• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
‘আমিও একইভাবে ছবি তুলে খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করব’
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিত তিনি। কথা বলতে যেন কাউকেই পরোয়া করেন না এই অভিনেত্রী। প্রায় সময়ই নানান বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন স্বস্তিকা। সম্প্রতি একটি ছবির প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন স্বস্তিকা। শুধু তাই নয়, ছবিটির মতো করে নিজের একটি ছবি তুলেও খারাপ মেয়েদেরকে উৎসর্গ করার কথাও জানান তিনি।     ছবিটি শেয়ার করে ক্যাপশনে স্বস্তিকা লিখেছে— ‘দারুণ হয়েছে। আমিও এরকম একটা ছবি তুলব, ল্যামপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে যদি ওরা জানত। আমার বন্ধু ফটোগ্রাফাররা একটু হাত খালি হলে জানিও।’   সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দেওয়া মাত্রই পাঁচ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে স্বস্তিকার কমেন্টসবক্সে। অভিনেত্রীর মতো তারাও প্রশংসা করেছে ছবিটির।     বরাবরই স্বাধীনচেতা মানুষ স্বস্তিকা। যে কোনো বিষয় নিয়েই খোলামেলা কথা বলতে পছন্দ করেন তিনি। এমনকি অন্যায়ের বিরুদ্ধেও কথা বলতে পিছপা হন না এই অভিনেত্রী।    
২২ মার্চ ২০২৪, ১৩:২৭

বাংলাদেশের প্রতি স্বস্তিকার ভালোবাসা (ভিডিও)
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গত ২০ জানুয়ারি। শুরুর দিন থেকেই দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে এই চলচ্চিত্র উৎসব। আর এতে অংশ নিতে বাংলাদেশে এসেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।  বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে প্রদর্শিত হয় স্বস্তিকা অভিনীত নতুন সিনেমা ‘বিজয়ার পরে’। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রীসহ সিনেমার অন্য কলাকুশলীরাও ।  এদিন বিকেল সাড়ে ৫টায় জাতীয় জাদুঘরের নিচতলার সিনেপ্লেক্সে ‘বিজয়ার পরে’ সিনেমার নানান বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বস্তিকা। সেই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই নায়িকা।     শুক্রবার (২৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে ভিডিওটি শেয়ার করেন স্বস্তিকা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ভালোবাসি বাংলাদেশ।     গণমাধ্যমে স্বস্তিকা বলেন, ফেসবুকে ঢাকার দর্শকদের অনেকেই বলেছিলেন, ‘বিজয়ার পরে’ সিনেমাটি প্রদর্শনীর সময় যেন বাংলাদেশি শাড়ি পরে আসি। দেখুন, আমি বাংলাদেশের শাড়ি পরেই আসলাম। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা।  ঢাকার দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে অভিনেত্রী আরও বলেন, সারা বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপনারা যে ভালোবাসা দেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। ঢাকায় এসে যেখানেই যাচ্ছি, এতো ভালোবাসা পাচ্ছি, এতো উন্মাদনা দেখছি। আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্পে নির্মিত হয়েছে ‘বিজয়ার পরে’। মূলত এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই চারদিন আগে ঢাকায় এসেছেন স্বস্তিকা।   প্রসঙ্গত, স্বস্তিকা ছাড়াও ‘বিজয়ার পরে’ সিনেমায় আরও অভিনয় করেছেন— মমতা শঙ্কর, দীপঙ্কর দে, মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকেই।  
২৬ জানুয়ারি ২০২৪, ১২:৪৩

‘নায়িকাদের বয়স বাড়লে একটু ভয় লাগে’
