• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
নওগাঁয় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত
নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলেসহ দু’জন আহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের শাহপুর ইয়াদ আলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নারকেলি উত্তরপাড়া গ্রামের এনামুল হক (৪৩) ও তার স্ত্রী বৃষ্টি খাতুন (৩২)।  এনামুল হক আনসার ব্যাটেলিয়ান বাহিনীর সদস্য ছিলেন। এনামুল ও বৃষ্টি দম্পতির ছেলে জুনাইদ ইসলাম (৫) গুরুত্বর আহত অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আনসার ব্যাটালিয়ন বাহিনীর জেলা কমান্ডার রাফিউদ্দিন জাকারিয়া জানিয়েছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে তারা উপস্থিত হয়ে এনামুল হক ও তার স্ত্রীর মরদেহ দেখতে পান তারা। নিহত দম্পতির পাঁচ বছর বয়সী সন্তান আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি আছে। প্রাথমিক অবস্থায় পুলিশ সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সকল কার্যক্রম শেষে আনসার বাহিনীর নিয়ম অনুযায়ী তাদের দাফন কাফনের ব্যবস্থা করবে নওগাঁ আনসার বাহিনী। প্রত্যক্ষদর্শী ও নওগাঁ সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এনামুল হক স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নারকেলি উত্তরপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের শাহপুর ইয়াদ আলীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এনামুল হক ও তার স্ত্রী বৃষ্টি খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় এনামুল ও বৃষ্টি দম্পতির ছেলে জুনাইদ ও অপর মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয় লোকজন ২৫০ বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ইউনিটের সহায়তায় মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত দম্পতির স্বজনরা আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৭ এপ্রিল ২০২৪, ১২:২৯

কর্মস্থলে ফেরার পথে আশুলিয়ায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত
ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দেলোয়ার হোসেন ও তার স্ত্রী হাসি বেগম। তাদের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়।  জানা যায়, দেলোয়ার হোসেন আশুলিয়ার রাতুল নিটওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানায় লাইনচিফ পদে চাকরি করতেন ও তার স্ত্রী গৃহিনী। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জিরাবো-বিশমাইল সড়ক দিয়ে মোটরসাইকেল আরোহী দম্পতি জিরাব এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে একটি ট্রাক তাদের চাপা দেয়। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক আরাফাত উদ্দিন। তিনি বলেন, ‘খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলও পরিদর্শন করেছি। নিহতদের স্বজনেরা এসেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
১৭ এপ্রিল ২০২৪, ১১:০৫

কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাসের চাপায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ওই ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি।  রোববার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বড়ইতলী গ্রামে নিহত পরিবারের বাড়িতে গেলে এমন চিত্র দেখা যায়। নিহতরা হলেন উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেলের ছেলে আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিন (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন সালনা হাইয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন।                                   পরিবারের বরাতে পুলিশ জানায়, আসিফ মাহমুদ ও তানজিনের দশ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। রোববার রাতে আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিনকে নিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ির ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌছালে জামালপর পরিবহনের একটি বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিনকে চাপা দেয়। তারা দুজনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় দুজনই গুরুত আহত হন।  পুলিশ আরও জানায়, আহত অবস্থায় আসিফ মাহমুদ ও তানজিনকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পরে পুলিশ তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  এ বিষয়ে ওসি মো. শাহাদাত হোসেন বলেন, আমরা বাসটিকে জব্দ করেছি। তবে বাসের চালককে আটক করা যায়নি।  এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।
১৫ এপ্রিল ২০২৪, ১৪:৪২

ঈদে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রী নিহত
ঈদের ছুটিতে মোটরসাকেলে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাটের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাইদুর রহমান (২৮) তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাকরি করতেন। ঈদের ছুটিতে স্ত্রী সোনিয়া আক্তারকে নিয়ে তিনি মোটরসাইকেলে করে নিজ বাড়ি কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলেন। পথে লক্ষ্মীকুড়া বাজার এলাকায় পৌঁছাতেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাকেলের ধাক্কা লাগে। এতে এতে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। আর স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
০৫ এপ্রিল ২০২৪, ১৬:৪০

