্রেণিতে সিআইপি হয়েছেন প্যাসিফিক জিনসের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর, শাশা ডেনিমসের এমডি শামস মাহমুদ, ফারদীন এক্সেসরিজের চেয়ারম্যান মো. ওমর ফারুক, স্টার প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজের পরিচালক দেলোয়ার হোসেন মজুমদার এবং ইউনিটি স্টাইল অ্যান্ড অ্যাক্সেসরিজের চেয়ারম্যান মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী। সিআইপি (ট্রেড) শ্রেণিতে মোট ৪৪ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে এফবিসিসিআইয়ের পরিচালক সালাউদ্দিন আলমগীর, এম এ রাজ্জাক খান, দিলীপ কুমার আগরওয়ালা, গোলাম মোহাম্মদ আলমগীর, মো. আনোয়ার সাদাত সরকার, মো. রেজাউল করিম, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান, বিজয় কুমার কেজরিওয়াল, মো. শাহ জালাল, মোহাম্মদ ইকবাল শাহরিয়ার, খান আহমেদ শুভ, মো. মাসুদুর রহমান, গাজী গোলাম আশরিয়া, এস এম জাহাঙ্গির আলম ও মো. আলি হোসেন শিশির, এম এ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী, মো. জামাল উদ্দিন, আবু মোতালেব, হারুন-অর-রশীদ, নাদিয়া বিনতে আমিন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আমজাদ হোসেন, এম জি আর নাসির মজুমদার, মো. শাহীন আহমেদ, কাজী এরতেজা হোসেন এবং মো. আসলাম সেরনিয়াবাত। সিআইপির তালিকায় আরও আছেন এফবিসিসিআইয়ের পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী, আবুল কাশেম খান, মোহাম্মদ নুরুন নেওয়াজ, মো. শামসুজ্জামান, কাজী আমিনুল হক, সেরনিয়াবাত মাঈনউদ্দিন আবদুল্লাহ, যশোদা জীবন দেব নাথ, আনোয়ার উল আলম চৌধুরী, মো. আমিন উল্লাহ, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, এস এম শফিউজ্জামান, মো. নজরুল ইসলাম মজুমদার, এ কে এম মনিরুল হক এবং এ কে এম সেলিম ওসমান।
০৪ এপ্রিল ২০২৪, ১৬:৫৯

জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান হলেন এমপির এপিএস 
লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমপির (ব্যক্তিতগ সহকারী) এপিএস আবু বক্কর সিদ্দিক। তিনি মোবাইল ফোন প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। আবু বক্কর লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেনের এপিএস। বেসরকারি ফলাফলে মো. আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোন প্রতীক পেয়েছেন ২৮২ ভোট। তার নিকটতম প্রার্থী সফুরা বেগম কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন ২৭৩ ভোট। মোট ৯ ভোট বেশি পেয়ে মো. আবু বক্কর সিদ্দিক বেসরকারি ফলাফলে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারময়ান পদে নির্বাচিত হয়েছেন। এদিকে বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া জেলার ৫টি উপজেলার ৬টি কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬টি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করেছেন। উপনির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে মো. আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোন প্রতীক, মো. আশরাফ হোসেন বাদল চশমা প্রতীক, মো. নজরুল হক পাটোয়ারী ভোলা আনারস প্রতীক, মো. মমতাজ আলী মোটরসাইকেল প্রতীক এবং সফুরা বেগম কাপ-পিরিচ প্রতীক এ নির্বাচন করছেন। ৫টি উপজেলা, ২টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের ৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬২৪ জন। উল্লেখ্য, গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান থেকে অ্যাড. মো. মতিয়ার রহমান পদত্যাগ করায় শুন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
০৩ এপ্রিল ২০২৪, ২০:১২