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বরাবরই ব্যক্তিগত বিষয় নিয়ে স্পষ্টভাষী তিনি। এবার নিজের বয়স নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছেন স্বস্তিকা।   বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ছিল স্বস্তিকা অভিনীত নতুন সিনেমা ‘বিজয়ার পরে’র প্রদর্শনী। এদিন সেখানে উপস্থিত ছিলেন স্বস্তিকা।  এসময় সাংবাদিকদের সঙ্গে নিজের নানান বিষয় নিয়ে কথা বলেন স্বস্তিকা। সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, নায়িকাদের বয়স বাড়লে একটু ভয় লাগে।     স্বস্তিকা বলেন, বর্তমানে আমার বয়স ৪৩ বছর। এমনিতেই বয়স বাড়লে একটু ভয় লাগে। মন খারাপ লাগে এই ভেবে যে, মনে হয় মানুষের ভালোবাসা বুঝি এই একটু কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসে সেই ধারণাটা আমার মন থেকে মুছে গেছে। ঢাকার দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে অভিনেত্রী আরও বলেন, সারা বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপনারা যে ভালোবাসা দেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। ঢাকায় এসে যেখানেই যাচ্ছি, এতো ভালোবাসা পাচ্ছি, এতো উন্মাদনা দেখছি।  তিনি জানান, ফেসবুকে ঢাকার দর্শকদের অনেকেই বলেছিলেন, ‘বিজয়ার পরে’ সিনেমাটি প্রদর্শনীর সময় যেন বাংলাদেশি শাড়ি পরে আসি। দেখুন, আমি বাংলাদেশের শাড়ি পরেই আসলাম। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা।  আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্পে নির্মিত হয়েছে ‘বিজয়ার পরে’। মূলত এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই চারদিন আগে ঢাকায় এসেছেন স্বস্তিকা। প্রসঙ্গত, স্বস্তিকা ছাড়াও ‘বিজয়ার পরে’ সিনেমায় আরও অভিনয় করেছেন— মমতা শঙ্কর, দীপঙ্কর দে, মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকেই।   
২৫ জানুয়ারি ২০২৪, ১৫:২৫

ঢাকা চলচ্চিত্র উৎসবে থাকছেন স্বস্তিকা মুখার্জি
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গত ২০ জানুয়ারি। শুরুর দিন থেকেই দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে এই চলচ্চিত্র উৎসব। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন স্বস্তিকা। এদিন বিকেল সাড়ে ৫টায় জাতীয় জাদুঘরের নিচতলার সিনেপ্লেক্সে ‘বিজয়ার পরে’ সিনেমা নিয়ে কথা বলবেন এই অভিনেত্রী।  আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনাতয়নে প্রদর্শিত হবে স্বস্তিকা অভিনীত সিনেমা ‘বিজয়ার পরে’। দর্শকদের সঙ্গে স্বস্তিকাসহ সিনেমার অন্য কলাকুশলীরাও থাকবেন সেখানে।  জানা গেছে, আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্পে নির্মিত হয়েছে ‘বিজয়ার পরে’। মূলত এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই চারদিন আগে ঢাকায় এসেছেন স্বস্তিকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় জাদুঘরের নিচতলার সিনেপ্লেক্সে ‘বিজয়ার পরে’ সিনেমা নিয়ে কথা বলবেন স্বস্তিকা।     স্বস্তিকা ছাড়াও ‘বিজয়ার পরে’ সিনেমায় আরও অভিনয় করেছেন— মমতা শঙ্কর, দীপঙ্কর দে, মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকেই। প্রসঙ্গত, নয় দিনব্যাপী এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র। এর মধ্যে বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। আর বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি।   
২৪ জানুয়ারি ২০২৪, ১৪:১৬

প্রাক্তন প্রেমিক পরমকে নিয়ে মুখ খুললেন স্বস্তিকা
