• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
আটা-ময়দা-সুজি দিয়ে তৈরি হতো অ্যান্টিবায়োটিক
দেশে যেসব ওষুধ কোম্পানি বন্ধ হয়ে গেছে, অথবা যে কোম্পানি দেশে নেই, সেসব কোম্পানির ওষুধ একটি অসাধু চক্র নকল করে বাজারজাত করে আসছে। নকল মোড়কে এসব ওষুধ বাজারে ছাড়া হতো। মোড়কের ভেতরে থাকত আটা–ময়দা ও সুজি দিয়ে তৈরি ক্যাপসুল বা ট্যাবলেট। ভয়ংকর এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) মতিঝিল ও বরিশাল কোতোয়ালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।  গ্রেপ্তারকৃতরা হলেন— শহীদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শাহীন, হৃদয় ও হুমায়ুন। তাদের কাছ থেকে ৪ লাখ ৯৬ হাজার ৩০০ পিস নকল অ্যান্টিবায়োটিক ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। সোমবার (১ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান। তিনি বলেন, চক্রটি ঢাকার সাভার ও কুমিল্লায় কারখানা তৈরি করে এ ট্যাবলেট তৈরি করত। পরে সেগুলো নিয়ে বরিশালে গুদামজাত করত। সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করা হতো। চক্রটি গত ৮-১০ বছর ধরে এ প্রতারণা করে আসছিলে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয়কর্মীর চাকরির পাশাপাশি এ প্রতারণা করছে। যেসব ওষুধের ভালো বাজার ছিল, কিন্তু কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় আর পাওয়া যায় না, সেসব ওষুধ তারা টার্গেট করত। নকল মোড়কে আসল ওষুধ বলে বিক্রি করত। এ ছাড়া যেসব ওষুধ কোম্পানি বাংলাদেশে নেই, বাজারে নেই, সেগুলোই তারা তৈরি করে বাজারজাত করত। হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তার শহীদুল দীর্ঘদিন ধরে বরিশালের নথুল্লাবাদ এলাকায় নকল বিভিন্ন অ্যান্টিবায়োটিক মজুত করে শাহীনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিলেন। হুমায়ুন অপসোনিন কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন। পাশাপাশি বিভিন্ন ফার্মেসিতে নকল অ্যান্টিবায়োটিক বিক্রয় করতেন। এ ছাড়া সিরাজুল ও হৃদয় নকল ওষুধ বিক্রয়ের যাবতীয় কাজ করতেন। কারখানায় নকল ওষুধ তৈরি করে সেগুলো কুমিল্লার আবু বক্কর বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে বাজারে সরবরাহ করতেন। এভাবেই চক্রটি নকল ওষুধ তৈরি ও বাজারজাত করত। এর আগেও এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। জামিনে বের হয়ে তারা আবার একই কাজ শুরু করেন। ডিবিপ্রধান বলেন, চক্রটি বাজারে থাকা ও বাজার থেকে বিলুপ্ত এমন ওষুধের মধ্যে রিলামক্স-৫০০ ট্যাবলেট, মক্সিকফ-২৫০, সিপ্রোটিম-৫০০ এমজি, এমোক্সস্লিন, জিম্যাক্স, মোনাস-১০ নকল করে বাজারে ছাড়ত। তারা কাফকা ফার্মাসিউটিক্যালস, ডক্টর টিমস ফার্মাসিউটিক্যালস, জেনিথ ফার্মাসিউটিক্যালস, কুমুদিনী ফার্মাসিউটিক্যালস, ইউনিয়ন ফার্মাসিউটিক্যালসের ওষুধ নকল করত। চক্রটি ১০ বছর ধরে ভেজাল ওষুধ তৈরি করে আসছে। তাদের নামে এ পর্যন্ত ১৫টি মামলা রয়েছে। এ পর্যন্ত ৮০টি ইউনানি ওষুধ কোম্পানির ভেজাল ওষুধ তৈরির বিষয়ে তথ্য তারা ওষুধ প্রশাসনকে দিয়েছেন। চক্রটির অন্য সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
০৪ এপ্রিল ২০২৪, ২২:১৬

নিজ যোগ্যতায় চাকরি পেলেও দিতে হতো ১৪ লাখ টাকা!