স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, হঠাৎ ধর্ষণ মামলা প্রেমিকার
সাভারে সাবেক ছাত্রলীগের এক নেত্রীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শাহরাইল থেকে সাভার মডেল থানা পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তার গ্রামের বাড়ি পাবনায়।  পুলিশ জানায়, সাভারের চাপাইনের লালটেক এলাকায় বাদী ও বিবাদী স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া করে বসবাস করছিলেন। তাদের উভয়েরই গ্রামের বাড়ি পাবনায়। বিবাদী সোহেল রানা হঠাৎ অন্য এক নারীকে বিয়ে করেন। এ কারণে স্ত্রী পরিচয়ে বসবাস করা নারী সোহেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন।  এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিব সিকদার বলেন, এক নারীকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। জানা গেছে, অভিযোগকারী নারীও ছাত্রলীগের একটি ইউনিটের কমিটিতে ছিলেন।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৯

স্বামী-স্ত্রী দুজনেই পেলেন ফিল্মফেয়ার সম্মাননা
ভারতের সিনেমার জগতে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে ধরা হয় ফিল্মফেয়ারকে। চলতি বছরে এটি পা রাখল ৬৯ বছরে। রোববার (২৮ জানুয়ারি) গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রের অন্যতম বড় সম্মান প্রদানের অনুষ্ঠান। এই অ্যাওয়ার্ড নাইট ২০২৩ সালে ভারতীয় সিনেমার সেরাদের সম্মান জানায়।  রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, কারিনা কাপুর খান, জাহ্নবি কাপুর, সারা আলি খান ও কার্তিক আরিয়ানদের পারফরম্যান্স জমজমাট ছিল সন্ধ্যা। পরিচালক ও টক শো হোস্ট করণ জোহর, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মনীশ পাল ছিলেন সঞ্চালনায়। সংগীতের জগতেও বিজেতাদের তালিকা হতাশ করেছে অরিজিৎ সিংয়ে ভক্তদের। কারণ সেরা গায়কের অ্যাওয়ার্ড এল না তার হাতে। গত বছর অবশ্য জিতেছিলেন তিনি ‘ব্রহ্মাস্ত্র’র ‘কেশরিয়া’ গানটির জন্য। তবে ফিল্মফেয়ারেও কিন্তু জয়জয়কার বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি আলিয়া আর রণবীরের। ২০২৪ সালে দুজেনই ব্ল্যাক লেডি পেলেন হাতে। বিজেতার তালিকায় নাম রয়েছে রানি মুখোপাধ্যায়, শাবানা আজমি, শেফালি শাহ, বিক্রান্ত মাসেদের। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪-এর সম্পূর্ণ বিজয়ীদের তালিকা: এবারের ফিল্মফেয়ারে একাধিক অ্যাওয়ার্ড পেল ‘টুয়েলভফ ফেল’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা দুটি। দুটি ব্লকবাস্টার উপহার দিয়েও খালি হাত শাহরুখের। দেখে নিন ফিল্মফেয়ার ২০২৪-এর বিজয়ীদের তালিকা- সেরা চলচ্চিত্র (জনপ্রিয়): টুয়েলভথ ফেল সেরা চলচ্চিত্র (সমালোচক): জোরাম সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল) সেরা অভিনেতা: রণবীর কাপুর (অ্যানিমেল) সেরা অভিনেতা (সমালোচক): বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল) সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি) সেরা অভিনেত্রী (সমালোচক): রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে)/শেফালি শাহ (থ্রি অফ আস) সেরা সহ-অভিনেতা: ভিকি কৌশল (ডাঙ্কি) সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি) সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে/ রকি অউর রানি কি প্রেম কাহানি) সেরা মিউজিক অ্যালবাম: অ্যানিমেল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল) সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি/অ্যানিমেল) সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (বেশরম রং/পাঠান) আজীবন সম্মাননা: ডেভিড ধাওয়ান
২৯ জানুয়ারি ২০২৪, ১৬:৩৯