স্বস্তিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন পরমব্রত। গেল বছর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেও আলোচনার শীর্ষে ছিলেন এই অভিনেতা। তবে পরমের সঙ্গে সম্পর্কে জড়ালেও গাঁটছড়া বাঁধা হয়নি স্বস্তিকার। এবার প্রাক্তন প্রেমিককে নিয়ে মুখ খুললেন এই নায়িকা।       পিয়াকে বিয়ে করার পর দুই বাংলায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন পরম। তাদের বিয়ের প্রসঙ্গে মুখ খুলেছেন বহু তারকা। বলা যায়, সবাই এই জুটির নতুন জীবনকে সমর্থন করেছেন। সেই দলে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা।  সম্প্রতি ফের ভারতীয় গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে পরম-পিয়ার বিষয়ে কথা বলেন স্বস্তিকা। এসময় অভিনেত্রী জানান, তিক্ততা জিইয়ে রাখার অভ্যাস তার নেই।  স্বস্তিকা বলেন, পরমের কথা ভাবলে, ওর সঙ্গে কাটানো ভাল সময়টাই মনে পড়ে। সেই জন্য হয়তো সে দিন বাড়ি ফেরার সময় ওকে জড়িয়ে ধরে বলতে পারলাম যে, ভালো থাকিস। ও বলল, বাড়িতে ডাকবে। পিয়াকে আমি দীর্ঘদিন ধরেই চিনি। ভীষণ ভালো লাগে মেয়েটাকে। পরমকে বললাম, ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য তোর বাড়িতে যাব।    কারণ, পিয়ার স্বামী কে, সেটা আমার কাছে জরুরি নয়। আমি আসলে তেমন মানুষই নই যে, কাউকে জড়িয়ে ধরে ভালো থাকিস বলতে পারব না। আর তাছাড়া কারও ভালো চাইতে পারব না কেন বলুন তো? কারও সঙ্গে তো আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়নি। আমাদের যে পেশা, সেখানে সেটা সম্ভবও নয়। কত জনের সঙ্গে এমন হলে কাজ করব না বলুন?  পরমের সঙ্গে নিজের পুরনো সম্পর্কের কথা স্মরণ করে স্বস্তিকা বলেন, বিয়ের পাঁচ-ছয় বছর পরে তো স্বামী-স্ত্রীও ভাই-বোন হয়ে যায়। আর ১৫ বছরে প্রাক্তন কি প্রাক্তনই থেকে যাবে? একই ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাই। তাদের ভালোমন্দের সঙ্গে আমিও মিশে আছি। অনেক বছর হয়ে গেলে কোনো ব্যক্তির মন্দগুলো আর মনে থাকে না। পরম বা সৃজিত যেই হোক, তাদের কথা যখন ভাবি, আমার কিন্তু ভালোগুলোই মনে পড়ে। খারাপ মনে রাখলে আমাদেরই ক্ষতি। তবে তিক্ততা জিইয়ে রেখে লাভ কি!     প্রসঙ্গত, ‘ব্রেক ফেল’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েন পরমব্রত-স্বস্তিকা। সম্পর্কের পুরো সময়টায় ব্যাপক চর্চায় ছিল এই তারকা জুটি। যদিও ২০১০ সালেই সেই সম্পর্ক শেষ হয়ে যায়। তবে এখনও ভালো বন্ধু হিসেবে রয়েছেন দুজন। পাশাপাশি কাজও করছেন একসঙ্গে।      সূত্র : আনন্দবাজার    
১৮ জানুয়ারি ২০২৪, ১৩:৪২

সিগারেট খাওয়া নিয়ে যা বললেন স্বস্তিকা
নতুন বছরের শুরুতেই নানান পরিকল্পনা করেন তারকারা। ফেলে আসা বছরের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার পাশাপাশি নতুনভাবে জীবনের ডালা সাজান তারা। এক্ষেত্রেও পিছিয়ে নেই টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আর তাই তো নতুনভাবে নিজের জীবন সাজাতে এ বছর সিগারেট খাবেন না বলে মনস্থির করেছেন স্বস্তিকা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী। স্বস্তিকা বলেন, এখন সব বছরই আমার কাছে আর পাঁচটা বছরের মতো। ছোটবেলায় খুব রেজ্যুলেশন নিতাম। নখ খাব না, ফাস্টফুড খাব না। এ বছর ভেবেছি সিগারেট খাব না। কিন্তু তিন দিন পেরেছি, একদিন পারিনি। পরের দিন আবার খুব সচেতন হয়ে নতুন করে চেষ্টা শুরু করলাম। শেষ দুদিন খাইনি। আজ (১৭ জানুয়ারি) সকালে একটা খেয়ে ফেলেছি। এভাবেই যুদ্ধ করতে করতে একসময় ঠিক পেরে যাব আশা করছি।   