• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
বাড়ল সয়াবিন তেলের দাম
১০ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা এবং বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।  এ ছাড়া লিটারপ্রতি খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা।  নতুন এই দাম আজ (মঙ্গলবার) থেকে কার্যকর করা হবে।  এর আগে, এদিন সকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সয়াবিন তেলের দাম কমবে না। আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। ট্যারিফ কমিশনের মাধ্যমে একটি নতুন দাম বেঁধে দেওয়া হবে।
৩ ঘণ্টা আগে

ডিবি পরিচয়ে সয়াবিন তেলভর্তি ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ৭
নরসিংদীর শিবপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৭৫ ড্রাম সয়াবিন তেল ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় লুট হওয়া ৭৫ ড্রাম সয়াবিন তেল, হ্যান্ডকাপ, ডিবি লেখা কয়েকটি স্টিকার, লেজার লাইট, হাতুড়ি, পুলিশ ক্যাপ, ওয়াকিটকি, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি, লুণ্ঠিত মালামাল বিক্রির নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়। সোমবার (২৫ মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।  এর আগে রোববার নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতিতে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার সোনাব এলাকার মৃত তারা মিয়ার ছেলে মো. নাদিম হোসেন আনিছ (২৯), রূপসী এলাকার মৃত নুরুল হক মীরের ছেলে মো. তোহা মীর শাওন (৩৮), নরসিংদীর মাধবদী থানার ছোট গদাইরচর এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. অন্তর (২৮), আলগী কান্দাপাড়া এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে মো. আল আমিন (২৫), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার পশ্চিম কেওঢালা এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. মামুন (২৯), হবিগঞ্জ জেলার সৈয়দপুর এলাকার মৃত সমসু শামসু মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩৫) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মালিহাটা এলাকার মোঃ আলী হোসেনের ছেলে মো. ইলিয়াছ (২৩)। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৪ জনের বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিভিন্ন অপরাধে মোট ২৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার জানান, গত ১৫ মার্চ রাতে নারায়ণগঞ্জের রূপসী এলাকার একটি তেল কারখানা হতে ৭৫ ড্রাম সয়াবিন তেল ভর্তি করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রাক। রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া পুকুরপার এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে সামনে গিয়ে পুলিশি সংকেত দিয়ে ট্রাকের গতিরোধ করে। এ সময় ৭-৮ জন ব্যক্তি ট্রাকচালক ও তার সহকারীকে ডিবি পরিচয় দেয়। পরে চালক ও তার সহকারীকে ট্রাকে অবৈধ মালামাল আছে বলে নামিয়ে হ্যান্ডকাপ পরায়। পুলিশ সুপার আরও জানান, এক পর্যায়ে চালক ও সহকারীসহ তেল ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে মাধবদী থানার ডাঙ্গা সড়কের পাশের একটি ইটভাটার সামনে হ্যান্ডকাপ খোলে গামছা দিয়ে হাত ও চোখ বেঁধে চালক ও সহকারীকে ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডিবি পরিচয় দেওয়া ডাকাতরা। এ ঘটনায় তেল মালিক বিমল পাল গত ১৭ মার্চ শিবপুর থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতিতে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করে।
২৫ মার্চ ২০২৪, ২০:৩৯

৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
সরকার স্থানীয়ভাবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। প্রতি লিটার তেলে দাম পড়বে ১৫৫ টাকা ৯৭ পয়সা।  বৃহস্পতিবার (১৪ মার্চ) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া প্রতি কেজি ১০৪ টাকা ৯০ পয়সা দরে ৬ হাজার টন মসুর ডাল ও প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে ৮ হাজার টন চিনি কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানি, যার প্রতি টনের দাম পড়বে ২৮৮ মার্কিন ডলার। সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে, প্রতি মেট্রিক টন ৫৮১ মার্কিন ডলার দরে। সার আমদানি করা হবে রাশিয়া থেকেও, প্রতি মেট্রিক টন ২৮৯ দশমিক সাত পাঁচ মার্কিন ডলার দরে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার।  স্পট মার্কেট থেকে ৪টি উৎসে ৪ কার্গো এলএনজি কিনবে সরকার। পর্যায়ক্রমে প্রতি এমএমবিটিইউ এর দাম ৯ দশমিক সাত পাঁচ, ৯ দশমিক তিন ছয়, ৯ দশমিক চার সাত ও ৯ দশমিক দুই তিন মার্কিন ডলার।  এ ছাড়াও খুলনার রূপসা, মৌলভীবাজারের রাজনগর এবং রাজবাড়ীর গোয়ালন্দতে ২০ বছর মেয়াদি ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
১৪ মার্চ ২০২৪, ১৫:৫৪