অবশেষে দ্বন্দ্ব ভুলে যে কারণে এক হলেন নওয়াজউদ্দিন-আলিয়া
বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ব্যক্তিগত জীবনে ভালোবেসে আলিয়া সিদ্দিকীকে বিয়ে করেন তিনি। এই দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। গেল বছর স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মামলা করেন আলিয়া। সব মিলিয়ে চরম পর্যায় পৌঁছে যায় তাদের দাম্পত্য কলহ। যা আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে সকল দ্বন্দ্ব ভুলে ফের এক হলেন নওয়াজউদ্দিন-আলিয়া।     জানা গেছে, কাদা-ছোড়াছুড়ির অবসান ঘটিয়ে ফের একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া-নওয়াজউদ্দিন। দিন কয়েক আগেই ছিল এই দম্পতির বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি একসঙ্গে উদযাপন করেছেন তারা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান আলিয়া। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কারণে আমার জীবনে পরিবর্তন এসেছে। খারাপ জিনিসগুলো সবার সঙ্গে ভাগ করে নিই আমরা। তাহলে ভালোটাও ভাগ করে নেওয়া উচিত।  নওয়াজের সঙ্গে কলহের কারণ ব্যাখ্যা করে আলিয়া বলেন, তৃতীয় ব্যক্তির কারণে আমরা দাম্পত্য জীবনে কলহের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু এখন আমরা ভুল বুঝতে পেরেছি।    অভিনেতার স্ত্রী আরও বলেন, সন্তানদের কারণে আমরা আত্মসমর্পন করেছি। তাই এখন আর আলাদা হওয়ার কোনো সুযোগ নেই আমাদের। কারণ, বাচ্চারা বড় হচ্ছে।  নওয়াজ শোরার (কন্যা) খুব ঘনিষ্ঠ। যা ঘটেছে সেটার প্রভাব শোরার ওপরে পড়েছে। সে এসব সহ্য করতে পারেনি। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি আর  ঝগড়া করব না বরং শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করব।  প্রসঙ্গত, ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন-আলিয়া। আলিয়ার আসল নাম অঞ্জনা পাণ্ডে। অভিনেতাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন আলিয়া। তবে ২০১৭ সালে  সম্পর্কে চিড় ধরার পর থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। ২০২০ সালের মে মাসে নওয়াজউদ্দিনের নামে ডিভোর্সের মামলা করেন আলিয়া। পরবর্তীতে সেই মামলা প্রত্যাহার করে একসঙ্গে সংসার করার আগ্রহ প্রকাশ করেন তিনি। কিন্তু ২০২২ সালের শেষের দিকে ফের তাদের সম্পর্কে ফাটল ধরে। অবশেষে তিক্ততা ভুলে আবারও নতুন করে সংসার শুরু করেছেন তারা।  সূত্র : হিন্দুস্তান টাইমস     
২৯ মার্চ ২০২৪, ১৫:৫১

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কলা-আইন-সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও চারুকলা ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।  বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এ ফলাফল প্রকাশ করেন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন প্রিয়ন্তী মন্ডল। তিনি খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে তিনি ১০৫ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। এবার বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন প্রতীক রসূল। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১১১.২৫। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ১১০০৭৩৭। তিনি নটর ডেম কলেজের শিক্ষার্থী। চারুকলা ইউনিটে প্রথম হয়েছেন মো. বাঁধন তালুকদার। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ৯৮.১৬। তার পরীক্ষার রোল নাম্বার ৫১০৬৩৮৯। তিনি বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী।   ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম হয়েছেন অথৈ ধার। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৫.৫০। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৩২০৩৪৫১। তিনি চট্টগ্রাম গভ কমার্স কলেজের শিক্ষার্থী।   
২৮ মার্চ ২০২৪, ১৭:৪১

হতাশ হলেন শাকিব ভক্তরা
ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান। বৃহস্পতিবার (২৮ মার্চ) তার জন্মদিন। আর এওই জন্মদিনকে কেন্দ্র করেই বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার প্রকাশিত হওয়ার কথা ছিল। এমন ঘোষণা আসার পর থেকেই  উন্মাদনায় ভাসছিলেন শাকিবিয়ানরা। তবে অবশেষে হতাশ হতে হলো শাকিব ভক্তদের, বুর্জ খলিফায় হবে না আয়োজন। কারণটা নিয়ে মুখ খুলছে না সিনেমা সংশ্লিষ্টরা। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া চেষ্টা করছে, ১ এপ্রিলের ট্রেলারটি দেখানোর। থাকবে না শাকিবের জন্মদিন নিয়ে বিশেষ কিছু। তবে খোঁজ নিয়ে জানা যায়, এই রমজানে সিনেমার ট্রেলার দেখাতে পারবে না। সিডিউল মিলবে ঈদের পর। বিষয়টি নিয়ে সিনেমার পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আদনানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি। প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় আরশাদ-শাকিব-হিমেল ‘ত্রয়ী জুটি’ হিসেবে আখ্যা পেয়েছেন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে এই ত্রয়ীর নতুন সিনেমা ‘রাজকুমার’। এতে শাকিবের বিপরীতে নায়িকা হয়েছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। প্রযোজনায় রয়েছে আরশাদের ভার্সেটাইল মিডিয়া।
২৮ মার্চ ২০২৪, ১৭:০৮