নতুন বছরের কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, চলতি বছর হিন্দিতে প্রায় চারটি কাজ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এগুলো সব আগে করেছি। কিন্তু আমাদের এখানে (কলকাতা) যত তাড়াতাড়ি শুট শেষ হয়ে একটা সিনেমা মুক্তি পায়, মুম্বাইয়ে সেটা হয় না। কারণ, ওরা পোস্ট প্রোডাকশনে অনেকটা সময় নেয়।    এছাড়া কলকাতায় ‘নিখোঁজ’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন এবং দেবের সঙ্গে ‘টেক্কা’ সিনেমার কাজ রয়েছে বলে জানান স্বস্তিকা। পাশাপাশি ঢাকায়ও একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন স্বস্তিকা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বাংলাদেশে অনেক দিন ধরে কাজ করার ইচ্ছা। একটা কাজের কথা চলছিল সেই কোভিডের সময় থেকে। এবার শেষমেশ হচ্ছে। সেটার কাজেই এপ্রিলে ঢাকায় যাব। জানা গেছে, ঢাকার কামরুল ইসলাম রিফাতের পরিচালনায় ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় অভিনয় করবেন স্বস্তিকা। এতে দেশের গুণী অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সূত্র : আনন্দবাজার   
১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৪৫

গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা মুখার্জি
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিত তিনি। কথা বলতে যেন কাউকেই পরোয়া করেন না এই অভিনেত্রী। নানান বিষয়ে প্রায় সময়ই নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা।   সুযোগ পেলেই যেন স্বস্তিকাকে নিয়ে চর্চায় বসে যান নেটিজেনরা। যেন তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। বলা যায়, বিতর্কের অপর নাম— স্বস্তিকা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবরের কাগজে লেখা বেশ কয়েকটি শব্দ নিয়ে কথা বলেন স্বস্তিকা। এসময় রীতিমতো সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন এই অভিনেত্রী।  এ প্রসঙ্গে স্বস্তিকা বলেন, আমি যদি গাজা (ফিলিস্তিন) নিয়ে কথা বলি, সেটা নিয়েও কাগজে কেউ লিখলেন— ‘গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা’। এটা কি বিস্ফোরক? বিস্ফোরণ তো সত্যি সত্যি সেখানে হচ্ছে। নিজের সুবিধার জন্য কাগজের লোকজন ওইসব বিস্ফোরক, বিতর্ক শব্দগুলো খবরে জুড়ে দেয়। আমার বলা কথাগুলো খুব সাধারণ। বিশ্বাস করুন, আমি অসাধারণ কোনো কথা বলি না। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আগ্রহ থাকে ভক্তদের। আর তাই স্বাভাবিক কারণেই তারকাদের নিয়ে লেখালেখি হয় গণমাধ্যমে।  বিষয়টি তুলে অভিনেত্রী বলেন, সংবাদমাধ্যম কীভাবে বিষয়টিকে তুলে ধরছে সেটাও ভেবে দেখা জরুরি। আমজনতার সামনে কোন খবরকে কীভাবে পৌঁছে দেওয়া হচ্ছে, সে বিষয়ে সংবাদকর্মীদের একটি বড় দায়িত্ব থাকে। আমি তো মনে করি, পাবলিক ফিগাররা জনগণের বাবার সম্পত্তি। আমাদের নিয়ে যখন খুশি যা ইচ্ছা বলাই যায়।  আমি এটা অনেকদিন আগেই মেনে নিয়েছি। এটা নিয়ে আর মাথা ব্যথা নেই। চল্লিশ উর্ধ্ব বয়স মানেই, অর্ধেক জীবন আপনি কাটিয়ে দিয়েছেন। মানুষ আমাকে নিয়ে কী বলল, কী লিখল তা নিয়ে যদি পড়ে থাকি তাহলে বাঁচব কখন? স্বস্তিকা বলেন, আরেকটি বিষয় না বললেই নয়, পাবলিক ফিগার যদি ছেলে হয় আর সে দু’বার বিয়ে করে তাহলে কারও কোনো মাথাব্যথা নেই। কিন্তু একটা মেয়ে যদি দুবার বিয়ে করে, আর সে যদি পাবলিক ফিগার হয়, তাহলে তো সমালোচনার শেষ নেই তাকে নিয়ে। এটা আমাদের সমাজের নিয়ম। আমার জীবদ্দশায় তো এটা পাল্টাবে বলে মনে হয় না। সূত্র : হিন্দুস্তান টাইমস   
১৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়