সয়াবিন তেলের দাম কোথাও কম, কোথাও বেশি
সয়াবিন তেলের সরকার নির্ধারিত নতুন দাম শুক্রবার ১ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সেই দাম খুব একটা কার্যকর হয়নি। আগের দামেই বিক্রি হচ্ছে এ অতিপ্রয়োজনীয় নিত্যপণ্যটি। আবার কোথাও কোথাও সয়াবিনের দাম কিছুটা কম রাখা হচ্ছে। আগের দামে বিক্রির পেছনে বাজারে নতুন মোড়কের বোতলজাত সয়াবিন আসেনি, এমন অজুহাত দেখিয়ে বিক্রেতারা সাধারণ ক্রেতাদের কাছ থেকে আগের দামই নিচ্ছে। অন্যদিকে কোম্পানিগুলোর দাবি, নতুন দরের সয়াবিন বাজারে ছাড়া হয়েছে। সম্প্রতি সরকার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী এখন প্রতি লিটার নতুন বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা টাকায় ও খোলা সয়াবিন তেল ১৪৯ টাকায় বিক্রি হওয়ার কথা। সোমবার (৪ মার্চ) ঢাকার শান্তিনগর, মালিবাগ, মগবাজার, হাতিরপুল, কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৩ টাকায়। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিকিও হচ্ছে ৮৪৫ টাকায়। ক্রেতাদের বাধ্য হয়ে  লিটার দামেই বোতলজাত সয়াবিন কিনতে হচ্ছে। খোলা সয়াবিন তেল এখন ১৪৯ টাকা লিটার দরে বিক্রি হওয়ার কথা। খুচরা বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫০ টাকার ওপরে। তবে কোথাও কোথাও সরকার নির্ধারিত দামে তেল বিক্রি করতে দেখা গেছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়লে, কোম্পানিগুলো বোতলের গায়ে বাড়তি দামের মোড়ক লাগিয়ে দ্রুত ছেড়ে দেয়। কিন্তু কমানোর সময় ধীরগতিতে কমায়। নতুন দাম কার্যকরের ঘোষণা বেশ আগেভাগে দেওয়া হলেও নতুন দামের পণ্য আসেনি। তাই ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের দাম কমানো যাচ্ছে না। তদারকির বিষয় বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, বেশ কয়েকটি মিলে মোড়ক প্রিন্টিংয়ের কাজ চলছে। এর আগে শুক্রবার বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, খুচরা বাজারে প্রভাব পড়তে দু-এক দিন সময় লাগতে পারে। এ বিষয়ে তদারকি শুরু হয়েছে। প্রতিটি তেলের মিলে আমাদের টিম গেছে।  
০৪ মার্চ ২০২৪, ১৮:০৯

সয়াবিন তেলের নতুন দাম কার্যকর
প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স। ঘোষিত সময়ের তিন দিন পর রোববার (৩ মার্চ) থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর করলো সরকার।  এর আগে সাধারণ ক্রেতারা বলেছেন, কোনো পণ্যের শুল্ক বা বিশ্ববাজারে দাম বাড়লে রাতারাতি সেটার প্রভাব পড়ে দেশের বাজারে। কিন্তু কমার সময় চলে টালবাহানা। ব্যবসায়ীদের সঙ্গে বসে আলোচনা করে ১ মার্চ থেকে সয়াবিন তেলের দাম ১০ টাকা কমানোর ঘোষণা দেওয়া হলেও সেটি এখনও কার্যকর হয়নি।  এক বিক্রেতা বলেন, সরকার ঘোষণা দিয়েছে ১ তারিখ থেকে সয়াবিন তেলের নতুন দর কার্যকর হবে। কিন্তু কোম্পানি বলছে, ৩ থেকে ৪ দিন লাগবে তেল আসতে।  গত শনিবার (২ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আগামীকাল (রোববার) থেকে সরকার নির্ধারিত ১৬৩ টাকা লিটার দামে ভোজ্য তেল পাওয়া যাবে। ইতোমধ্যে মিলগুলোতে তেলের মূল্য তদারকিতে মন্ত্রণালয়ের টিম যাচ্ছে। এছাড়া রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম ভোক্তার নাগালে রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে যোগ করেন। এ সময় চলতি সপ্তাহে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির কথাও জানান বাণিজ্যমন্ত্রী। এর আগে গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্সের সভায় সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়। নতুন দাম অনুযায়ী, বোতলজাত প্রতি লিটারে দাম ১৬৩ এবং পাঁচ লিটারের দাম ৮০০ টাকা হওয়ার কথা। আর খোলা প্রতি লিটার সয়াবিন তেলের দাম হওয়ার কথা ১৪৯ টাকা। সেদিন সভায় জানানো হয়েছিল, নতুন দাম কার্যকর হবে ১ মার্চ থেকে। গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে চার নিত্যপণ্যের শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব পণ্য হলো চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর। এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।  
০৩ মার্চ ২০২৪, ১২:২৩