ফের যে কারণে এক হলেন এ আর রহমান-প্রভু দেবা
বলিউডের জনপ্রিয় দুই তারকা এ আর রহমান ও প্রভু দেবা। একজন গানের জগতে অনন্য, আরেকজন নাচের গুরুদেব। ২৫ বছর পর ফের এক হলেন তারা। ‘মুকাবলা’ এবং ‘উর্বশী’সহ তামিল মুভি ‘কাধলান’র হিট গানগুলো ব্যাপক সাফল্য অর্জন করে। ২৫ বছর পরও সেই গানগুলোর চর্চা তুঙ্গে। হিন্দি এবং তেলেগুতে ডাব করা সংস্করণের পাশাপাশি এই গানগুলোর আসল ভার্সনও বক্স-অফিসও মাতায়। শুধু তাই নয়, একটি প্রজন্মকে প্রভু দেবার নৃত্যের চাল অনুকরণ করতেও অনুপ্রাণিত করে। বর্তমানে নির্মিত হওয়া ‘এআরআরপিডি-৬’ সিনেমায় একসঙ্গে আবারও দেখা যাবে রহমান ও প্রভু দেবাকে। সিনেমাটি লেখক ও নির্মাতা মনোজ এন এসের একটি সৃজনশীল প্রচেষ্টা। গত ২২ মার্চ সিনেমাটির পোস্টার পোস্ট করার পাশাপাশি এই ঘোষণা দেন রহমান নিজেই। মিউজিক মেস্ট্রোর শেয়ার করা পোস্টারটিতে ‘মুকাবলা’ গানের প্রভু দেবার একটি স্মরণীয় ছবির পটভূমিতে সোনালি আকাশে রহমানের একটি সোনালি সিলুয়েট সেট করা হয়েছে। ‘এআরআরপিডি-৬’র প্রভু দেবা, যোগী বাবুসহ মালয়ালম অভিনেতা অজু ভার্গিস এবং অর্জুন অশোকান প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া সিনেমায় আরও রয়েছেন—মোটা রাজেন্দ্রন এবং রেডিন কিংসলেও। যৌথভাবে সিনেমাটির প্রযোজনায় রয়েছেন মনোজ এনএস, দিব্যা মনোজ এবং ডা. প্রবীন এলাক। সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন রহমান। শিগগিরিই একসঙ্গে কাজের চিত্রগ্রহণ শুরু হতে চলেছে রহমান ও প্রভু দেবার।      
২৩ মার্চ ২০২৪, ১৫:২৮

‘নো মেকআপ’ লুকে হাজির হলেন শাকিব (ভিডিও)
সাধারণত ‘নো মেকআপ’ লুকে খুব একটা প্রকাশ্যে আসেন না তারকারা। বাইরে বের হলে পরিপাটি হয়েই বের হন তারা। তবে এবার মেকআপ ছাড়াই সাদামাটা লুকে ধরা দিলেন চিত্রনায়ক শাকিব খান।    বুধবার (২০ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটলে ভার্সেটাইল মিডিয়ার তরফে আয়োজিত হয় ‘ইফতার উইথ টিম রাজকুমার’। আর সেখানেই ‘নো মেকআপ’ লুকে হাজির হয়েছিলেন শাকিব। এসময় তার সঙ্গে ছিলেন এই সিনেমার নির্মাতা হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান।   ইফতারের আয়োজনের শুরুতেই শাকিব বলেন, আজকের অনুষ্ঠানটি শুধু বিনোদন সংবাদকর্মীদের জন্য। যারা সব সময়ই ভালো চলচ্চিত্রকে সাপোর্ট করে আসছেন। যারা আরশাদ আদনানের মতো স্বপ্নবাজ প্রযোজক, হিমেলের মতো মেধাবী নির্মাতা কিংবা আমরা যারা প্রতিনিয়ত দেশী সিনেমা নিয়ে ইতিবাচক স্বপ্ন দেখে যাচ্ছি— তাদের স্বপ্নকে এগিয়ে নিতে কাজ করছেন বিনোদন সাংবাদিকরা। তাদের সবার জন্য রাজকুমার টিমের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান। চিত্রনায়ক আরও বলেন, আজকে আমিও এসেছি খুব সাদামাটাভাবে। কোনো মেকআপ নেই। নো মেকআপ, নো গেটআপ। একজন সাধারণ শিল্পী হিসেবে আমি আমার সহকর্মী বিনোদন সাংবাদিকদের কাছে এসেছি। উদ্দেশ একসঙ্গে কিছু ভালো সময় কাটানো।     জানা গেছে, ইফতারের এই আয়োজনে শাকিবকে নিয়ে বড় ঘোষণা দিয়েছেন প্রযোজক  আরশাদ আদনান। তিনি বলেন, বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন যেভাবে বুর্জ খলিফায় উদযাপন হয়, ঠিক সেভাবেই শাকিবের জন্মদিনও উদযাপিত হবে সেখানে। সেই সঙ্গে উন্মুক্ত হবে ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার।  প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিবের ‘রাজকুমার’। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।     
২১ মার্চ ২০২৪, ১৪:০৮

