• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
জাবির সঙ্গে পুলিশ স্টাফ কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুলিশ স্টাফ কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক চুক্তিতে পুলিশ স্টাফ কলেজের পক্ষে ভাইস রেক্টর মো. রেজাউল হক, পিপিএম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার স্বাক্ষর করেন। সোমবার (১৫ জানুযারি) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বেলা সাড়ে ১২টায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আমিন এবং পুলিশ স্টাফ কলেজের পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এমডিএস (ট্রেইনিং) ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সমঝোতা স্মারক চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ স্টাফ কলেজের প্রশিক্ষণার্থী শিক্ষা-গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, ইন্টার্ণশিপ প্রভৃতি ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ লাভ করবেন। এসময় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক বশির আহমেদ, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান, অধ্যাপক ড. মো. নূরুল আমিন এবং পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম (বিপিএম, পিপিএম) মো. মতিউর রহমান শেখ, এমডিএস (এ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এমডিএস (ট্রেইনিং), মো. শাহজাহান, পিপিএম, পরিচালক (গবেষণা ও প্রকাশনা) প্রমুখ উপস্থিত ছিলেন।
১৫ জানুয়ারি ২০২৪, ২১:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়