সয়াবিন তেলের নতুন দাম কার্যকর ১ মার্চ 
ভোক্তা সাধারণ আগামীকাল ১ মার্চ থেকে নতুন দামে সয়াবিন তেল কিনতে পারবেন। আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে দেশের খুচরা বাজারে সয়াবিন তেলের এ নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংস্থাটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ১ মার্চ থেকে বোতলজাত ১ লিটার তেল ভোক্তা সাধারণ পাবেন ১৬৩ টাকায়। আর ৫ লিটার বোতলজাত তেল খুচরা পর্যায়ে মিলবে ৮০০ টাকায়। তাছাড়া কাল থেকে ১৪৯ টাকায় ১ লিটার খোলা সয়াবিন তেল কিনতে পারবেন ভোক্তারা। এর আগে গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছিলেন, আগামীতে প্রতি মাসেই সমন্বয় হবে সয়াবিন তেলের দাম। মার্চের পর এপ্রিল থেকে প্রতি মাসের ১৫ তারিখে তেলের দর সমন্বয় করা হবে।  
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৪

১৭৪ কোটি ৬৬ লাখ টাকার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন
স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই তেল কিনতে মোট খরচ পড়বে ১৭৪ কোটি ৬৬ লাখ টাকা। সেই হিসেবে প্রতি লিটারে খরচ পড়বে ১৫৮ দশমিক ৭৯ টাকা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুযারি) এটি ছাড়াও মোট ১২টি প্রস্তাব অনুমোদন পেয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, ২০২৩-২৪ অর্থবছরের জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১৬৬ কোটি ৭৫ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩০৩ দশমিক ১৯ মার্কিন ডলার। সেইসঙ্গে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হবে, যার মোট দাম পড়বে ৮৩ কোটি ১২ লাখ টাকা। এছাড়া জিটুজি পদ্ধতিতে ২৫৩ কোটি ৪৪ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে সৌদি আরব থেকে। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৭৬ ডলার। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ কেনা হবে, যার দাম পড়বে ১৪৯ কোটি ৯৯ লাখ টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণে ১৮৯ কোটি ৫৭ লাখ টাকার একটি প্রকল্পও অনুমোদন পেয়েছে আজকের সভায়। এছাড়া, এলএনজি আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।  
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১

‘প্রতি মাসেই সমন্বয় হবে সয়াবিন তেলের দাম’
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সয়াবিন তেলের দাম আগামী ১ মার্চ থেকে লিটারে ১০ টাকা কমছে। আর এপ্রিল থেকে প্রতি মাসের ১৫ তারিখে তেলের দরের সমন্বয় করা হবে।  মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ন্যাশনাল বোর্ড অব রিভিনিউ তেলের মূল্য কমিয়েছে। আমদানি পর্যায়েও দাম কমানো হয়েছে। ফলে ট্যারিফে পণ্যটির মূল্য ৫ টাকা কমানো গেছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আরও ৫ টাকা কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা। আগে যা ছিল ১৭৩ টাকা।    এদিকে রমজানকে সামনে রেখেই বেড়েছে পেঁয়াজের দামও। তবে ভারত থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত গ্রহণ করায় দেশে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানান আহসানুল ইসলাম। তিনি বলেন, রোজায় বাজার ঠিক রাখতে ভারত থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানি করা হবে। তিনি আরও বলেন, আমাদের নৌপরিবহন চুক্তি আছে। সে অনুযায়ী, মিয়ানমার থেকে সহজে পণ্য নিয়ে আসতে পারব। চাল, ডাল, পেঁয়াজ এবং আদা সীমিত পরিসরে আনা যাবে। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, রমজানে এক কোটি পরিবার বিশেষ সুবিধা পাবে। প্রসঙ্গত, দেশে ভোজ্যতেলের চাহিদা বছরে ২২ লাখ টনের মতো হলেও শুধু রমজান মাসেই লাগে প্রায় ৪ লাখ টন। আর ভোজ্যতেলের সিংহভাগই আমদানিনির্ভর। তাই আন্তর্জাতিক বাজারে দাম ওঠা-নামা করলে দেশেও এর প্রভাব পড়ে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ খানিকটা নিম্নমুখী হলেও ডলারের চড়া দরের অজুহাতে সেই হারে সমন্বয় করেননি উদ্যোক্তারা। তাই ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে ১ মার্চ থেকে লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়।  
২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২১

সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
সরকার ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করেছে, যা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাক্সফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি ১০ টাকা কমানো হচ্ছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান। নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতিলিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকায় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া খোলাবাজারে প্রতিলিটার ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৯ টাকায়।  নির্ধারিত দামে বিক্রি করা না হলে ১৯৫৬ সালের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, ভোক্তা অধিকার আইন ও বিশেষ ক্ষমতা আইনে প্রয়োজনে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়