মৌখিক পরীক্ষার ১০ বছর পর বিসিএস ক্যাডার হলেন আফরোজা
২০১২ সালে ৩৩তম বিসিএসে আবেদন করে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন আফরোজা খানম। কিন্তু ২০১৩ সালে মৌখিক পরীক্ষা দিলেও বাবার মুক্তিযোদ্ধা সনদ জটিলতায় তার সুপারিশ স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মতামতে তার সনদ জটিলতা কাটলে পিএসসি থেকে নিয়োগের সুপারিশ পেয়েছেন আফরোজা খানম। তবে এতে সময় লেগেছে ১০ বছর।   মঙ্গলবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে তাকে সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩তম বিসিএস পরীক্ষার্থী আফরোজা খানমের (রোল নম্বর: ০২৯৭৭৪) বাবার মুক্তিযোদ্ধা সনদ–সম্পর্কিত বিষয়ে জটিলতা থাকায় তার সুপারিশ কমিশন কর্তৃক স্থগিত রাখা হয়েছিল। পরবর্তী সময়ে আফরোজা খানমের দাখিলকৃত তার বাবার মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী স্থগিত ঘোষিত ফলাফল প্রকাশের সিদ্ধান্ত কমিশন গ্রহণ করেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক (ইতিহাস) পদে সাময়িকভাবে সুপারিশ করা হলো। এতে আরও বলা হয়েছে , পরবর্তী সময়ে যেকোনো পর্যায়ে প্রার্থীর যোগ্যতার ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান বা অন্য কোনো ক্ষেত্রে কাগজপত্রের ঘাটতি থাকলে বা কোনো গুরুতর ভুলত্রুটি ধরা পড়লে তাঁর সুপারিশ/মনোনয়ন বাতিল করা হবে। মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক প্রাক্‌–নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক প্রার্থীকে নিয়োগ করা হবে। উল্লেখ্য, ২০১২ সালের ১ জুন প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী অংশ নেন। এতে মোট শূন্য পদের সংখ্যা ছিল ৪ হাজার ২০৬টি।
২০ মার্চ ২০২৪, ২০:৫৯

ইফতারে পাকিস্তানির জুস খেয়ে ফেলায় খুন হলেন বাংলাদেশি  
মালয়েশিয়ায় ইফতারের সময় পাকিস্তানি সহকর্মীর জুস খেয়ে ফেলায় খুন হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক। মঙ্গলবার (১৯ মার্চ) দেশটির সেলাঙ্গর রাজ্যে শাহ আলম জেলার সেকশন ৩৬-এর একটি কারখানার শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে হত্যাকাণ্ডে অভিযুক্ত পাকিস্তানি শ্রমিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। মালয়েশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইফতারে কমলার জুস পান করা নিয়ে নিজের পাকিস্তানি সহকর্মীর সঙ্গে বিরোধ দেখা দেয় বাংলাদেশি নাগরিকের। তদন্তে জানা গেছে, নিহত ওই বাংলাদেশি (৪৯) একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন। অভিযুক্ত পাকিস্তানি নাগরিক তার সঙ্গে ফ্যাক্টরির কন্টেইনারে তৈরি হোস্টেলে থাকতেন। মালয়েশিয়ার শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুলিশ ঘটনার খবর পায়।  বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, ইফতারের সময় তার জুস পান করলে বাংলাদেশির ওপর রেগে যান অভিযুক্ত পাকিস্তানি নাগরিক। পরে তিনি রান্নাঘর থেকে ছুরি এনে একাধিকবার ছুরিকাঘাত করেন ভুক্তভোগীকে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ একটি ছুরিও জব্দ করেছে, ধারণা করা হচ্ছে ছুরিটি ওই পাকিস্তানি ব্যক্তি ভুক্তভোগীকে আঘাত করতে ব্যবহার করেছিলেন। ঘটনার তদন্ত চলছে।     
২০ মার্চ ২০২৪, ১৯:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়