• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
ঘুমের মধ্যেই মারা গেলেন জনপ্রিয় হলিউড অভিনেতা
মারা গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা কার্ল ওয়েদার্স। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে ঘুমের মধ্যেই মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় মুভি সিরিজ ‘রকি’,‘প্রিডেটর’ ও ‘স্টার ওয়ারস’ এ অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন কার্ল ওয়েদার্স। সত্তরের দশকে ‘রকি’ ফ্রাঞ্চাইজির চার সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন কার্ল ওয়েদার্স। পরে অ্যাপোলো ক্রিড চরিত্রে অভিনয় করে রীতিমতো সিনেমাপ্রেমীদের নজর কাড়েন তিনি।  এরপর ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজিতেও দেখা গেছে ওয়েদার্সকে। হলিউডের বড় বড় সব তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। ‘রকি’ সিনেমায় সিলভেস্টার স্ট্যালন, প্রিডেটরে আরনল্ড শোয়ার্জনেগার ও স্টার ওয়ারসের হ্যারিসন ফোর্ডের সঙ্গে কাজ করেন এই গুণী অভিনেতা। ১৯৪৮ সালে নিউ অরলিন্সে জন্মগ্রহণ করেন কার্ল ওয়েদার্স। লুইজিয়ানায় দিনমজুর বাবার ঘরে জন্ম নেওয়া এই অভিনেতার ক্যারিয়ার শুরু হয়েছিল একজন ফুটবলার হিসেবে। পরে অভিনয়ে ক্যারিয়ার গড়তে ১৯৭৪ সালে ফুটবল থেকে অবসর নেন এই তারকা।    জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পেশাদার ফুটবলার হিসেবে নাম লেখান কার্ল ওয়েদারস। ১৯৭০ সালে অকল্যান্ড রেইডারের এজন ফ্রি এজেন্ট হিসেবে সাতটি খেলায় অংশ নেন তিনি। ১৯৭৫ সালে আর্থার মার্কসের বাকটাউন এবং ‘ফ্রাইডে ফস্টার’র মাধ্যমে গুরত্বপূর্ণ চরিত্রে অভিষেক হয় কার্ল ওয়েদারসের।  ক্যরিয়ারে ৭৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন কার্ল ওয়েদারস। এরমধ্যে রয়েছে ‘রকি’ সিরিজের চারটি চলচ্চিত্র, প্রিডেটর, হ্যাপি গিলমোরের মতো অসংখ্য জনপ্রিয় কাজ রয়েছে অভিনেতার ঝুলিতে।  সূত্র : বিবিসি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১২

হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান আর নেই
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯।বার্ধক্যজনিত কারণে অভিনেত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  সিন্ডি মরগানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফ্লোরিডার পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা। তবে ঠিক কখন মৃত্যু হয়েছে তার, সেটি জানাতে পারেননি তারা। সিন্ডি মরগান বেড়ে উঠেছেন শিকাগোতে। ক্যারিয়ারের শুরুতে মডেল হিসেবে সবার দৃষ্টি কাড়েন। আইরিশ স্প্রিং সাবানের বিজ্ঞাপনে কাজ করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। ১৯৮০ সালে ‘ক্যাডিশ্যাক’-এ অভিনয়ে মাধ্যমে ফিল্মে পা রাখেন সিন্ডি মরগান। হ্যারল্ড রামিস পরিচালিত এই সিনেমা ছিল অভিনেত্রীর প্রথম সিনেমা।   ‘দ্য লাভ বোট’, ‘ভেগাস’, ‘চিপস’-এ অভিনয় করেন সিন্ডি মরগান। তবে ১৯৮২ সালের ‘ট্রন’ সিনেমায় মূল চরিত্রে দেখা যায় তাকে। আর সিনেমাই প্রশংসা ও খ্যাতি এনে দিয়েছিল এই অভিনেত্রীকে। এ ছাড়া ‘ম্যাটলক’, ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘চিপস’ ও ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন তিনি।    সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস 
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:২৩

দুই মেয়েসহ জনপ্রিয় হলিউড অভিনেতার করুণ মৃত্যু
ইতোমধ্যে অনেক তারকাই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। এবার বিমান দুর্ঘটনায় কেড়ে নিলো হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভারের জীবন। শুধু তাই নয়,  অভিনেতার সঙ্গে থাকা তার দুই মেয়ে মাদিতা ও আন্নিকারও করুণ মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়।  মৃত্যুর সময় অলিভারের বয়স ছিল ৫১। অন্যদিকে অভিনেতার মেয়ে মাদিতার বয়স ১০ ও আন্নিকার বয়স ছিল ১২। তাদের সঙ্গে বিমানটির পাইলট রবার্ট সাচসও নিহত হন।   বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) এক ইঞ্জিন বিশিষ্ট অলিভারের ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়ে তারা নিহত হন। পুলিশ বলছে, অলিভার ছোট বিমানটি টেকঅফের কিছুক্ষণ পরেই ক্যারিবিয়ান সাগরে পড়ে গেলে দুই মেয়েসহ মৃত্যু হয় অভিনেতার।     ক্যারিবিয়ান অঞ্চলের রয়্যাল সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স পুলিশ ফোর্স এক বিবৃতিতে অলিভার ও তার দুই মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে।  শনিবার (০৬ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম জানায়, বিমান দুর্ঘটনার পর মৎস্যজীবী, ডুবুরি এবং উপকূলরক্ষীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করে তারা।  জানা গেছে, এদিন দুপুরের পর বিমানটি গ্রেনাডাইনের একটি ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়া যাচ্ছিল। ধারণা করা হচ্ছে— দুই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছিলেন অলিভার। প্রসঙ্গত, ‘দ্য গুড জার্মান’ এবং ২০০৮ সালের অ্যাকশন-কমেডি ‘স্পিড রেসার’-এ জর্জ ক্লুনির সঙ্গের বড় পর্দায় কাজ করেছেন অলিভার। অভিনেতার ক্যারিয়ারে প্রথম দিকের ভূমিকাগুলোর মধ্যে টিভি সিরিজ ‘সেভড বাই দ্য বেল: দ্য নিউ ক্লাস’ এবং সিনেমা ‘দ্য বেবি-সিটার্স ক্লাব’ উল্লেখযোগ্য।    সূত্র : এনডিটিভি
০৬ জানুয়ারি ২০২৪, ১০:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়