আগে থেকে চুক্তি থাকায় ১৪ লাখ টাকা তুলে দিতে হয় প্রতারক চক্রের হাতে। আর যাদের চাকরি হয় না তাদের থেকে নেওয়া চেক দেখিয়ে সাজানো হতো নতুন প্রতারণার ফাঁদ। সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগসহ সরকারি বিভিন্ন দপ্তরের চাকরির প্রলোভন দেখিয়ে চেক, স্ট্যাম্পে সাইন করিয়ে চাকরি প্রার্থীদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান। আটক প্রতারকের নাম আলী রেজা সুমন (৩৮)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার ডোমাইন ৭নং ওয়ার্ডের নিশ্চিতপুর গ্রামের এবাদত হোসেন মোল্লার ছেলে। রাজবাড়ীর ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল জেলার বালিয়াকান্দি উপজেলার সোনালী ব্যংকের সামনে থেকে আলামতসহ হাতেনাতে আটক করে প্রতারক চক্রের এক সদস্যকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রতিটি সরকারি দপ্তরে চাকরির সার্কুলার এলে সরব হয় এ চক্রটি। নেমে পড়ে প্রার্থী জোগাড়ে। সম্প্রতি শেষ হয়ে যাওয়া পুলিশ কনস্টেবলে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় তারা বিভিন্ন প্রার্থীর থেকে ‘চাকরি হওয়ার পর টাকা দেবেন’ বলে সিকিউরিটি বাবদ ১৪ লাখ টাকার চেক, স্ট্যাম্প ও শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ জমা রাখে। এভাবে যাদের মেধা ও যোগ্যতায় চাকরি হয়েছে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। আর যাদের চাকরি হয়নি তাদের চেক, স্ট্যাম্প ও সনদ দিয়ে শুরু করে নতুন প্রতারণা। রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, দীর্ঘদিন ধরে এ প্রতারক চক্রটি এরকম প্রতারণা করে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় প্রতারক চক্রের সদস্যের কাছ থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের বিভিন্ন শাখার ১৪ লাখ টাকার তিনটি চেক, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড, বিভিন্ন চাকরি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদসহ বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা হয়েছে। প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্ত বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
০২ এপ্রিল ২০২৪, ১৩:৩০

শেখ হাসিনা না থাকলে দেশের শান্তি বিনষ্ট হতো : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্ব না থাকলে অনেকের ষড়যন্ত্র ও চক্রান্তে দেশের শান্তি বিনষ্ট হতো। তার কারণেই আমরা সব ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে দেশের শান্তি বজায় রাখতে পেরেছি। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবার দেশের দখল নিয়েছিল মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি। স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রেতাত্মারা এখনও দেশের আনাচে-কানাচে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে। সুযোগ পেলেই তারা মাথাচাড়া দেয়। তাদের বিপক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের হাত ধরে এদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর ডাকে বীর মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে না পড়লে এ দেশকে আমরা হানাদার মুক্ত করতে পারতাম না। বাংলাদেশ স্বাধীন না হলে এখনও আমাদের দাসত্ব করতে হতো। মোহাম্মদ আরাফাত বলেন, নতুন প্রজন্মের কাছে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা তুলে ধরতে হবে। তাদের বোঝাতে হবে এত সহজে আমরা স্বাধীনতা পাইনি। তাহলে তারা স্বাধীনতাকে এত সহজে অন্য কারও হাতে হরণ করতে দেবে না। তিনি আরও বলেন, এই যুগেও আমাদের একেক জনের মুক্তিযোদ্ধা হিসেবে তৈরি হতে হবে। যেকোনো পরিস্থিতিতে দেশের শত্রুর বিপক্ষে শক্তভাবে দাঁড়াতে হবে। দেশের শত্রুদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
৩১ জানুয়ারি ২০২৪, ২৩:৪৩

