• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
নোয়াখালীতে পার্কের দাবিতে স্মারকলিপি
নোয়াখালীতে সকল বয়সীদের জন্য আধুনিক ও নান্দনিক পৌরপার্কের দাবিতে মানববন্ধন-সমাবেশ হয়েছে।  মঙ্গলবার দুপুরের দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বড় দীঘিকে ঘিরে শিশু বিনোদনের জন্য শিশু পার্ক, জেষ্ঠ্য নাগরিকদের জন্য ওয়াকওয়ে নির্মাণের দাবি করা হয়।  বক্তারা বলেন, শত বছরের পুরনো প্রথম শ্রেণির নোয়াখালী পৌরসভা হলেও এ শহরে আজ পর্যন্ত নাগরিকদের জন্য কোনো বিনোদন কেন্দ্র গড়ে ওঠেনি। এ সময় তারা, নোয়াখালী জেলা শহর মাইজদীকে একটি পরিচ্ছন্ন বসবাস উপযোগি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার উপরও জোর দেন। নাগরিকদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়। নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুদ কাইয়ুম, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, এসোগড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়ালসহ অনেকে। এ ছাড়া মানববন্ধন-সমাবেশে শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক ও নোয়াখালী পৌরসভার মেয়র বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে একই দাবিতে দুই দিনব্যপী শহরে লিফলেট বিতরণ করা হয়।  
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩০

বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে জাতিসংঘে স্মারকলিপি
বাংলাদেশে আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, নিরাপরাধ মানুষ হত্যা, অগ্নি-সন্ত্রাস বন্ধে এবং বিএনপি-জামায়াত নিষিদ্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।  বিক্ষোভ শেষে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি দিয়েছেন তারা।  স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় নির্বাচন বানচাল করার দেশি ও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে প্রতিবাদ জানান বক্তারা। তারা বলেন, ‘এসব ষড়যন্ত্রকারীরাই ১৯৭১এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং এখন বাংলাদেশের উন্নয়ন চায় না।’ বক্তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এক থেকে নির্বাচন সফল করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিউইয়র্কের সমাবেশ থেকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রবাসী বাঙালিরা সমাবেশে বলেন, ‘বিএনপি নির্বাচন ভণ্ডুল করার যাবতীয় অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন মানুষকে ভোট দিতে নিরুৎসাহিত করছে। অথচ বাংলাদেশের জনগণ নির্বাচন চায়। তারা যেন যথাযথভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পথে বাধা সৃষ্টিকারী যেকোনো অপশক্তিকে রুখে দিতে আহ্বান জানানো হয়। যারা নির্বাচন বানচালের চেষ্টা চালাবে, পশ্চিমা রাষ্ট্রগুলোর তাদের ওপর স্যাংশন দেওয়ার হুমকির কথা স্মরণ করিয়ে দিয়ে সমাবেশে যুক্তরাষ্ট্র বক্তারা, জামায়াত-বিএনপির সকল অপতৎপরতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা বলেন,‘ নির্বাচন নস্যাৎ করার জন্য বিএনপি-জামায়াত দেশজুড়ে জ্বালাও-পোড়াও চালাচ্ছে।’ এসব অপরাজনীতি ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পশ্চিমা শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরলস কাজ করছেন তখন বিএনপি-জামায়াতের দেশব্যাপী নাশকতা চালাচ্ছে বলে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এসব জ্বালাও-পোড়াওয়ের ফলে শিশুসহ যাদের করুণ মৃত্যু হয়েছে, তাদের স্মরণ করে নৃশংস ওইসব ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে। অগ্নিসন্ত্রাসসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। এ লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
০৪ জানুয়ারি ২০২৪, ১৮:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়