আদালত ভবনে ধস্তাধস্তি, ৩ তলা থেকে পড়ে গেল স্বামী-স্ত্রী
পারিবারিক কলহের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে মেহেরপুর জজকোর্টের তিন তলার বারান্দা থেকে নিচে পড়ে আহত হয়েছেন এক দম্পতি।  আরও পড়ুন : চাকরির নিয়ম পরিপন্থি কাজে বাধা, চিকিৎসকের অসদাচরণ   সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মামনুর রশিদ (৩৫) ও সিমা খাতুন (২৮)। মামনুর রশিদ গাংনী উপজেলার শওড়াতলা গ্রামের আবুল কাশেমের ছেলে। সিমা খাতুন একই উপজেলার কামদেবপুর গ্রামের মালিপাড়ার ফরিদুল ইসলামের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন কালো বোরকাপরা নারী ও মেরুন রঙের জ্যাকেট পরিহিত পুরুষ আদালত ভবনের তিনতলা বারান্দায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে আদালতের বারান্দা থেকে তারা দুজনই নিচে পড়ে আহন হন। রেলিং ছোট হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আরও পড়ুন : হোটেলে রোহিঙ্গা তরুণীর বিয়ের আয়োজন, পুলিশের বাধায় পণ্ড   আহত সিমা খাতুন বলেন, ২০১১ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের পর সংসার ভালোই চলছিল। তবে সংসারে বাচ্চা না হওয়াকে কেন্দ্র করে দুই পরিবারে বিবাদে জড়িয়ে আদালতে পৃথক মামলা করে। ২০২৩ সালের জুলাই মাসে আদালতে মামলা রুজু করা হয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মামনুর রশিদকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আদালতে ২০ হাজার টাকা জমা দিতে এসেছিলেন মামুন।
১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪২

জানাজায় অংশ নিতে গিয়ে লাশ হলেন স্বামী-স্ত্রী
গাজীপুরের কালিয়াকৈরে ভাতিজির জানাজার নামাজে অংশ নিতে গিয়ে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ওই দম্পতির ছেলে বিসিএস কর্মকর্তা আহত হয়েছেন। তারা সিএনজি যোগে ভাতিজির জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সোয়া তিনটায় কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষের ঘটনায় তারা মৃত্যুবরণ করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচিঘাটা গ্রামের মজিবুর রহমান (৭৫) ও তার স্ত্রী হাবিবা (৬৫)। মহেজ উদ্দিন এঘটনায় ও দম্পতির ছেলে গাজীপুর সরকারি মহিলা কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক হাবিবুর রহমান আহত হয়েছে। হাবিবুর রহমান ৩৩তম বিসিএস’র শিক্ষা ক্যাডার। ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা জানান, মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটের সময় হাবিব তার বাবা ও মাকে নিয়ে সিএনজি যোগে কাচিঘাটা গ্রামে ফিরছিলেন। তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় পৌঁছান মাত্রই বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকায় হাবিবুর রহমান, মজিবুর রহমান, হাবিবা খাতুন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে হাবিবা খাতুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাবিবুর রহমান ও মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মজিবুর রহমান মারা যান। গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে। আটক ট্রাক চালক আলী আহমেদ (৩০) গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার পাইনশাইল গ্রামের আব্দুস ছালামের ছেলে।  ফুলবাড়িয়ার মোথাপাড়া গ্রামের সাব্বির আহমেদ কছিম জানান, মজিবুর রহমানের ভাতিজি কমলা খাতুন মঙ্গলবার সকালে মারা যান। বিকেলে কমলা খাতুনের জানাজা শেষে তারা বাড়ি ফিরছিলেন।
০২ জানুয়ারি ২০২৪, ২১:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়