বিএনপি এখন বলে, নির্বাচন করলেই ভালো হতো : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মধ্যে এখন চরম হতাশা। তারা বলে, তারেক জিয়াই সব শেষ করলো, নির্বাচন করলেই ভালো হতো। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে কালো পতাকা দেখিয়েছে। আর বিদেশিদের কাছে ধরনা দিয়েও কোনো লাভ হয় নাই। বিদেশিরা লাল পতাকা দেখিয়েছে। গতকালকে নাকি বিএনপি নেতারা বলেছে আমরা ভারত-রাশিয়া-চীনের সরকার। আমরা জনগণের সরকার, খেটে-খাওয়া মানুষের সরকার। এদেশের মানুষের মাধ্যমে নির্বাচিত সরকার। আমাদের সঙ্গে ভারত-রাশিয়া-চীনের যেমন ভালো সম্পর্ক তেমনই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়নের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। তাই বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। নির্বাচনে অংশ না নিয়ে হতাশাগ্রস্ত বিএনপি নেতাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তারেক জিয়াই বিএনপিকে ধ্বংস করেছে। এখন বিএনপির মধ্যে চরম হতাশা। তারা বলে তারেক রহমান সব শেষ করলো। আমরা নির্বাচন করলে ভালো হতো। বিএনপি নেতাদের সঙ্গে তো আমাদের দেখা হয় সামাজিক অনুষ্ঠানে দেখা হয়, ট্রেন স্টেশনে দেখা হয়, এয়ারপোর্টে দেখা হয়। তখন বলি ভাই কী ঘটনা, তখন বলে উনি সব শেষ করছে। উনি কে, উনি হচ্ছেন তারেক রহমান। তিনি বলেন, এই শীতে আমরা শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছি, শীতবস্ত্র বিতরণ করছি, বিএনপি কই, খুঁজে পাওয়া যায় না। বিএনপিকে খুঁজে পাওয়া যায় যখন পেট্রোল বোমা মারে। আর জাতীয় পার্টি কই, তাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এখন রওশন এরশাদ আর জিএম কাদের এই দুইটা নিয়ে ব্যস্ত আছেন। শুধু আওয়ামী লীগ জনগণের কাছে আছে। শুধু আওয়ামী লীগ আজকে শীতবস্ত্র বিতরণ বলুন, মানুষের কাছে অন্যান্য সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া বলুন, একমাত্র আওয়ামী লীগই করছে, মানুষের কাছে আছে। আওয়ামী লীগের রাজনীতি জনগণের রাজনীতি, খেটে খাওয়া গণমানুষের কল্যাণের রাজনীতি উল্লেখ করে মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। দূর থেকে মনে হয় প্রধানমন্ত্রী, যখন গিয়ে কথা বলবেন তখন মনে হবে উনি আপনার মা কিংবা বড় বোন। এমনই হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এখানেই হচ্ছে অন্যদের সাথে জননেত্রীর পার্থক্য। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকের সঞ্চালনায় ও সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্য়করী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন। 
২৮ জানুয়ারি ২০২৪, ২৩:০৪

শিল্পী সমিতির নির্বাচন করলে মাহিকে স্বতন্ত্র প্রার্থী হতে হতো না : নিপুণ
আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন শোবিজের অনেক তারকাই। সেই কাতারে আছেন নায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন  মাহি। ট্রাক প্রতীক নিয়ে তুমুল প্রচারণা চালাতেও দেখা গেছে তাকে। রাজশাহী অঞ্চলের গোদাগাড়ী ও তানোরের মানুষও মাহিকে সমর্থন দিচ্ছেন। নির্বাচনে জয় নিয়ে মাহিও বেশ আশাবাদী। নায়িকা হলেও মাহির প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি ঢাকাই সিনেমার কোনো পরিচিত মুখকে! এমনকি শিল্পী সমিতির একাধিক সদস্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঢাকা ১০ আসনে ফেরদৌসের প্রচারণায় থাকলেও মাহির সঙ্গে ছিলেন না! এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ কথা বলেন আরটিভির সঙ্গে। এফডিসিতে শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, শিল্পী সমিতির নির্বাচন করলে তাকে (মাহি) স্বতন্ত্র প্রার্থী হতে হতো না। তার মানে এই নয় যে শিল্পী সমিতির নির্বাচন করলে নৌকা প্রতীক পাওয়া যেত।  চিত্রনায়িকা নিপুণ আরও বলেন, শিল্পী সমিতির নির্বাচন অনেক বড়, তা নয়। তবে শিল্পী সমিতির নির্বাচনেও তফশিল ঘোষণা হয়, নির্বাচন কমিশন, আপিল বিভাগ সবই থাকে। এত বড় জায়গায় যাওয়ার আগে শিল্পী সমিতির নির্বাচন করে অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে। তাহলে তার জন্য জাতীয় নির্বাচনের পথটা হয়তো আর একটু সহজ হতো। মাহির জন্য সবসময় শুভকামনা জানিয়েছেন নিপুণ বলেন, মাহির স্বামী সবসময় তার সঙ্গে আছে। এটাও জেনেছি তার স্বামী রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের। সবসময় মাহির সঙ্গে তার স্বামীকে দেখে আমার খুব ভালো লাগে। তার ট্রাক মার্কার শুভকামনা। প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে ১৭ দফা উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেন বাংলাদেশের রুপালি পর্দার এই নায়িকা। যেখানে তিনি নির্বাচিত হলে কী ধরনের উন্নয়নমূলক কাজ করবেন, তার প্রতিশ্রুতি দিয়েছেন।
০৫ জানুয়ারি ২০২৪, ২০:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়