• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
বরগুনা পাথরঘাটার বলেশ্বর নদীর পাড় থেকে দুটি জীবিত চিত্রা হরিণ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে বন বিভাগ। তবে স্থানীয়দের দাবি বন বিভাগের ছত্রছায়ায় হরিণ শিকারিরা সুন্দরবন থেকে হরিণ দুটিকে নিয়ে এসেছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টার দিকে উপজেলা চরদুয়ানী ইউনিয়নের বান্দাকাটা এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়।  স্থানীয় মনির হোসেন, শাহিন, নাসির বিশ্বাস বাবুসহ একাধিক লোক জানান, তাদের ধারণা কিছু অসাধু লোকজন সুন্দরবন থেকে হরিণ শিকার করে নিয়ে এসেছে। কিছু অসাধু প্রায় সময়ই হরিণ শিকার করে নিয়ে এসে মাংস বিক্রি করে আসছে। বন বিভাগ এই চক্রের কথা জানলেই তারা কখনোই কোনো ব্যাবস্থ নেন না। তারা একটি হরিণ সকালে আটক করে বন বিভাগকে খবর দিলেও তারা কোনো ব্যবস্থা নেননি। সাংবাদিকরা ঘটনাস্থলে এসেছে এ কথা জানার পরেই তারা এসেছে। বন বিভাগের ছত্রছায়ায় এগুলো করছে তারা। আমরা এর প্রতিকার চাই।  বন বিভাগের জ্ঞাপাড়া ভিটের কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, দুটি হরিণ উদ্ধার করা হয়েছে এবং হরিণগুলো সুন্দরবনে অবমুক্ত করেছি। ধারণা করা হচ্ছে হরিণগুলো হরিণঘাটা বনের হতে পারে। এদিকে বন বিভাগের হরিণঘাটা ভিটের কর্মকর্তা মো. আব্দুল হাই জানান, হরিণঘাটা থেকে চরদুয়ানী ইউনিয়নের বান্দাকাটা এলাকা প্রায় ২৫ কিলোমিটার এবং লোকালয়। সেখানে জঙ্গলের হরিণ পৌঁছানো অসম্ভব।
১৭ এপ্রিল ২০২৪, ২৩:১৩

৫০ চিত্রা হরিণ পেলো বঙ্গবন্ধু সাফারি পার্ক
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৫০ টি চিত্রা হরিণ প্রদান করেছে গ্রীণ ভিউ গলফ রিসোর্ট কর্তৃপক্ষ। হরিণগুলোর মধ্যে ২২টি বড় এবং ২৮ টি ছোট হরিণ রয়েছে। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার ৫০টি হরিণ গ্রহণ করেন।  রোববার (১০ মার্চ) দুপুরে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হরিণগুলো বিনামূল্যে প্রদান করা হয়। গ্রীণ ভিউ গলফ রিসোর্টের ভূমি উপদেষ্টা (ল্যান্ড অ্যাডভাইজার) বুলবুল ইসলাম জানান, গ্রীণ ভিউ গলফ রিসোর্টের সৌজন্য ৫০ টি হরিণ প্রদান করা হয়েছে। এতে অনেকে উৎসাহিত হবে। প্রদান করা হরিণগুলোর মূল্য প্রায় এক কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হরিণগুলো প্রদানের জন্য গেল বছরের ২৪ আগষ্ট বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে আবেদন করেছিলাম। ওই বছরের সেপ্টেম্বর মাসে হরিণ প্রদানের অনুমতি পেয়েছি। প্রায় একযুগেরও বেশি সময় থেকে গ্রীণ ভিউ গলফ রিসোর্ট সরকারি বিধি ও বিধান মেনে হরিণ পালন করে আসছে। সঠিক পরিচর্যা ও পরিবেশ অনূকুল থাকায় হরিণগুলো দ্রুত বংশ বৃদ্ধি করে। সাফারি পার্কের দর্শনার্থীর কথা চিন্তা করে ছোট-বড় ৫০ টি হরিণ ওই পার্কে প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রীণ ভিউ গলফ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফকির মনিজ্জামানের পক্ষে তার চার দৌহিত্র হরিণগুলো প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সাফারি পার্কে প্রাণী আবদ্ধ থাকে এবং ভিজিটররা উম্মুক্ত থাকে। হরিণগুলো একটি অংশের মধ্যে বিচরণ করে। রিসোর্টে থাকা অবস্থায় হরণগুলো নির্দিষ্ট একটি বেষ্টনির মধ্যে ছিল। এখন হরিণগুলো উম্মুক্ত অবস্থায় থাকবে। এত করে প্রাণীগুলোর রোগবালাই কম হবে। হরিণগুলো প্রথমে সর্বনিম্ম ১৫ দিন কোয়ারেন্টাইনে শেডে রেখে দেখবো রোগবালাই আছে কি’না। তারপর সুষ্ঠু হলে আমরা কোয়ারেন্টাইন থেকে উম্মুক্ত পরিবেশে থাকলে রোগবালাই থেকে মুক্ত থাকবে।  
১০ মার্চ ২০২৪, ১৬:০৪

শিকার থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ক্ষতসহ ভাসমান হরিণ উদ্ধার
বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে একটি পাল্লা হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।  মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হরিণঘাটা ইকোপার্ক-সংলগ্ন বিষখালী নদী থেকে হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কর্মকর্তা লে. শাকিব মেহেদী। কোস্টগার্ড সূত্রে জানা যায়, বিষখালী নদীতে নিয়মিত টহল অবস্থায় হরিণঘাটা ইকোপার্ক-সংলগ্ন নদীতে হরিণটিকে সাঁতার কাটতে দেখা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পাথরঘাটা বনবিভাগের কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, উদ্ধার হওয়া হরিণটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে হিংস্র প্রাণির আক্রমণের শিকার হয়ে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে হরিণটি। হরিণটি পাঁচ ফুট লম্বা এবং এর ওজন প্রায় দুই মন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাথরঘাটা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে পাথরঘাটা প্রাণিসম্পদ অধিদপ্তরের আহত অবস্থায় হরিণটি বন বিভাগের লোকজন নিয়ে আসে। হরিণটির শরীরের ২০টি শেলাই লেগেছে। হরিণটি সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
০৯ জানুয়ারি ২০২৪, ২২:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়